Ajker Patrika

আমাদেরও এক দফা, শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন: সমাবেশে কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৯: ২০
আমাদেরও এক দফা, শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন: সমাবেশে কাদের

বিএনপির সরকার পতনের এক দফার বিপরতীতে আওয়ামী লীগেরও এক দফা ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আমাদেরও দফা একটা—শেখ হাসিনা ছাড়া নির্বাচন নয়, তাঁর নেতৃত্বে নির্বাচন। সেখানে জনগণ যাকে ইচ্ছে ভোট দেবে।’

আজ বুধবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের সমাবেশে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এই সমাবেশের আয়োজন করে।  

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাদের বলেন, ‘বিএনপি জানে নির্বাচন হলে তারা হেরে যাবে। শেখ হাসিনার জনপ্রিয়তায় কাছে ভেসে যাবে। তারা পদ্মা সেতু চায়নি। মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল চায়নি। রূপপুর প্রকল্প তাদের পছন্দ নয়। যাদের উন্নয়ন পছন্দ নয় তাদের শেখ হাসিনাকে পছন্দ নয়। শেখ হাসিনার অপরাধ দেশের উন্নয়ন করা।’

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির কথা উল্লেখ করে কাদের বলেন, ‘বিএনপি স্বপ্ন দেখছে শেখ হাসিনার পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার। ওই স্বপ্ন নয়াপল্টনের কাদাপানিতে আটকে গেছে। তাদের এক দফার স্বপ্ন বর্ষার পানিতে আটকে গেছে।’

 আজ বুধবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগতিনি বলেন, ‘তাদের এক দফা, আমাদেরও এক দফা—সংবিধানসম্মত নির্বাচন। এই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। কাউকে বাধা দেব না।’

বিদেশিদের উদ্দেশে কাদের বলেন, ‘আপনারা চান অবাধ, সুষ্ঠু নির্বাচন। আমাদেরও লক্ষ্য সুষ্ঠু ও অবাধ নির্বাচনে। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে তাদের ছাড় দেওয়া হবে না।’

এ সময় বিএনপির সঙ্গে সংলাপের প্রসঙ্গ টেনে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘যাদের হাতে রক্তের দাগ, তাদের সঙ্গে সংলাপ নয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত