নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জি এম কাদের ও মুজিবুল হক চুন্নুর ব্যর্থতার কারণে জাতীয় পার্টি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে উল্লেখ করে জাতীয় পার্টির (রওশনপন্থী) মহাসচিব কাজী মামুনূর রশিদ বলেছেন, জি এম কাদের নিজ স্বার্থে দলের স্বার্থকে বিসর্জন দিয়েছেন।
আজ শনিবার দুপুরে মোহাম্মদপুর টাউন হলে কেন্দ্রীয় জাতীয় ছাত্রসমাজের প্রতিনিধি সভায় তিনি এমন অভিযোগ করেন।
কাজী মামুনূর রশিদ বলেন, ‘জি এম কাদের নিজ স্বার্থে দলের স্বার্থকে বিসর্জন দিয়েছেন। শুধু তাঁর স্ত্রীকে এমপি করার জন্য দেশের লাখো নেতা-কর্মীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। স্বঘোষিত জনবন্ধু জি এম কাদের দেশবাসীর কাছে প্রতারক হিসেবে চিহ্নিত হয়েছেন।’
তিনি আরও বলেন, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক মহাসচিব দলটির ভরাডুবি ঘটিয়েছেন। এই বিপর্যয়ের হাত থেকে দলকে রক্ষা করতেই রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন।
বেইমানদের স্থান জাতীয় পার্টিতে নেই জানিয়ে তিনি বলেন, ‘জি এম কাদের এবং চুন্নু এরশাদের রেখে যাওয়া আমানত খেয়ানত করেছেন। তাঁরা মোনাফেক, মিথ্যাবাদী এবং ওয়াদা বরখেলাপকারী। পার্টির সবার সর্বসম্মতিক্রমে রওশন এরশাদ এই মোনাফেকদের দল থেকে অব্যাহতি দিয়েছেন।’
প্রতিনিধি সম্মেলনে নকিবুল হাসান নিলয়কে আহ্বায়ক, এস এম রেজাউল ইসলাম হাসিব, মৃধা মো. মিরাজুল ইসলাম রাজ ও এরফান আহমেদকে যুগ্ম আহ্বায়ক এবং আবু সাঈদ লিওনকে সদস্যসচিব করে ১০১ সদস্যবিশিষ্ট জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন এরশাদপুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ, সাবেক প্রতিমন্ত্রী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলন, সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা রফিকুল হক হাফিজ, জাপার নবনিযুক্ত মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী প্রমুখ।
আরও পড়ুুন:
জি এম কাদের ও মুজিবুল হক চুন্নুর ব্যর্থতার কারণে জাতীয় পার্টি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে উল্লেখ করে জাতীয় পার্টির (রওশনপন্থী) মহাসচিব কাজী মামুনূর রশিদ বলেছেন, জি এম কাদের নিজ স্বার্থে দলের স্বার্থকে বিসর্জন দিয়েছেন।
আজ শনিবার দুপুরে মোহাম্মদপুর টাউন হলে কেন্দ্রীয় জাতীয় ছাত্রসমাজের প্রতিনিধি সভায় তিনি এমন অভিযোগ করেন।
কাজী মামুনূর রশিদ বলেন, ‘জি এম কাদের নিজ স্বার্থে দলের স্বার্থকে বিসর্জন দিয়েছেন। শুধু তাঁর স্ত্রীকে এমপি করার জন্য দেশের লাখো নেতা-কর্মীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। স্বঘোষিত জনবন্ধু জি এম কাদের দেশবাসীর কাছে প্রতারক হিসেবে চিহ্নিত হয়েছেন।’
তিনি আরও বলেন, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক মহাসচিব দলটির ভরাডুবি ঘটিয়েছেন। এই বিপর্যয়ের হাত থেকে দলকে রক্ষা করতেই রওশন এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন।
বেইমানদের স্থান জাতীয় পার্টিতে নেই জানিয়ে তিনি বলেন, ‘জি এম কাদের এবং চুন্নু এরশাদের রেখে যাওয়া আমানত খেয়ানত করেছেন। তাঁরা মোনাফেক, মিথ্যাবাদী এবং ওয়াদা বরখেলাপকারী। পার্টির সবার সর্বসম্মতিক্রমে রওশন এরশাদ এই মোনাফেকদের দল থেকে অব্যাহতি দিয়েছেন।’
প্রতিনিধি সম্মেলনে নকিবুল হাসান নিলয়কে আহ্বায়ক, এস এম রেজাউল ইসলাম হাসিব, মৃধা মো. মিরাজুল ইসলাম রাজ ও এরফান আহমেদকে যুগ্ম আহ্বায়ক এবং আবু সাঈদ লিওনকে সদস্যসচিব করে ১০১ সদস্যবিশিষ্ট জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন এরশাদপুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদ, সাবেক প্রতিমন্ত্রী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলন, সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা রফিকুল হক হাফিজ, জাপার নবনিযুক্ত মুখপাত্র ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান ইয়াহিয়া চৌধুরী প্রমুখ।
আরও পড়ুুন:
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১৮ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১৮ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১৮ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১৮ দিন আগে