নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের মন্তব্যের কড়া জবাব দিয়ে সরকারের মন্ত্রী-এমপিদের ভাষা জানার পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ওনারা আমাদের বলেন, আমরা নাকি বেশি বুঝি, সবখানে নাকি মাতুব্বরি করি। এটা একটা রাজনৈতিক ভাষা, অশালীন ভাষা। মাতুব্বরি করার প্রশ্ন এটা নয়, ওনাদের ভাষা জানতে হবে। উনি যেটা বলতে পারেন যে, বিশেষজ্ঞের মতো কথা বলেন। কিছুটা হলেও তো বিশেষ কিছু জ্ঞান আছে। আমরা যারা অর্থনীতিতে পড়াশোনা করেছি, অর্থনীতির ছাত্র ছিলাম, শিক্ষকতা করেছি, আমরা প্রকৃত আয়, প্রকৃত ব্যয়—এই জিনিসগুলো ভালো বুঝি।’
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী তাঁতি দল এই সমাবেশের আয়োজন করে।
গত রোববার এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো সম্পর্ক নেই। মির্জা ফখরুল সাহেব না পড়ে, না বুঝে এটি নিয়ে যে মন্তব্য করেছেন, তা “সবজান্তা মাতব্বর” বা “মিস্টার ওয়াইজ ক্র্যাকার”-এর মতো।’
দ্রব্যমূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ জানিয়ে সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের মানুষের প্রাণ আজ ওষ্ঠাগত। আজকে গোটা বাংলাদেশে একটা নীরব দুর্ভিক্ষের সূচনা হয়েছে। মানুষ বলতে পারে না কথা। মানুষকে প্রতিবাদ জানানোর সুযোগ দেওয়া হয় না।’
সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘শুভংকরের ফাঁকি দেখিয়ে, মানুষকে বোকা বানিয়ে আর কত দিন চলবেন? আপনারা বেরিয়ে আসুন। রাস্তায় এসে মানুষের সঙ্গে কথা বলুন। তাদের জিজ্ঞেস করুন যে তারা কেমন আছে। ওখানে আরাম-আয়েশে বসে, শীতাতপনিয়ন্ত্রিত অফিস, গাড়িতে বসে এসব কথা বলা সহজ। কিন্তু মানুষের কাছে এসে দুঃখ বোঝা সহজ নয়।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আমরা যেমন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে সোচ্চার হয়েছি, তেমনিভাবে আমাদের অধিকারের জন্য, আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, তাঁর সুচিকিৎসার জন্য আমাদের আন্দোলনের কোনো বিকল্প নেই। এজন্য এখন সবাই ঐক্যবদ্ধ হোন। দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করেন। এই ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে একটা দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলে এই স্বৈরাচার সরকারকে সরিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করি।’
ইসি নতুন নাটক শুরু করেছে
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) চলমান আলোচনাকে ‘নতুন নাটক’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে, যেখানে সবাই একমত যে, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সেখানে এ ধরনের উদ্যোগ নাটক ছাড়া আর কিছুই নয়।
মির্জা ফখরুল বলেন, ‘ইলেকশন কমিশন একটা নতুন নাটক শুরু করেছে। সেই নাটকটা হচ্ছে, তারা বিভিন্ন পেশা, বিভিন্ন স্তরের লোকজনের সঙ্গে কথা বলবে। গত পরশু তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ডেকেছিল। সেখানে আমন্ত্রিত ৩০ জনের মধ্যে এসেছে মাত্র ১৩ জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেছেন যে এই আলোচনা করে লাভ নেই।’
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের মন্তব্যের কড়া জবাব দিয়ে সরকারের মন্ত্রী-এমপিদের ভাষা জানার পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ওনারা আমাদের বলেন, আমরা নাকি বেশি বুঝি, সবখানে নাকি মাতুব্বরি করি। এটা একটা রাজনৈতিক ভাষা, অশালীন ভাষা। মাতুব্বরি করার প্রশ্ন এটা নয়, ওনাদের ভাষা জানতে হবে। উনি যেটা বলতে পারেন যে, বিশেষজ্ঞের মতো কথা বলেন। কিছুটা হলেও তো বিশেষ কিছু জ্ঞান আছে। আমরা যারা অর্থনীতিতে পড়াশোনা করেছি, অর্থনীতির ছাত্র ছিলাম, শিক্ষকতা করেছি, আমরা প্রকৃত আয়, প্রকৃত ব্যয়—এই জিনিসগুলো ভালো বুঝি।’
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদী তাঁতি দল এই সমাবেশের আয়োজন করে।
গত রোববার এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো সম্পর্ক নেই। মির্জা ফখরুল সাহেব না পড়ে, না বুঝে এটি নিয়ে যে মন্তব্য করেছেন, তা “সবজান্তা মাতব্বর” বা “মিস্টার ওয়াইজ ক্র্যাকার”-এর মতো।’
দ্রব্যমূল্য বৃদ্ধিতে গভীর উদ্বেগ জানিয়ে সমাবেশে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশের মানুষের প্রাণ আজ ওষ্ঠাগত। আজকে গোটা বাংলাদেশে একটা নীরব দুর্ভিক্ষের সূচনা হয়েছে। মানুষ বলতে পারে না কথা। মানুষকে প্রতিবাদ জানানোর সুযোগ দেওয়া হয় না।’
সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘শুভংকরের ফাঁকি দেখিয়ে, মানুষকে বোকা বানিয়ে আর কত দিন চলবেন? আপনারা বেরিয়ে আসুন। রাস্তায় এসে মানুষের সঙ্গে কথা বলুন। তাদের জিজ্ঞেস করুন যে তারা কেমন আছে। ওখানে আরাম-আয়েশে বসে, শীতাতপনিয়ন্ত্রিত অফিস, গাড়িতে বসে এসব কথা বলা সহজ। কিন্তু মানুষের কাছে এসে দুঃখ বোঝা সহজ নয়।’
দলের নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আমরা যেমন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে সোচ্চার হয়েছি, তেমনিভাবে আমাদের অধিকারের জন্য, আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, তাঁর সুচিকিৎসার জন্য আমাদের আন্দোলনের কোনো বিকল্প নেই। এজন্য এখন সবাই ঐক্যবদ্ধ হোন। দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করেন। এই ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে একটা দুর্বার গণ-আন্দোলন গড়ে তুলে এই স্বৈরাচার সরকারকে সরিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করি।’
ইসি নতুন নাটক শুরু করেছে
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) চলমান আলোচনাকে ‘নতুন নাটক’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে, যেখানে সবাই একমত যে, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, সেখানে এ ধরনের উদ্যোগ নাটক ছাড়া আর কিছুই নয়।
মির্জা ফখরুল বলেন, ‘ইলেকশন কমিশন একটা নতুন নাটক শুরু করেছে। সেই নাটকটা হচ্ছে, তারা বিভিন্ন পেশা, বিভিন্ন স্তরের লোকজনের সঙ্গে কথা বলবে। গত পরশু তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ডেকেছিল। সেখানে আমন্ত্রিত ৩০ জনের মধ্যে এসেছে মাত্র ১৩ জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেছেন যে এই আলোচনা করে লাভ নেই।’
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫