Ajker Patrika

পরাজয় কার হলো, আমাদের না বিএনপির, প্রশ্ন কাদেরের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ২০: ০০
পরাজয় কার হলো, আমাদের না বিএনপির, প্রশ্ন কাদেরের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘নয়াপল্টনে সমাবেশ আমরা করবই। এই কথা যারা বলেছে তারা এখন গোলাপবাগে। পরাজয় কার হলো? আমাদের, না বিএনপির? নয়াপল্টনে সমাবেশ করতে পারেনি। আন্দোলন কর্মসূচির পরাজয় তো অর্ধেক এখানেই হয়ে গেছে।’ 

আজ শুক্রবার রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এ কথা বলেন ওবায়দুল কাদের। 

ঢাকায় বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে অনুযায়ী স্থানীয় নেতা-কর্মীরা এরই মধ্যে নানা কর্মসূচি শুরু করেছেন। 

এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকার রাস্তায় পা দিয়েই বুঝতে পারলাম আওয়ামী লীগ প্রস্তুত। শেখ হাসিনার ডাকে বঙ্গবন্ধুর সৈনিকেরা প্রস্তুত।’

কাদের বলেন, ‘কাতারে (বিশ্বকাপ ফুটবল) খেলা হবে। বাংলাদেশেও অপশক্তি, জঙ্গিবাদ, দুঃশাসন, আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে খেলা হবে। অনেক ছাড় দিয়েছি, আর ছাড় দেব না। আগুন-সন্ত্রাস করতে এলে আর ছাড়া হবে না।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘লাঠি নিয়ে এলে খেলা হবে। আগুন নিয়ে এলে খেলা হবে। পুলিশের ওপর যারা হামলা করেছে, তাদের বিরুদ্ধে খেলা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত