নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে ক্লিন ফিড পাঠানো ২৪টি বিদেশি চ্যানেল সম্প্রচারে কোনো বাধা নেই। এরপরেও কেবল অপারেটরা এসব চ্যানেল বন্ধ রেখে লাইসেন্সের শর্ত ভঙ্গ করছেন বলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন।
সচিবালয়ে সোমবার বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের (অ্যাটকো) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এসব তথ্য জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের আকাশ উন্মুক্ত। সরকারের পক্ষ থেকে কোনো চ্যানেল বন্ধ করা হয়নি, আমরা কোনো চ্যানেল বন্ধ করতেও বলিনি। আমরা আইন বাস্তবায়ন করছি। বিদেশি চ্যানেলকে অবশ্যই বিজ্ঞাপনমুক্ত সম্প্রচার করতে হবে। কিন্তু আমাদের দেশে এটি মানা হচ্ছিল না।
‘২৪ টির বেশি চ্যানেল বাংলাদেশে ক্লিন ফিড দেয়। এগুলো চালানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। আকাশ ডিটিএইচ এগুলো চালাচ্ছে। অন্যদেরও এগুলো চালানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। এ বিষয়ে কোনো পত্রের প্রয়োজন হলে আমরা তা কেবল অপারেটরদের পাঠাবো। যদি এরপরও কেউ এগুলো না চালায় তাহলে লাইসেন্সের শর্তভঙ্গ হবে। সুতরাং শর্তভঙ্গের কাজ কেউ করবেন না।’
ক্লিন ফিড সম্প্রচার নিয়ে একটি মহল থেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, আমি আশা করব তারা বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকবে। সরকার আইন বাস্তবায়নে বদ্ধ পরিকর। জনগণের স্বার্থে, মিডিয়া ইন্ডাস্ট্রির স্বার্থে, শিল্পী-কলা কৌশলী, সাংবাদিক সবার স্বার্থে এই আইন কার্যকর করেছি। সুতরাং সবার স্বার্থের বিরুদ্ধে গিয়ে কেউ অবস্থান নেবে সেটি কাম্য নয়।
অনেকে কেবল অপারেটরের লাইসেন্স নিতে মন্ত্রণালয়ে আবেদন করেছেন জানিয়ে হাছান মাহমুদ বলেন, আমরা সেগুলো যাচাই-বাছাই করছি। প্রয়োজনে আরও লাইসেন্স দেওয়া হবে।
বাংলাদেশে ক্লিন ফিড পাঠানো ২৪টি বিদেশি চ্যানেল সম্প্রচারে কোনো বাধা নেই। এরপরেও কেবল অপারেটরা এসব চ্যানেল বন্ধ রেখে লাইসেন্সের শর্ত ভঙ্গ করছেন বলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ জানিয়েছেন।
সচিবালয়ে সোমবার বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল ওনার্সের (অ্যাটকো) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এসব তথ্য জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের আকাশ উন্মুক্ত। সরকারের পক্ষ থেকে কোনো চ্যানেল বন্ধ করা হয়নি, আমরা কোনো চ্যানেল বন্ধ করতেও বলিনি। আমরা আইন বাস্তবায়ন করছি। বিদেশি চ্যানেলকে অবশ্যই বিজ্ঞাপনমুক্ত সম্প্রচার করতে হবে। কিন্তু আমাদের দেশে এটি মানা হচ্ছিল না।
‘২৪ টির বেশি চ্যানেল বাংলাদেশে ক্লিন ফিড দেয়। এগুলো চালানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। আকাশ ডিটিএইচ এগুলো চালাচ্ছে। অন্যদেরও এগুলো চালানোর ক্ষেত্রে কোনো বাধা নেই। এ বিষয়ে কোনো পত্রের প্রয়োজন হলে আমরা তা কেবল অপারেটরদের পাঠাবো। যদি এরপরও কেউ এগুলো না চালায় তাহলে লাইসেন্সের শর্তভঙ্গ হবে। সুতরাং শর্তভঙ্গের কাজ কেউ করবেন না।’
ক্লিন ফিড সম্প্রচার নিয়ে একটি মহল থেকে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, আমি আশা করব তারা বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকবে। সরকার আইন বাস্তবায়নে বদ্ধ পরিকর। জনগণের স্বার্থে, মিডিয়া ইন্ডাস্ট্রির স্বার্থে, শিল্পী-কলা কৌশলী, সাংবাদিক সবার স্বার্থে এই আইন কার্যকর করেছি। সুতরাং সবার স্বার্থের বিরুদ্ধে গিয়ে কেউ অবস্থান নেবে সেটি কাম্য নয়।
অনেকে কেবল অপারেটরের লাইসেন্স নিতে মন্ত্রণালয়ে আবেদন করেছেন জানিয়ে হাছান মাহমুদ বলেন, আমরা সেগুলো যাচাই-বাছাই করছি। প্রয়োজনে আরও লাইসেন্স দেওয়া হবে।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
২৪ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
২৫ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
২৫ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
২৫ দিন আগে