নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভুল কোনো বিবৃতির কারণে সরকার ও রাজনীতিবিদদের সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পর্ক বিনষ্ট হতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
সচিবালয়ে বুধবার এক সভায় তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সব সময় একনিষ্ঠভাবে কাজ করছেন। কোনো একটা ভুল বিবৃতির জন্য সরকারের সঙ্গে, সরকারের রাজনৈতিক অংশের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের যে ঘনিষ্ঠ সম্পর্ক এবং যেভাবে ঘনিষ্ঠভাবে কাজ করে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটি বিনষ্ট হতে পারে না, বিনষ্ট হয়নি, হবেও না। আপনাদের অনুরোধ জানাব যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে পোস্টার অপসারণকে কেন্দ্র সরকারদলীয় নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এই ঘটনায় বরিশালের মেয়রের দুর্বৃত্তায়নের চিত্র তুলে ধরে তাঁর গ্রেপ্তারের দাবিতে কড়া ভাষায় বিবৃতি দেয় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। ওই বিবৃতির ভাষা নিয়ে কঠোর সমালোচনা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। পরে বরিশাল বিভাগীয় কমিশনারের বাসভবনে বৈঠকে সমঝোতায় পৌঁছায় উভয় পক্ষ।
সচিবালয়ে বুধবার ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ’ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন হাছান মাহমুদ। তিনি বলেন, জাতির পিতার বাংলাদেশ রচনার স্বার্থকতা সেখানেই আজকে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সব সূচকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি। মানব উন্নয়ন সূচক ও সামাজিক সূচকের অনেক ক্ষেত্রে ভারতকেও আমরা পেছনে ফেলেছি। সবাই এখন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রশংসা করছে, এটাই শেখ হাসিনার স্বার্থকতা।
ভুল কোনো বিবৃতির কারণে সরকার ও রাজনীতিবিদদের সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পর্ক বিনষ্ট হতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
সচিবালয়ে বুধবার এক সভায় তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সব সময় একনিষ্ঠভাবে কাজ করছেন। কোনো একটা ভুল বিবৃতির জন্য সরকারের সঙ্গে, সরকারের রাজনৈতিক অংশের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের যে ঘনিষ্ঠ সম্পর্ক এবং যেভাবে ঘনিষ্ঠভাবে কাজ করে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটি বিনষ্ট হতে পারে না, বিনষ্ট হয়নি, হবেও না। আপনাদের অনুরোধ জানাব যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে পোস্টার অপসারণকে কেন্দ্র সরকারদলীয় নেতা কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এই ঘটনায় বরিশালের মেয়রের দুর্বৃত্তায়নের চিত্র তুলে ধরে তাঁর গ্রেপ্তারের দাবিতে কড়া ভাষায় বিবৃতি দেয় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। ওই বিবৃতির ভাষা নিয়ে কঠোর সমালোচনা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। পরে বরিশাল বিভাগীয় কমিশনারের বাসভবনে বৈঠকে সমঝোতায় পৌঁছায় উভয় পক্ষ।
সচিবালয়ে বুধবার ‘বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ’ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন হাছান মাহমুদ। তিনি বলেন, জাতির পিতার বাংলাদেশ রচনার স্বার্থকতা সেখানেই আজকে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সব সূচকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি। মানব উন্নয়ন সূচক ও সামাজিক সূচকের অনেক ক্ষেত্রে ভারতকেও আমরা পেছনে ফেলেছি। সবাই এখন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রশংসা করছে, এটাই শেখ হাসিনার স্বার্থকতা।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫