নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন একটি জোটের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই জোটের আত্মপ্রকাশের কথা রয়েছে। নির্বাচনের অংশ নেওয়ার লক্ষ্যেই বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন এই জোট হয়েছে বলেও গুঞ্জন রয়েছে।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে বিএনপির সঙ্গে বিভিন্ন দল ও জোট দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এর মধ্যে ১২ দলীয় জোট অন্যতম।
১২ দলীয় জোটের সূত্র থেকেই নতুন এই জোট গঠনের খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে বাংলাদেশ কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব ও যুক্তফ্রন্টের সমন্বয়ক আব্দুল্লাহ আল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তাতে উপস্থিত থাকবেন নতুন জোটের প্রধান বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
এ বিষয়ে আব্দুল্লাহ আল হাসান গণমাধ্যমকে বলেন, নিবন্ধিত ও অনিবন্ধিত কয়েকটি দল মিলে নতুন জোট ‘যুক্তফ্রন্ট’ করা হচ্ছে। এই জোট নতুন ধারায় আন্দোলন করবে। কল্যাণ পার্টি ছাড়াও নিবন্ধিত দুটি দল এই জোটে থাকবে। আরও বেশ কয়েকটি দল পরে জোটে যুক্ত হবে।
নতুন এই জোট নির্বাচনে যাবে কি না—এমন প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল হাসান বলেন, ‘নির্বাচনে যাওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে।’
এ প্রসঙ্গে ১২ দলীয় জোটের এক শীর্ষ নেতা মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘রাজনীতিতে স্বাধীন চিন্তা থাকতেই পারে। যে যার মত সিদ্ধান্ত নিতেই পারেন। এতে কারও কিছু বলার নেই।’
নির্বাচনে অংশ নিতে এই জোট কি না—এমন প্রশ্নের জবাবে এই নেতা বলেন, ‘নির্বাচনের মৌসুমে যখন জোট হয়েছে তেমনটা হতেই পারে। সময় হলে দেখতে পাবেন।’
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন একটি জোটের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই জোটের আত্মপ্রকাশের কথা রয়েছে। নির্বাচনের অংশ নেওয়ার লক্ষ্যেই বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন এই জোট হয়েছে বলেও গুঞ্জন রয়েছে।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে বিএনপির সঙ্গে বিভিন্ন দল ও জোট দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এর মধ্যে ১২ দলীয় জোট অন্যতম।
১২ দলীয় জোটের সূত্র থেকেই নতুন এই জোট গঠনের খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাতে বাংলাদেশ কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব ও যুক্তফ্রন্টের সমন্বয়ক আব্দুল্লাহ আল হাসান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তাতে উপস্থিত থাকবেন নতুন জোটের প্রধান বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
এ বিষয়ে আব্দুল্লাহ আল হাসান গণমাধ্যমকে বলেন, নিবন্ধিত ও অনিবন্ধিত কয়েকটি দল মিলে নতুন জোট ‘যুক্তফ্রন্ট’ করা হচ্ছে। এই জোট নতুন ধারায় আন্দোলন করবে। কল্যাণ পার্টি ছাড়াও নিবন্ধিত দুটি দল এই জোটে থাকবে। আরও বেশ কয়েকটি দল পরে জোটে যুক্ত হবে।
নতুন এই জোট নির্বাচনে যাবে কি না—এমন প্রশ্নের জবাবে আব্দুল্লাহ আল হাসান বলেন, ‘নির্বাচনে যাওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে।’
এ প্রসঙ্গে ১২ দলীয় জোটের এক শীর্ষ নেতা মঙ্গলবার রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘রাজনীতিতে স্বাধীন চিন্তা থাকতেই পারে। যে যার মত সিদ্ধান্ত নিতেই পারেন। এতে কারও কিছু বলার নেই।’
নির্বাচনে অংশ নিতে এই জোট কি না—এমন প্রশ্নের জবাবে এই নেতা বলেন, ‘নির্বাচনের মৌসুমে যখন জোট হয়েছে তেমনটা হতেই পারে। সময় হলে দেখতে পাবেন।’
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
২৪ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
২৪ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
২৪ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
২৪ দিন আগে