নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে নির্বাচন ভবনের সামনে জড়ো হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা।
গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় এনসিপি। সংবাদ সম্মেলনে ১১টার কথা বললেও পরবর্তীতে দুপুর ১২টায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে।
এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে আজ বুধবার সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সরেজমিন দেখা যায়, সকাল থেকে নির্বাচন ভবনের সামনে কাঁটাতারের ব্যারিকেড দেওয়া হয়েছে। বিজিবি ও র্যাবের দু-একটি গাড়ি মাঝে মাঝে টহল দিচ্ছে। যৌথ বাহিনীও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছে।
দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গণমাধ্যমকে জানান, বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ দিকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা ঠিক করতে সকাল থেকে সভায় বসেছে নির্বাচন কমিশন। এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির এটি পঞ্চম কমিশন সভা।
সভার আলোচ্যসূচিতে রয়েছে—রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫; সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এবং বিবিধ।
নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে নির্বাচন ভবনের সামনে জড়ো হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা।
গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় এনসিপি। সংবাদ সম্মেলনে ১১টার কথা বললেও পরবর্তীতে দুপুর ১২টায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে।
এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে আজ বুধবার সকাল থেকেই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সরেজমিন দেখা যায়, সকাল থেকে নির্বাচন ভবনের সামনে কাঁটাতারের ব্যারিকেড দেওয়া হয়েছে। বিজিবি ও র্যাবের দু-একটি গাড়ি মাঝে মাঝে টহল দিচ্ছে। যৌথ বাহিনীও নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছে।
দায়িত্বরত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গণমাধ্যমকে জানান, বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ দিকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা ঠিক করতে সকাল থেকে সভায় বসেছে নির্বাচন কমিশন। এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির এটি পঞ্চম কমিশন সভা।
সভার আলোচ্যসূচিতে রয়েছে—রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫; সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এবং বিবিধ।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
২৪ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
২৫ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
২৫ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
২৫ দিন আগে