নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ষষ্ঠবারের মতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে আবেদন করেছে তাঁর পরিবার। আজ রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংক্রান্ত আবেদনপত্র জমা দেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি দাস আবেদনপত্রটি মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করে আব্দুস সাত্তার জানান, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। সেখানে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি তাঁর বিদেশে চিকিৎসার বিষয়েও সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।
এর আগে শনিবার রাজধানীর একটি অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক জানান, স্বজনেরা আবেদন করলেই নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আবারও বাড়ানো হবে।
সবশেষ চলতি বছরের মার্চে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে এই সংক্রান্ত আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ মার্চ সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। আগামী ২৬ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তির সেই মেয়াদ শেষ হচ্ছে।
দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে যান খালেদা জিয়া। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ তাঁকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। এরপর দফায় দফায় তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হয়।
কারামুক্তির পর থেকে নানা রোগে আক্রান্ত খালেদা জিয়া বর্তমানে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় অবস্থান করছেন। চিকিৎসার জন্য প্রায়ই হাসপাতালে যেতে হয় তাঁকে। সম্প্রতি আবারও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা বলছেন, খালেদার সুচিকিৎসার জন্য দেশের চিকিৎসা ব্যবস্থা ও বিদ্যমান সুবিধাদি পর্যাপ্ত নয়। এই অবস্থায় তাঁকে দেশের বাইরে উন্নত চিকিৎসাকেন্দ্রে পাঠানোর সুপারিশ করেছেন তারা।
ষষ্ঠবারের মতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে আবেদন করেছে তাঁর পরিবার। আজ রোববার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংক্রান্ত আবেদনপত্র জমা দেওয়া হয়।
বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি দাস আবেদনপত্রটি মন্ত্রণালয়ে জমা দিয়েছেন। এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করে আব্দুস সাত্তার জানান, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। সেখানে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি তাঁর বিদেশে চিকিৎসার বিষয়েও সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।
এর আগে শনিবার রাজধানীর একটি অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক জানান, স্বজনেরা আবেদন করলেই নির্বাহী আদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আবারও বাড়ানো হবে।
সবশেষ চলতি বছরের মার্চে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে এই সংক্রান্ত আবেদন করা হয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ মার্চ সাজা স্থগিতের মেয়াদ ছয় মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। আগামী ২৬ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তির সেই মেয়াদ শেষ হচ্ছে।
দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে কারাগারে যান খালেদা জিয়া। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ তাঁকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। এরপর দফায় দফায় তাঁর মুক্তির মেয়াদ বাড়ানো হয়।
কারামুক্তির পর থেকে নানা রোগে আক্রান্ত খালেদা জিয়া বর্তমানে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় অবস্থান করছেন। চিকিৎসার জন্য প্রায়ই হাসপাতালে যেতে হয় তাঁকে। সম্প্রতি আবারও তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা বলছেন, খালেদার সুচিকিৎসার জন্য দেশের চিকিৎসা ব্যবস্থা ও বিদ্যমান সুবিধাদি পর্যাপ্ত নয়। এই অবস্থায় তাঁকে দেশের বাইরে উন্নত চিকিৎসাকেন্দ্রে পাঠানোর সুপারিশ করেছেন তারা।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫