Ajker Patrika

মির্জার অতিকথনে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি : এমপি একরাম ও নিজাম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৬ জুন ২০২১, ১৪: ০৮
মির্জার অতিকথনে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি : এমপি একরাম ও নিজাম

ঢাকা : আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ছোট ভাই ও নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র মির্জা কাদের ব্যক্তিগত আক্রমণ করছেন বলে দাবি করেছেন সাংসদ একরামুল করিম চৌধুরী ও নিজাম উদ্দিন হাজারী। এ ছাড়া দুই সাংসদ মির্জার অতিকথনে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ করেন। এ বিষয়ে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ চান তাঁরা।

গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সঙ্গে বৈঠকে এমন দাবি করেন তাঁরা। জাতীয় সংসদের অধিবেশন শেষে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সংসদের কার্যালয়ে নোয়াখালী ও ফেনীর আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। এতে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সাংসদ এইচ এম ইব্রাহিম, ৩ আসনের মামুনুর রশীদ কিরণ, ৬ আসনের আয়েশা ফেরদাউস ও সংরক্ষিত নারী আসনের সাংসদ ফরিদা খানম সাকী।

বৈঠক সূত্রে জানা যায়, সাংসদ একরামুল করিম চৌধুরী বলেন, `প্রত্যেকের সম্মান আছে, সামাজিক মর্যাদা আছে। কিন্তু মির্জা কাদের আমাদের সামাজিক মর্যাদা প্রশ্নবিদ্ধ করছেন। মির্জা কাদেরের অতিকথন আমাদের সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করছে।' ফেনীর সাংসদ নিজাম হাজারী একরামুলের এই বক্তব্য সমর্থন করেন। তিনি বলেন, চরিত্র হননের প্রক্রিয়া বন্ধ করা দরকার। বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা দলের জন্য মঙ্গল বলে মনে করেন তাঁরা।

এ বিষয়ে মাহবুব উল আলম হানিফ আজকের পত্রিকাকে বলেন, নোয়াখালী ও ফেনীর সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে তাঁদের সাংগঠনিক বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের সম্মেলন করার বিষয়ে বলা হয়েছে। এ ছাড়া সাংগঠনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত