নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। যুবদলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন এ অভিযোগ করেন।
আজ বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির এক সভা থেকে বের হয়ে বাসায় যাওয়ার পথে মুন্নাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযো করেন গিয়াস উদ্দিন।
গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, শবে বরাত উপলক্ষে রোজা রাখায় বাসায় ইফতার করার জন্য যাচ্ছিলেন মুন্না। বিকেল ৫টার দিকে শহীদবাগের বাসার সামনে পৌঁছালে সাদা পোশাকের ডিবি পুলিশ তাঁকে তুলে নিয়ে যায়।
মুন্নাকে তুলে নিয়ে যাওয়ার খবর শুনে সভায় সভাপতির বক্তৃতায় তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে মুন্নার মুক্তি দাবি করেন তিনি। সরকারকে হুশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘গ্রেপ্তার করে কোনো লাভ হবে না। বেগম জিয়াকে বন্দী করে কোন লাভ হয়নি। মুন্নাকে গ্রেপ্তার করে, রিজভীকে আটক করে দেশের মানুষকে রুখে দেওয়া যাবে না। যারা অন্যায়-অত্যাচার, নির্যাতন করে, যারা মিথ্যার ওপর দাঁড়িয়ে ভয় দেখিয়ে, বন্দুক দেখিয়ে ক্ষমতায় জোর করে দখল করে থাকে, তারা যখন নির্যাতন শুরু করে, মানুষ তখন আরও জেগে ওঠে। কোনো ষড়যন্ত্র করে এ দেশের মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ধ্বংস করা যাবে না।’
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। যুবদলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন এ অভিযোগ করেন।
আজ বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির এক সভা থেকে বের হয়ে বাসায় যাওয়ার পথে মুন্নাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযো করেন গিয়াস উদ্দিন।
গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, শবে বরাত উপলক্ষে রোজা রাখায় বাসায় ইফতার করার জন্য যাচ্ছিলেন মুন্না। বিকেল ৫টার দিকে শহীদবাগের বাসার সামনে পৌঁছালে সাদা পোশাকের ডিবি পুলিশ তাঁকে তুলে নিয়ে যায়।
মুন্নাকে তুলে নিয়ে যাওয়ার খবর শুনে সভায় সভাপতির বক্তৃতায় তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে মুন্নার মুক্তি দাবি করেন তিনি। সরকারকে হুশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘গ্রেপ্তার করে কোনো লাভ হবে না। বেগম জিয়াকে বন্দী করে কোন লাভ হয়নি। মুন্নাকে গ্রেপ্তার করে, রিজভীকে আটক করে দেশের মানুষকে রুখে দেওয়া যাবে না। যারা অন্যায়-অত্যাচার, নির্যাতন করে, যারা মিথ্যার ওপর দাঁড়িয়ে ভয় দেখিয়ে, বন্দুক দেখিয়ে ক্ষমতায় জোর করে দখল করে থাকে, তারা যখন নির্যাতন শুরু করে, মানুষ তখন আরও জেগে ওঠে। কোনো ষড়যন্ত্র করে এ দেশের মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ধ্বংস করা যাবে না।’
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫