Ajker Patrika

ভোটার বিহীন নির্বাচনের রেকর্ড সৃষ্টি করেছিল বিএনপি: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভোটার বিহীন নির্বাচনের রেকর্ড সৃষ্টি করেছিল বিএনপি: কাদের

ভোট ডাকাতি, হ্যাঁ-না ভোটের মাধ্যমে প্রহসন, ভোটার বিহীন নির্বাচন এবং ভুয়া ভোটার সৃষ্টিতে এ দেশে রেকর্ড করেছে বিএনপি। আজ সোমবার সচিবালয়ে ব্রিফিংকালে এ কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িক, উগ্রবাদ ও স্বাধীনতার শত্রুদের লালন এবং পোষণের কারণেই বিএনপি এ দেশের মূলধারার রাজনীতি থেকে দিন দিন ছিটকে পড়ছে। আওয়ামী লীগ নয়, বিএনপিই এ দেশে ফ্যাসিবাদী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে।’ 

বিএনপি জন্ম থেকেই মিথ্যাচারকে সঙ্গী করে নিয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দলটি মুখোশ পড়া গণতন্ত্রের ফেরিওয়ালা। তাদের বহুদলীয় গণতন্ত্র ছিল চটকদার বিজ্ঞাপনের মতো। 

বিএনপির রাজনীতি অনিয়ম, লুটপাট আর দুর্নীতির সংস্কৃতিতে অভ্যস্ত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের তথাকথিত উন্নয়ন ছিল বিদ্যুৎ সংযোগহীন খাম্বার মতো। 

ওবায়দুল কাদের আরও বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তিকে ক্ষমতার শেয়ার দিয়ে মুক্তিযুদ্ধের সঙ্গে বিএনপি বেইমানি করেছিল। অপশক্তির সহযোগী হিসেবে তারা নিজেরাই নিজেদের দেশ বিরোধী হিসেবে প্রতিষ্ঠা করেছে। 

লবিস্ট নিয়োগ করে রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো তার জ্বলন্ত প্রমাণ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে রাষ্ট্রের অর্জনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত। জনগণের কাছে তাদের মুখোশ আজ উন্মোচিত। আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে মাটি ও মানুষের রাজনীতি করছে। এ দেশের প্রতিটি অর্জনের সঙ্গে রয়েছে আওয়ামী লীগ।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত