Ajker Patrika

প্রধান অতিথি ওবায়দুল কাদের, ব্যানারে ‘বঙ্গবন্ধু’ বানান ভুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধান অতিথি ওবায়দুল কাদের, ব্যানারে ‘বঙ্গবন্ধু’ বানান ভুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টাকারী আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক শান্তির দাবিতে আজ শুক্রবার সমাবেশ করেছে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশের ব্যানারে ‘বঙ্গবন্ধু’ বানান ‘বঙ্গন্ধু’ লেখা ছিল। 

‘বঙ্গবন্ধু’ বানান ভুলের বিষয়টি স্বীকার করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন্নবী সাগর। 

চৌধুরী সাইফুন্নবী সাগর আজকের পত্রিকাকে বলেন, তাড়াহুড়োর কারণে ব্যানারের বানান ভুল হয়েছে। বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। 

তাড়াহুড়োর কারণ হিসেবে তিনি জানান, শুক্রবারের কর্মসূচির জন্য বৃহস্পতিবারই ব্যানার তৈরি করা হয়েছিল। কিন্তু আজ শুক্রবার সকালে মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ব্যানারের ডিজাইন ও লেখা পরিবর্তন করতে বলেন। ছুটির দিনে নির্ধারিত দোকান বন্ধ থাকায় নতুন দোকান থেকে ব্যানার তৈরি করা হয়েছে। এ কারণে সমস্যার সৃষ্টি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত