নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওই দিন থেকে দেশের বিভিন্ন স্থানে দলটির নেতা–কর্মীদের বাড়ি-ঘরে হামলা ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের দাবি, হামলার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি গ্রহণ করেনি। এ কারণে দলটির নেতা–কর্মীদের সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ শনিবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা দেওয়া হয়। এর আগে ১৮ সেপ্টেম্বর একই ঘটনায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এমন নির্দেশনা দেওয়া হয়েছিল।
সেখানে বলা হয়, ‘সারা দেশের বেশির ভাগ থানাতে আওয়ামী লীগের নেতা–কর্মীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের বিষয়ে সাধারণ ডায়েরিও করতে দেওয়া হয়নি। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে, তাই এই অপরাধীদের থামাতে এখন সেনাবাহিনীর কাছেই অভিযোগ দেওয়ার বিকল্প নেই।’
দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে বলা হয়, ক্ষতিগ্রস্ত সবাই, তাঁদের পরিবারের সদস্যদের মাধ্যমে নিকটস্থ সেনাক্যাম্পে লিখিত অভিযোগ, সন্ত্রাসীদের নাম উল্লেখ করে জমা দিন।
সেনাবাহিনীর কাছে দলটির প্রত্যাশা উল্লেখ করে বলা হয়, ‘সেনাবাহিনীর কাছে আমাদের প্রত্যাশা থাকবে, সব অপরাধী, লুটেরা, সন্ত্রাসীদের তারা আইনের আওতায় আনবেন।’
১৭ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে, মেট্রোপলিটন এলাকা ছাড়া ঢাকাসহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এই ক্ষমতা পেয়েছেন।
আজ শনিবার আওয়ামী লীগের ফেসবুক পেজে একটি রিলস পোস্ট করা হয়। সেখানে বলা হয়, ‘ভালো নেই আওয়ামী লীগের একজন নেতা-কর্মীও। কেউ প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছে তো কেউ বিএনপি সন্ত্রাসীদের হামলায় হাসপাতালে চিকিৎসাধীন। প্রাণ হারিয়েছেন অসংখ্য আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কর্মী। ঘরবাড়ি পুড়িয়ে ফেলা ও ব্যবসাপ্রতিষ্ঠান লুটে নেওয়ায় এখন নিঃস্ব হাজার হাজার নেতা-কর্মী।’
দলটির প্রতিটি নেতা–কর্মী মিথ্যা মামলায় জর্জরিত দাবি করে ওই পোস্টে আরও বলা হয়, বর্তমানে বাড়িছাড়া প্রতিটি নেতা-কর্মীর পরিবারই মানবেতর জীবন যাপন করছেন। আওয়ামী লীগ একটি পরিবার। এই সংকটময় মুহূর্তে পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে নেতা–কর্মীদের নির্দেশনা দেওয়া হয়। বিস্তারিত জানতে মেইল করুন info@albd.org
এদিকে পৃথক আরেকটি পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫০ লাখ পরিবারকে ক্ষতিগ্রস্ত করে দেশে কোন আইনের শাসন কায়েম করছেন?’
সেখানে আরও বলা হয়েছে, দেয়ালে পিঠ ঠেকাবেন না। মানবাধিকার সবার। কোনো নির্দিষ্ট দলের বা গোষ্ঠীর না।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওই দিন থেকে দেশের বিভিন্ন স্থানে দলটির নেতা–কর্মীদের বাড়ি-ঘরে হামলা ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের দাবি, হামলার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি গ্রহণ করেনি। এ কারণে দলটির নেতা–কর্মীদের সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
আজ শনিবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ নির্দেশনা দেওয়া হয়। এর আগে ১৮ সেপ্টেম্বর একই ঘটনায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এমন নির্দেশনা দেওয়া হয়েছিল।
সেখানে বলা হয়, ‘সারা দেশের বেশির ভাগ থানাতে আওয়ামী লীগের নেতা–কর্মীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের বিষয়ে সাধারণ ডায়েরিও করতে দেওয়া হয়নি। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে, তাই এই অপরাধীদের থামাতে এখন সেনাবাহিনীর কাছেই অভিযোগ দেওয়ার বিকল্প নেই।’
দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে বলা হয়, ক্ষতিগ্রস্ত সবাই, তাঁদের পরিবারের সদস্যদের মাধ্যমে নিকটস্থ সেনাক্যাম্পে লিখিত অভিযোগ, সন্ত্রাসীদের নাম উল্লেখ করে জমা দিন।
সেনাবাহিনীর কাছে দলটির প্রত্যাশা উল্লেখ করে বলা হয়, ‘সেনাবাহিনীর কাছে আমাদের প্রত্যাশা থাকবে, সব অপরাধী, লুটেরা, সন্ত্রাসীদের তারা আইনের আওতায় আনবেন।’
১৭ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনে, মেট্রোপলিটন এলাকা ছাড়া ঢাকাসহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে আগামী দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা এই ক্ষমতা পেয়েছেন।
আজ শনিবার আওয়ামী লীগের ফেসবুক পেজে একটি রিলস পোস্ট করা হয়। সেখানে বলা হয়, ‘ভালো নেই আওয়ামী লীগের একজন নেতা-কর্মীও। কেউ প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছে তো কেউ বিএনপি সন্ত্রাসীদের হামলায় হাসপাতালে চিকিৎসাধীন। প্রাণ হারিয়েছেন অসংখ্য আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ কর্মী। ঘরবাড়ি পুড়িয়ে ফেলা ও ব্যবসাপ্রতিষ্ঠান লুটে নেওয়ায় এখন নিঃস্ব হাজার হাজার নেতা-কর্মী।’
দলটির প্রতিটি নেতা–কর্মী মিথ্যা মামলায় জর্জরিত দাবি করে ওই পোস্টে আরও বলা হয়, বর্তমানে বাড়িছাড়া প্রতিটি নেতা-কর্মীর পরিবারই মানবেতর জীবন যাপন করছেন। আওয়ামী লীগ একটি পরিবার। এই সংকটময় মুহূর্তে পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে নেতা–কর্মীদের নির্দেশনা দেওয়া হয়। বিস্তারিত জানতে মেইল করুন info@albd.org
এদিকে পৃথক আরেকটি পোস্টে অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলা হয়েছে, ‘আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫০ লাখ পরিবারকে ক্ষতিগ্রস্ত করে দেশে কোন আইনের শাসন কায়েম করছেন?’
সেখানে আরও বলা হয়েছে, দেয়ালে পিঠ ঠেকাবেন না। মানবাধিকার সবার। কোনো নির্দিষ্ট দলের বা গোষ্ঠীর না।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫