নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে জড়ো হয়েছে ছাত্র-জনতা। গতকাল শুক্রবার বিকেল থেকে সারা রাত আন্দোলনকারীদের স্লোগানে মুখর ছিল শাহবাগ। আন্দোলনে অংশগ্রহণকারীরা জানান, আজ শনিবার বিকেলের গণজমায়েত থেকে সিদ্ধান্ত আসবে আন্দোলন কোন দিকে যাবে। যদি আজ রাতের মধ্যে সরকারের তরফ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসে, কাল থেকে সারা দেশের ব্লকেড কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত আসবে।
শাহবাগ মোড়ে সরেজমিনে দেখা যায়, আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। এ সময় আন্দোলনে নেতৃত্বদানকারী আলোচিত ছাত্রনেতাদের দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, বিকেল ৩টার পর আয়োজিত সমাবেশে জনসমাগম বাড়বে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জুলাই মঞ্চ, ইনকিলাব মঞ্চ, ছাত্র শিবিরসহ বিভিন্ন দল ও ছাত্র সংগঠনের সদস্যরা স্লোগান দিচ্ছিলেন। স্লোগানের মধ্যে রয়েছে—‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আজাদি না গোলামি, আজাদি-আজাদি’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘ব্যান আওয়ামী লীগ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি।
এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গেটে ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন হয়নি। শনিবার (১০ মে) সকাল ১০টায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে বাড্ডা ব্লকেড কর্মসূচি হওয়ার কথা ছিল। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সেখানে পুলিশের উপস্থিতি দেখা গেলেও শিক্ষার্থীরা কেউ আসেনি। পরে পুলিশ সেখান থেকে চলে যায়।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে কথা হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হামিমের সঙ্গে। তিনি জুলাই গণ-অভুত্থানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। হামিম জানান, ব্র্যাকের গেটে কর্মসূচি ঘোষণার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে। এ কারণে কোনো শিক্ষার্থী আসেনি। এ ছাড়া প্রচণ্ড গরমের কারণেও অনেকে বাসা থেকে বের হয়নি। ২০২৪ সালের জুলাইয়ের কর্মসূচি ও এখনকার কর্মসূচির তুলনা করে হামিম বলেন, আগের প্রেক্ষাপট ভিন্ন ছিল।
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগে জড়ো হয়েছে ছাত্র-জনতা। গতকাল শুক্রবার বিকেল থেকে সারা রাত আন্দোলনকারীদের স্লোগানে মুখর ছিল শাহবাগ। আন্দোলনে অংশগ্রহণকারীরা জানান, আজ শনিবার বিকেলের গণজমায়েত থেকে সিদ্ধান্ত আসবে আন্দোলন কোন দিকে যাবে। যদি আজ রাতের মধ্যে সরকারের তরফ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসে, কাল থেকে সারা দেশের ব্লকেড কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত আসবে।
শাহবাগ মোড়ে সরেজমিনে দেখা যায়, আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শাহবাগ মোড়ে আন্দোলনকারীদের উপস্থিতি তুলনামূলক কম ছিল। এ সময় আন্দোলনে নেতৃত্বদানকারী আলোচিত ছাত্রনেতাদের দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, বিকেল ৩টার পর আয়োজিত সমাবেশে জনসমাগম বাড়বে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জুলাই মঞ্চ, ইনকিলাব মঞ্চ, ছাত্র শিবিরসহ বিভিন্ন দল ও ছাত্র সংগঠনের সদস্যরা স্লোগান দিচ্ছিলেন। স্লোগানের মধ্যে রয়েছে—‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আজাদি না গোলামি, আজাদি-আজাদি’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘ব্যান আওয়ামী লীগ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘মুজিববাদের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’ ইত্যাদি।
এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গেটে ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন হয়নি। শনিবার (১০ মে) সকাল ১০টায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে বাড্ডা ব্লকেড কর্মসূচি হওয়ার কথা ছিল। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সেখানে পুলিশের উপস্থিতি দেখা গেলেও শিক্ষার্থীরা কেউ আসেনি। পরে পুলিশ সেখান থেকে চলে যায়।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে কথা হয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হামিমের সঙ্গে। তিনি জুলাই গণ-অভুত্থানে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। হামিম জানান, ব্র্যাকের গেটে কর্মসূচি ঘোষণার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্লাস ও পরীক্ষা স্থগিত করেছে। এ কারণে কোনো শিক্ষার্থী আসেনি। এ ছাড়া প্রচণ্ড গরমের কারণেও অনেকে বাসা থেকে বের হয়নি। ২০২৪ সালের জুলাইয়ের কর্মসূচি ও এখনকার কর্মসূচির তুলনা করে হামিম বলেন, আগের প্রেক্ষাপট ভিন্ন ছিল।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১৮ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১৮ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১৮ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১৮ দিন আগে