নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) হুঁশিয়ার করেছেন।
বুধবার (২ আগস্ট) রাজধানীর শাহবাগে সমাবেশে এই হুঁশিয়ারি দেওয়া হয়। বিরোধী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে জোট এ সমাবেশের আয়োজন করে। জোটের সমন্বয়ক আমির হোসেন আমু এতে সভাপতিত্ব করেন।
আমির হোসেন আমু বলেন, বাংলাদেশে সাংবিধানিক ধারা অব্যাহত থাকবে। এর বাইরে কোনো অসাংবিধানিক পন্থার স্থান দেশে নেই।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যুক্তরাষ্ট্র ও ইইউ সীমা লঙ্ঘন করছে। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বারবার হস্তক্ষেপ করছে। যুক্তরাষ্ট্রকে নিজেদের নির্বাচন সামলানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, বাংলাদেশ নিজেই নিজের নির্বাচন সামলাবে।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল জনগণের দ্বারা সমর্থিত নন। মার্কিন সাম্রাজ্যবাদের বাইরেও বিশ্বে আরও শক্তি আছে। চীন ও রাশিয়াসহ বিভিন্ন বিদেশি শক্তির সমর্থনও আছে শেখ হাসিনার প্রতি।
জাসদ সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নির্বাচনকালীন সরকার থাকবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন—গণআজাদী লীগের সভাপতি এস কে সিকদার, মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ।
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) হুঁশিয়ার করেছেন।
বুধবার (২ আগস্ট) রাজধানীর শাহবাগে সমাবেশে এই হুঁশিয়ারি দেওয়া হয়। বিরোধী বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে জোট এ সমাবেশের আয়োজন করে। জোটের সমন্বয়ক আমির হোসেন আমু এতে সভাপতিত্ব করেন।
আমির হোসেন আমু বলেন, বাংলাদেশে সাংবিধানিক ধারা অব্যাহত থাকবে। এর বাইরে কোনো অসাংবিধানিক পন্থার স্থান দেশে নেই।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যুক্তরাষ্ট্র ও ইইউ সীমা লঙ্ঘন করছে। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বারবার হস্তক্ষেপ করছে। যুক্তরাষ্ট্রকে নিজেদের নির্বাচন সামলানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, বাংলাদেশ নিজেই নিজের নির্বাচন সামলাবে।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল জনগণের দ্বারা সমর্থিত নন। মার্কিন সাম্রাজ্যবাদের বাইরেও বিশ্বে আরও শক্তি আছে। চীন ও রাশিয়াসহ বিভিন্ন বিদেশি শক্তির সমর্থনও আছে শেখ হাসিনার প্রতি।
জাসদ সাধারণ সম্পাদক শিরিন আখতার বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নির্বাচনকালীন সরকার থাকবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন—গণআজাদী লীগের সভাপতি এস কে সিকদার, মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫