নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘একতরফা’ উল্লেখ করে নির্বাচন বন্ধে কার্যকর উদ্যোগ নিতে এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ মঙ্গলবার দুপুরে বায়তুল মোকাররম উত্তর গেটে দলের ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে নেতা-কর্মীরা জমায়েত হতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে দলের ঢাকা জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীন, সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম ও মোহাম্মদ হানিফ মেম্বারের সংক্ষিপ্ত বক্তব্য শেষে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করে। প্রতিনিধিদলে ছিলেন ঢাকা জেলা সহসভাপতি প্রফেসর ডা. কামরুজ্জামান, সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, শাহীন আহমদ, মুফতি মিরাজ হোসেন মুঈন, এইচ এম ইবরাহীম।
স্মারকলিপিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, দেশের মহামান্য অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব দেশকে অনিবার্য বিপর্যয় থেকে রক্ষা করা। এ জন্য আপনার কাছে আমরা শান্তিপ্রিয় দেশবাসীর পক্ষ থেকে বিনীতভাবে দাবি জানাচ্ছি, আপনি ৭ জানুয়ারি ঘোষিত একতরফা প্রহসনের নির্বাচন বন্ধের কার্যকর উদ্যোগ গ্রহণ করুন এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করুন।
বর্তমান সরকার একতরফা নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসতে চায় উল্লেখ করে বলা হয়, ৭ জানুয়ারির একতরফা নির্বাচন দেশকে আরও বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। দেশের অর্থনীতি ধ্বংস হবে। জাতীয় ঐক্য সংহতি বিনষ্ট হয়ে বিভক্তি চরম আকার ধারণ করবে।
বিকেলে পুরানা পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় কেন্দ্রীয়ভাবে আগামী একতরফা পাতানো নির্বাচন বাতিলের দাবিতে ২৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত গণসংযোগ ও নির্বাচনবিরোধী প্রচারণা ও গণসংযোগ এবং ৩১ ডিসেম্বর আবারও মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
সভায় সভাপতির বক্তব্যে দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সরকার একতরফা নির্বাচনের মাধ্যমে দেশকে ভয়াবহ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে ফেলে দিয়েছে। এ সরকারকে আর কোনোভাবেই সহযোগিতা করা যাবে না। তিনি যার যার অবস্থান থেকে সরকারকে অসহযোগিতা করার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কে এম আতিকুর রহমান, মাওলানা লোকমান হোসাইন জাফরি প্রমুখ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘একতরফা’ উল্লেখ করে নির্বাচন বন্ধে কার্যকর উদ্যোগ নিতে এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ মঙ্গলবার দুপুরে বায়তুল মোকাররম উত্তর গেটে দলের ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে নেতা-কর্মীরা জমায়েত হতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরে দলের ঢাকা জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীন, সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম ও মোহাম্মদ হানিফ মেম্বারের সংক্ষিপ্ত বক্তব্য শেষে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করে। প্রতিনিধিদলে ছিলেন ঢাকা জেলা সহসভাপতি প্রফেসর ডা. কামরুজ্জামান, সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, শাহীন আহমদ, মুফতি মিরাজ হোসেন মুঈন, এইচ এম ইবরাহীম।
স্মারকলিপিতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, দেশের মহামান্য অভিভাবক হিসেবে আপনার দায়িত্ব দেশকে অনিবার্য বিপর্যয় থেকে রক্ষা করা। এ জন্য আপনার কাছে আমরা শান্তিপ্রিয় দেশবাসীর পক্ষ থেকে বিনীতভাবে দাবি জানাচ্ছি, আপনি ৭ জানুয়ারি ঘোষিত একতরফা প্রহসনের নির্বাচন বন্ধের কার্যকর উদ্যোগ গ্রহণ করুন এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করুন।
বর্তমান সরকার একতরফা নির্বাচনের মাধ্যমে আবারও ক্ষমতায় আসতে চায় উল্লেখ করে বলা হয়, ৭ জানুয়ারির একতরফা নির্বাচন দেশকে আরও বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। দেশের অর্থনীতি ধ্বংস হবে। জাতীয় ঐক্য সংহতি বিনষ্ট হয়ে বিভক্তি চরম আকার ধারণ করবে।
বিকেলে পুরানা পল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় কেন্দ্রীয়ভাবে আগামী একতরফা পাতানো নির্বাচন বাতিলের দাবিতে ২৭ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত গণসংযোগ ও নির্বাচনবিরোধী প্রচারণা ও গণসংযোগ এবং ৩১ ডিসেম্বর আবারও মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
সভায় সভাপতির বক্তব্যে দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সরকার একতরফা নির্বাচনের মাধ্যমে দেশকে ভয়াবহ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে ফেলে দিয়েছে। এ সরকারকে আর কোনোভাবেই সহযোগিতা করা যাবে না। তিনি যার যার অবস্থান থেকে সরকারকে অসহযোগিতা করার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মুহাম্মদ আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কে এম আতিকুর রহমান, মাওলানা লোকমান হোসাইন জাফরি প্রমুখ।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫