নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘যারা তুলে নিয়েছিল, তারা আমাকে একটি কবরের মতো কামরায় ৬১ দিন বন্দি রেখেছিল। তখন একটু সময়ের জন্যও তারা আমাকে বের করেনি।’
নয় বছর পর গতকাল রোববার দেশে ফিরে বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদ তাঁকে অপহরণ ও নির্যাতনের দুর্বিষহ দিনের এমন বর্ণনা দিয়েছেন গণমাধ্যমে। তিনি বলেন, তারা আমাকে একটি গোপন জায়গায় নিয়ে যায়। সেই জায়গাটা একটা কবরের মতো, একটা কামরা। আমার মনে হয়েছিল, এটা কোনো বাড়ির নিচতলা হবে। জায়গাটা ৫ ফুট বাই ১০ ফুট হবে। শুধু প্রস্রাব-পায়খানা করার জন্য একটা ছিদ্র ছিল এক কিনারে, সেখানে একটা পানির ট্যাব ছিল। কক্ষে একটা লোহার দরজা ছিল। তার নিচ থেকে খাবার দেওয়ার একটা জায়গা ছিল, বাহিরে একটা স্ট্যান্ড ফ্যান ছিল, মাথার ওপরে একটা হাইপাওয়ার লাইট ছিল, এতটুকুই। এখানে তারা আমাকে ৬১ দিন রাখে। এক দিনের জন্যও বের করেনি।’
সালাহউদ্দিন অপহরণের ঘটনা বর্ণনা দিয়ে বলেন, ২০১৫ সালের ১০ মার্চ রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তারা আসে। তাদের মধ্যে কেউ সাদাপোশাকে, কেউ অস্ত্রধারী ছিল। তখন আমি উত্তরায় আমার এক বন্ধুর বাসায় ছিলাম, সেখান থেকেই তারা আমাকে চোখে কাপড় বেঁধে, হাতে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যায়।
এরপর তারা আমাকে গোপন জায়গায় নিয়ে যায়। তিনি আরও বলেন, তারা যেদিন আমাকে ওই কক্ষ থেকে বের করে, সেদিনও চোখ বেঁধে বের করে। গাড়িতে তোলে। ৬ সাত ৭ ঘণ্টা তারা আমাকে গাড়িতে তুলে চালাল। এরপর এক জায়গায় নিয়ে নামায়, তখন অন্ধকার। এরপর হেঁটে কিছুদূর, তারপর আবার গাড়িতে। এরপর একটি মাঠে ছেড়ে দেওয়া হয়। তখন ভোর। লোকজন হাটঁতে বের হয়েছে, তাদের সহযোগিতা চাইলাম। পুলিশ ডাকতে বললাম, তারপর আমি জানতে পারলাম এটা ভারতের শিলং।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এ ছাড়া যা ঘটেছে, তা আমি এ মুহূর্তে বলতে চাই না। কারণ যা ঘটেছে, তা উচ্চমহলের নির্দেশেই ঘটেছে। এজন্য তাদের জাতীয় ও আন্তর্জাতিক মহলে কোনো না কোনোদিন জবাবদিহি করতেই হবে।’
২০১৫ সালের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাঁকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাহউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাঁকে আটক করা হয়। গতকাল তিনি বাংলাদেশে ফেরত আসেন।
‘যারা তুলে নিয়েছিল, তারা আমাকে একটি কবরের মতো কামরায় ৬১ দিন বন্দি রেখেছিল। তখন একটু সময়ের জন্যও তারা আমাকে বের করেনি।’
নয় বছর পর গতকাল রোববার দেশে ফিরে বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদ তাঁকে অপহরণ ও নির্যাতনের দুর্বিষহ দিনের এমন বর্ণনা দিয়েছেন গণমাধ্যমে। তিনি বলেন, তারা আমাকে একটি গোপন জায়গায় নিয়ে যায়। সেই জায়গাটা একটা কবরের মতো, একটা কামরা। আমার মনে হয়েছিল, এটা কোনো বাড়ির নিচতলা হবে। জায়গাটা ৫ ফুট বাই ১০ ফুট হবে। শুধু প্রস্রাব-পায়খানা করার জন্য একটা ছিদ্র ছিল এক কিনারে, সেখানে একটা পানির ট্যাব ছিল। কক্ষে একটা লোহার দরজা ছিল। তার নিচ থেকে খাবার দেওয়ার একটা জায়গা ছিল, বাহিরে একটা স্ট্যান্ড ফ্যান ছিল, মাথার ওপরে একটা হাইপাওয়ার লাইট ছিল, এতটুকুই। এখানে তারা আমাকে ৬১ দিন রাখে। এক দিনের জন্যও বের করেনি।’
সালাহউদ্দিন অপহরণের ঘটনা বর্ণনা দিয়ে বলেন, ২০১৫ সালের ১০ মার্চ রাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তারা আসে। তাদের মধ্যে কেউ সাদাপোশাকে, কেউ অস্ত্রধারী ছিল। তখন আমি উত্তরায় আমার এক বন্ধুর বাসায় ছিলাম, সেখান থেকেই তারা আমাকে চোখে কাপড় বেঁধে, হাতে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যায়।
এরপর তারা আমাকে গোপন জায়গায় নিয়ে যায়। তিনি আরও বলেন, তারা যেদিন আমাকে ওই কক্ষ থেকে বের করে, সেদিনও চোখ বেঁধে বের করে। গাড়িতে তোলে। ৬ সাত ৭ ঘণ্টা তারা আমাকে গাড়িতে তুলে চালাল। এরপর এক জায়গায় নিয়ে নামায়, তখন অন্ধকার। এরপর হেঁটে কিছুদূর, তারপর আবার গাড়িতে। এরপর একটি মাঠে ছেড়ে দেওয়া হয়। তখন ভোর। লোকজন হাটঁতে বের হয়েছে, তাদের সহযোগিতা চাইলাম। পুলিশ ডাকতে বললাম, তারপর আমি জানতে পারলাম এটা ভারতের শিলং।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এ ছাড়া যা ঘটেছে, তা আমি এ মুহূর্তে বলতে চাই না। কারণ যা ঘটেছে, তা উচ্চমহলের নির্দেশেই ঘটেছে। এজন্য তাদের জাতীয় ও আন্তর্জাতিক মহলে কোনো না কোনোদিন জবাবদিহি করতেই হবে।’
২০১৫ সালের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাঁকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাহউদ্দিন শিলংয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাঁকে আটক করা হয়। গতকাল তিনি বাংলাদেশে ফেরত আসেন।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১৯ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১৯ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১৯ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১৯ দিন আগে