নিজস্ব প্রতিবেদক ঢাকা
হাইকোর্টের নির্দেশনা না মানায় নাশকতার অভিযোগে করা এক মামলায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলসহ তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করা হয়েছে। গত ২৭ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই পরোয়ানা জারি করেন।
আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মতিঝিল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই শাহ আলম বিষয়টি জানান।
জামায়াতের অপর দুই নেতা হলেন—কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন।
মামলার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ মার্চ সকাল সাড়ে ৯টায় মতিঝিল থানাধীন এলাকায় জামায়াতে ইসলামীর ৪০০-৫০০ নেতা-কর্মী রাস্তায় চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সরকারি কাজে বাধাদান, কর্তব্যরত পুলিশদের হত্যার উদ্দেশে আঘাতসহ গুরুতর রক্তাক্ত জখম করে।
এ ঘটনায় মতিঝিল থানার উপপরিদর্শক মো. আবু জাফর বাদী হয়ে মামলা করেন।
মামলা দায়েরের পর জামায়াতের এই তিন নেতা, হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার শর্তে তাঁদের জামিন দেন হাইকোর্ট। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও তাঁরা আদালতে আত্মসমর্পণ করেননি এমনকি কোনো ধরনের পদক্ষেপও নেননি। পরে মামলার নথি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করার পর আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
হাইকোর্টের নির্দেশনা না মানায় নাশকতার অভিযোগে করা এক মামলায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলসহ তিন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করা হয়েছে। গত ২৭ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই পরোয়ানা জারি করেন।
আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মতিঝিল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই শাহ আলম বিষয়টি জানান।
জামায়াতের অপর দুই নেতা হলেন—কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন।
মামলার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ মার্চ সকাল সাড়ে ৯টায় মতিঝিল থানাধীন এলাকায় জামায়াতে ইসলামীর ৪০০-৫০০ নেতা-কর্মী রাস্তায় চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সরকারি কাজে বাধাদান, কর্তব্যরত পুলিশদের হত্যার উদ্দেশে আঘাতসহ গুরুতর রক্তাক্ত জখম করে।
এ ঘটনায় মতিঝিল থানার উপপরিদর্শক মো. আবু জাফর বাদী হয়ে মামলা করেন।
মামলা দায়েরের পর জামায়াতের এই তিন নেতা, হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার শর্তে তাঁদের জামিন দেন হাইকোর্ট। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও তাঁরা আদালতে আত্মসমর্পণ করেননি এমনকি কোনো ধরনের পদক্ষেপও নেননি। পরে মামলার নথি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করার পর আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫