বগুড়া প্রতিনিধি
বিএনপির ভোটে নির্বাচিত হলেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পদত্যাগ করছেন না বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু। বিএনপি দলীয় সংসদ সদস্যরা পদত্যাগপত্র জমা দিলেও রেজাউল করিম বাবলুকে এ ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয়নি।
তবে রেজাউল করিম বাবলু বলেছেন, ‘আমি বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। বিএনপি থেকে পদত্যাগের প্রস্তাব দেওয়া হলে বিবেচনা করব।’
গতকাল শনিবার ঢাকার গোলাপবাগের সমাবেশ থেকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগ করার ঘোষণা দেন। তাঁরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ গোলাম মোহাম্মদ সিরাজ এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান। সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য রুমিন ফারহানা।
আজ রোববার আনুষ্ঠানিকভাবে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন পাঁচ সংসদ সদস্য। তবে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ বিদেশে অবস্থান করায় এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার অসুস্থ থাকায় সংসদে উপস্থিত হতে পারেননি। এ কারণে শুধু পাঁচজনের আবেদন গ্রহণ করেছেন স্পিকার।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসন থেকে ট্রাক মার্কা প্রতীকে ১ লাখ ৯৮ হাজার ৭০০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন রেজাউল করিম বাবলু।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার গাবতলী উপজেলা। এ কারণে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনটি বিএনপির কাছে রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ। এই আসন থেকে খালেদা জিয়া সংসদ নির্বাচন করে প্রতিবারই বিপুল ভোটে জয়লাভ করেন। নিয়ম অনুযায়ী পরে আসন ছেড়ে দিলে তাঁর পছন্দনীয় প্রার্থী উপনির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকেন।
একাদশ সংসদ নির্বাচনে খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। এ কারণে বিএনপি থেকে প্রার্থী দেওয়া হয়েছিল গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোর্শেদ মিলটনকে। আর মহাজোট থেকে প্রার্থী ছিলেন জাতীয় পার্টির (জাপা) আলতাব হোসেন। বিএনপির প্রার্থী মোর্শেদ মিলটন উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন।
কিন্তু তাঁর পদত্যাগপত্র কার্যকর না হওয়ায় বাছাইকালে প্রার্থিতা বাতিল হয়ে যায়। পরে তিনি উচ্চ আদালত পর্যন্ত গেলেও শেষ পর্যন্ত প্রার্থিতা ফিরে পাননি। আর এই সুযোগটি গ্রহণ করেন বর্তমান সংসদ সদস্য রেজাউর করিম বাবলু। তিনি বিএনপি নেতাদের সঙ্গে দেখা করে বলেন, তাঁকে সমর্থন দিয়ে নির্বাচিত করা হলে বিএনপিতে যোগ দেবেন। আর বিএনপিও মহাজোট প্রার্থী আলতাব হোসেনকে ঠেকানোর জন্য ‘মন্দের ভালো’ হিসেবে বেছে নেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলুকে।
ভোট গ্রহণের দুই দিন আগে থেকে বিএনপির নেতা কর্মীরা মাঠে নেমে পড়েন। তাঁরা ভোটারদের বলেন, ধানের শীষের পরিবর্তে ট্রাক মার্কায় ভোট দিতে। ভোটের দিন বিএনপির ভোটারেরা ট্রাক মার্কায় ভোট দিলে বিপুল ভোটে নির্বাচিত হন রেজাউল করিম বাবলু। কিন্তু সংসদে শপথ নেওয়ার পর তিনি আর বিএনপিতে যোগ দেননি।
এ ব্যাপারে জানতে চাইলে সংসদ সদস্য রেজাউল করিম বাবলু বলেন, ‘ভোটের আগে আমি নিজে থেকেই বিএনপিতে যোগ দেওয়ার প্রস্তাব দিলে বিএনপি আমাকে সমর্থন দেয়। আমি নির্বাচিত হওয়ার পর বিএনপিতে যোগ দেওয়ার ব্যাপারে আর কোনো প্রস্তাব আসেনি বলে যোগ দেইনি।’
ভোটের আগের ওয়াদা অনুযায়ী স্বেচ্ছায় বিএনপিতে যোগ দেননি কেন? এমন প্রশ্নের জবাবে রেজাউল করিম বলেন, ‘এটা রাজনৈতিক কৌশল।’ এখন পদত্যাগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে বিএনপি থেকে পদত্যাগের প্রস্তাব দিলে বিবেচনা করব।’
বিএনপির ভোটে নির্বাচিত হলেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পদত্যাগ করছেন না বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু। বিএনপি দলীয় সংসদ সদস্যরা পদত্যাগপত্র জমা দিলেও রেজাউল করিম বাবলুকে এ ধরনের কোনো প্রস্তাব দেওয়া হয়নি।
তবে রেজাউল করিম বাবলু বলেছেন, ‘আমি বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। বিএনপি থেকে পদত্যাগের প্রস্তাব দেওয়া হলে বিবেচনা করব।’
গতকাল শনিবার ঢাকার গোলাপবাগের সমাবেশ থেকে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির সাত সংসদ সদস্য পদত্যাগ করার ঘোষণা দেন। তাঁরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ গোলাম মোহাম্মদ সিরাজ এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান। সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য রুমিন ফারহানা।
আজ রোববার আনুষ্ঠানিকভাবে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন পাঁচ সংসদ সদস্য। তবে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ বিদেশে অবস্থান করায় এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার অসুস্থ থাকায় সংসদে উপস্থিত হতে পারেননি। এ কারণে শুধু পাঁচজনের আবেদন গ্রহণ করেছেন স্পিকার।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসন থেকে ট্রাক মার্কা প্রতীকে ১ লাখ ৯৮ হাজার ৭০০ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন রেজাউল করিম বাবলু।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার গাবতলী উপজেলা। এ কারণে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনটি বিএনপির কাছে রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ। এই আসন থেকে খালেদা জিয়া সংসদ নির্বাচন করে প্রতিবারই বিপুল ভোটে জয়লাভ করেন। নিয়ম অনুযায়ী পরে আসন ছেড়ে দিলে তাঁর পছন্দনীয় প্রার্থী উপনির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকেন।
একাদশ সংসদ নির্বাচনে খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি। এ কারণে বিএনপি থেকে প্রার্থী দেওয়া হয়েছিল গাবতলী উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোর্শেদ মিলটনকে। আর মহাজোট থেকে প্রার্থী ছিলেন জাতীয় পার্টির (জাপা) আলতাব হোসেন। বিএনপির প্রার্থী মোর্শেদ মিলটন উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে সংসদ সদস্য প্রার্থী হয়েছিলেন।
কিন্তু তাঁর পদত্যাগপত্র কার্যকর না হওয়ায় বাছাইকালে প্রার্থিতা বাতিল হয়ে যায়। পরে তিনি উচ্চ আদালত পর্যন্ত গেলেও শেষ পর্যন্ত প্রার্থিতা ফিরে পাননি। আর এই সুযোগটি গ্রহণ করেন বর্তমান সংসদ সদস্য রেজাউর করিম বাবলু। তিনি বিএনপি নেতাদের সঙ্গে দেখা করে বলেন, তাঁকে সমর্থন দিয়ে নির্বাচিত করা হলে বিএনপিতে যোগ দেবেন। আর বিএনপিও মহাজোট প্রার্থী আলতাব হোসেনকে ঠেকানোর জন্য ‘মন্দের ভালো’ হিসেবে বেছে নেন স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলুকে।
ভোট গ্রহণের দুই দিন আগে থেকে বিএনপির নেতা কর্মীরা মাঠে নেমে পড়েন। তাঁরা ভোটারদের বলেন, ধানের শীষের পরিবর্তে ট্রাক মার্কায় ভোট দিতে। ভোটের দিন বিএনপির ভোটারেরা ট্রাক মার্কায় ভোট দিলে বিপুল ভোটে নির্বাচিত হন রেজাউল করিম বাবলু। কিন্তু সংসদে শপথ নেওয়ার পর তিনি আর বিএনপিতে যোগ দেননি।
এ ব্যাপারে জানতে চাইলে সংসদ সদস্য রেজাউল করিম বাবলু বলেন, ‘ভোটের আগে আমি নিজে থেকেই বিএনপিতে যোগ দেওয়ার প্রস্তাব দিলে বিএনপি আমাকে সমর্থন দেয়। আমি নির্বাচিত হওয়ার পর বিএনপিতে যোগ দেওয়ার ব্যাপারে আর কোনো প্রস্তাব আসেনি বলে যোগ দেইনি।’
ভোটের আগের ওয়াদা অনুযায়ী স্বেচ্ছায় বিএনপিতে যোগ দেননি কেন? এমন প্রশ্নের জবাবে রেজাউল করিম বলেন, ‘এটা রাজনৈতিক কৌশল।’ এখন পদত্যাগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাকে বিএনপি থেকে পদত্যাগের প্রস্তাব দিলে বিবেচনা করব।’
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫