Ajker Patrika

রাজধানীতে বিএনপির বিক্ষোভ শনিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মে ২০২৩, ২১: ৩২
রাজধানীতে বিএনপির বিক্ষোভ শনিবার

১৩ মে শনিবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। ১০ দফা দাবি আদায়, গায়েবি মামলা, গ্রেপ্তার ও পুলিশি হয়রানির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করেছে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টায় এই কর্মসূচি পালিত হবে।

আজ বুধবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।

এ সময় সুষ্ঠু নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন আর গ্রীষ্মকালে শীতের হাওয়া বয়ে যাওয়ার মতো ব্যাপার। সরকারবিরোধী আন্দোলনে সব নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানান তিনি। 

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ও উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন প্রশ্নে আন্তর্জাতিক চাপ ‘নেই’ বলে সরকারের মন্ত্রীরা যে বক্তব্য দিচ্ছেন, তা ‘সঠিক নয়’ বলে দাবি করেন রিজভী। তিনি বলেন, ‘সরকারকে নিয়ে আন্তর্জাতিকভাবে যেসব কথা হচ্ছে, তা আড়াল করার জন্যই চাপাবাজি করছেন ক্ষমতাসীন দলের নেতারা।’

সরকারকে উদ্দেশে রিজভী বলেন, ‘বিদেশিরা আগামী নির্বাচন নিয়ে কারা কী বলছেন, এর আগে ঢাকায় যেসব কূটনীতিক ছিলেন বা এখান থেকে যাঁরা বদলি হয়ে গেছেন তাঁরা কী বলেছেন, আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন, মানবাধিকার সংগঠন, অধিকার সংগঠন এবং রাষ্ট্রীয় যে সংস্থাগুলো আছে তারা কী বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কি বলেছে, এখানকার বিদায়ী জাপানি রাষ্ট্রদূত কি বলেছেন, গণতান্ত্রিক বিশ্ব বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে তারা বাংলাদেশের নির্বাচন নিয়ে কি মন্তব্য করেছে, কি বিবৃতি দিয়েছেন সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে। আপনারা জানেন, দেশবাসী জানে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত