Ajker Patrika

বিএনপি-জামায়াতকে দাঁতভাঙা জবাব দেব: ভূমিমন্ত্রী

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ২০: ৪২
বিএনপি-জামায়াতকে দাঁতভাঙা জবাব দেব: ভূমিমন্ত্রী

স্বাধীনতার পর থেকে দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত। বিএনপি-জামায়াতের জন্মই হচ্ছে মিথ্যা দিয়ে। তারা মিথ্যা, বানোয়াট গুজবগুলো ছড়ায়। আজকের পর থেকে বিরোধী দল থাকবে ঘরে, আমরা থাকব মাঠে। বিএনপি-জামায়াতকে আমরা দাঁতভাঙা জবাব দেব বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

আজ শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর ভূমিমন্ত্রীর বাসভবনে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, ‘আর ছাড় দেওয়া হবে না তাদের। ৪ ডিসেম্বর ঐতিহাসিক সমাবেশ হবে চট্টগ্রামে। এ সম্মেলনের মাধ্যমে বিএনপি-জামায়াতকে দাঁতভাঙা জবাব দেব আমরা।’

৪ ডিসেম্বর চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ উপলক্ষে আনোয়ারা-কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ এই বিশেষ বর্ধিত সভার আয়োজন করে। কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত চেয়ারম্যান ফারুক চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম. এ মান্নান চৌধুরী। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

ভূমিমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি-জামায়াত অপপ্রচার চালাচ্ছে, আগামী ১০ ডিসেম্বরের পর নাকি খালেদা জিয়ার হাতে দেশ থাকবে। কিছুদিন আগে বলেছিল, দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে। তারা শেষ পর্যন্ত গুজব ছড়াচ্ছে ব্যাংকের রিজার্ভ শেষ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের ২৬ হাজার ডলার রিজার্ভ রয়েছে। করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সারা বিশ্বে যে মন্দাবস্থা তৈরি হয়েছে, আশা করি বাংলাদেশ তা কাঠিয়ে উঠবে।’

‘আমার প্রয়াত পিতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর নেতৃত্বে ২০১১ সালে আওয়ামী লীগের সর্বশেষ সমাবেশ হয়েছিল চট্টগ্রামে। এরপর আর কোনো সমাবেশ হয়নি। সেটি ছিল আনোয়ারা-কর্ণফুলীবাসীর জন্য বিশাল সমাবেশ। আগামী ৪ ডিসেম্বর নেত্রীকে প্রমাণ করে দেব, চট্টগ্রামের বাবু আছে, বাবু থাকবে চিরকাল।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত