অনলাইন ডেস্ক
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ এবং উপদেষ্টা পরিষদের রদবদলের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ সোমবার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ ও উপদেষ্টা পরিষদের রদবদলের বিষয়ে প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘এখন পর্যন্ত তথ্য উপদেষ্টা পদত্যাগ করেননি। আর উপদেষ্টা রদবদলের সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আমরা এখনো জানি না।’
এর আগে আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অর্থনৈতিক কৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়। এতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, বিডার চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে কী উদ্যোগ নিলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, চাকরির ক্ষেত্র তৈরি হবে, তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব।
সরকারে প্রতিটি সেক্টেরে ই-ফাইলিং চালু করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, ‘সরকারের অনেক মন্ত্রণালয়, অধিদপ্তরে ই-ফাইলিং নেই, এতে সরকারের সিদ্ধান্তগ্রহণ ধীরগতি হয়ে যায়, এ জায়গাটায় গতি আনার জন্য ফাইল যাতে ম্যানুয়ালি মুভ না করে সেটা দ্রুত করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন।’
সরকারের কাজের সমন্বয় যাতে সহজ ও দ্রুত হয়, এ জন্য এই সিদ্ধান্ত হয়েছে। ই-ফাইলিং হলে দুর্নীতি কমে আসে বলেও জানান প্রেস সচিব। তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন কীভাবে এস্তোনিয়ায় দুর্নীতি কমেছে, সেটা বাংলাদেশের সঙ্গে শেয়ার করতে চেয়েছে। আমরাও বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়েছি।’ এর মাধ্যমে ফাইল মনিটরিং সহজ ও ট্র্যাকিং করা যাবে বলেও জানান তিনি।
জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কার কমিশনের প্রস্তাবগুলো পাঠিয়েছে বলে জানান প্রেস সচিব। রাজনৈতিক দলগুলো তাদের বিশ্লেষণ কমিশনের কাছে জানাবে বলেও উল্লেখ করেন তিনি। শফিকুল আলম বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন আগে সব দলের মতামত নিক। এরপর বৈঠকের (রাজনৈতিক দলের সঙ্গে) বিষয়ে আপনাদের (সাংবাদিক) জানাবে।’
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল, শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘর্ষের বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা সিরিয়াস। ছাত্রদের মধ্যে আইনশৃঙ্খলার অবনতির পরিস্থিতি সৃষ্টি হলে আমরা অবশ্যই দেখব। আইনের অবনতি হোক, সেটা আমরা চাই না। সে বিষয়ে কাজ করছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ এবং উপদেষ্টা পরিষদের রদবদলের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ সোমবার সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ ও উপদেষ্টা পরিষদের রদবদলের বিষয়ে প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ‘এখন পর্যন্ত তথ্য উপদেষ্টা পদত্যাগ করেননি। আর উপদেষ্টা রদবদলের সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আমরা এখনো জানি না।’
এর আগে আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অর্থনৈতিক কৌশল নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়। এতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার, মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, বিডার চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতে কী উদ্যোগ নিলে অর্থনৈতিক প্রবৃদ্ধি, চাকরির ক্ষেত্র তৈরি হবে, তা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব।
সরকারে প্রতিটি সেক্টেরে ই-ফাইলিং চালু করার সিদ্ধান্ত হয়েছে বলে জানান শফিকুল আলম। তিনি বলেন, ‘সরকারের অনেক মন্ত্রণালয়, অধিদপ্তরে ই-ফাইলিং নেই, এতে সরকারের সিদ্ধান্তগ্রহণ ধীরগতি হয়ে যায়, এ জায়গাটায় গতি আনার জন্য ফাইল যাতে ম্যানুয়ালি মুভ না করে সেটা দ্রুত করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন।’
সরকারের কাজের সমন্বয় যাতে সহজ ও দ্রুত হয়, এ জন্য এই সিদ্ধান্ত হয়েছে। ই-ফাইলিং হলে দুর্নীতি কমে আসে বলেও জানান প্রেস সচিব। তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন কীভাবে এস্তোনিয়ায় দুর্নীতি কমেছে, সেটা বাংলাদেশের সঙ্গে শেয়ার করতে চেয়েছে। আমরাও বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়েছি।’ এর মাধ্যমে ফাইল মনিটরিং সহজ ও ট্র্যাকিং করা যাবে বলেও জানান তিনি।
জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে সংস্কার কমিশনের প্রস্তাবগুলো পাঠিয়েছে বলে জানান প্রেস সচিব। রাজনৈতিক দলগুলো তাদের বিশ্লেষণ কমিশনের কাছে জানাবে বলেও উল্লেখ করেন তিনি। শফিকুল আলম বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন আগে সব দলের মতামত নিক। এরপর বৈঠকের (রাজনৈতিক দলের সঙ্গে) বিষয়ে আপনাদের (সাংবাদিক) জানাবে।’
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল, শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাল্টাপাল্টি কর্মসূচি ও সংঘর্ষের বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা সিরিয়াস। ছাত্রদের মধ্যে আইনশৃঙ্খলার অবনতির পরিস্থিতি সৃষ্টি হলে আমরা অবশ্যই দেখব। আইনের অবনতি হোক, সেটা আমরা চাই না। সে বিষয়ে কাজ করছি।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১৮ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১৯ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১৯ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১৯ দিন আগে