নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘সরকারের নির্দেশেই ইসি সংলাপের নামে ঠাট্টা-ইয়ার্কি করছে’— এমন মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
আজ বৃহস্পতিবার বিএনপির তালাবদ্ধ কার্যালয়ের চেয়ারে ইসির চিঠি রেখে আসার বিষয়ে এ মন্তব্য করেন রিজভী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের সঙ্গে শনিবার আলোচনায় বসবে নির্বাচন কমিশন (ইসি)। আলোচনায় অংশ নেওয়ার জন্য চিঠি দিতে বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় গিয়েছিলেন ইসির বার্তাবাহক মো. মহসিন। কিন্তু সেখানে কাউকে না পেয়ে এবং কার্যালয় তালাবদ্ধ থাকায় কার্যালয়ের ভেতরে থাকা একটি চেয়ারে চিঠি রেখে আসেন তিনি।
রিজভী বলেন, ‘আজকে নির্বাচন কমিশন থেকে চিঠি নিয়ে এসেছে কর্মকর্তারা। কিসের সংলাপ, কার জন্য সংলাপ? দলের শীর্ষ নেতারা বাড়ি ছাড়া। কিসের সংলাপ করতে চায় তারা। দলের কার্যালয় তালাবদ্ধ।’
রিজভী বলেন, ‘এটা মানুষকে লোক দেখানোর জন্য তামাশা হচ্ছে? পার্টি অফিসে একজন স্টাফ চিঠি নিয়ে আসছেন। কার কাছে চিঠি দেবেন? দলের মহাসচিব কারাগারে, গুরুত্বপূর্ণ নেতারা ঘরছাড়া। মিথ্যা মামলা দিয়ে মানসিকভাবে, শারীরিকভাবে নাজেহাল করছেন। আর বিএনপিকে চিঠি পাঠাচ্ছেন। সরকারের নির্দেশেই এই তামাশাগুলো করা হচ্ছে, ঠাট্টা-ইয়ার্কি করা হচ্ছে সংলাপের নামে।’
‘সরকারের নির্দেশেই ইসি সংলাপের নামে ঠাট্টা-ইয়ার্কি করছে’— এমন মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
আজ বৃহস্পতিবার বিএনপির তালাবদ্ধ কার্যালয়ের চেয়ারে ইসির চিঠি রেখে আসার বিষয়ে এ মন্তব্য করেন রিজভী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের সঙ্গে শনিবার আলোচনায় বসবে নির্বাচন কমিশন (ইসি)। আলোচনায় অংশ নেওয়ার জন্য চিঠি দিতে বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় গিয়েছিলেন ইসির বার্তাবাহক মো. মহসিন। কিন্তু সেখানে কাউকে না পেয়ে এবং কার্যালয় তালাবদ্ধ থাকায় কার্যালয়ের ভেতরে থাকা একটি চেয়ারে চিঠি রেখে আসেন তিনি।
রিজভী বলেন, ‘আজকে নির্বাচন কমিশন থেকে চিঠি নিয়ে এসেছে কর্মকর্তারা। কিসের সংলাপ, কার জন্য সংলাপ? দলের শীর্ষ নেতারা বাড়ি ছাড়া। কিসের সংলাপ করতে চায় তারা। দলের কার্যালয় তালাবদ্ধ।’
রিজভী বলেন, ‘এটা মানুষকে লোক দেখানোর জন্য তামাশা হচ্ছে? পার্টি অফিসে একজন স্টাফ চিঠি নিয়ে আসছেন। কার কাছে চিঠি দেবেন? দলের মহাসচিব কারাগারে, গুরুত্বপূর্ণ নেতারা ঘরছাড়া। মিথ্যা মামলা দিয়ে মানসিকভাবে, শারীরিকভাবে নাজেহাল করছেন। আর বিএনপিকে চিঠি পাঠাচ্ছেন। সরকারের নির্দেশেই এই তামাশাগুলো করা হচ্ছে, ঠাট্টা-ইয়ার্কি করা হচ্ছে সংলাপের নামে।’
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫