Ajker Patrika

আরেকটি ধারাবাহিক বৈঠক করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আরেকটি ধারাবাহিক বৈঠক করবে বিএনপি

সম্প্রতি শেষ হওয়া বিএনপির ধারাবাহিক বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে কিছুই জানালেন না দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি এড়িয়ে গিয়ে জানালেন, নতুন আরেকটি ধারাবাহিক বৈঠকের খবর। জানালেন আগামী মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) থেকে নির্বাহী কমিটির কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করতে তিন দিনের ধারাবাহিক বৈঠকের আয়োজন করতে যাচ্ছে বিএনপি। 

আজ রোববার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মির্জা ফখরুল। 

সংবাদ সম্মেলনে বিগত ধারাবাহিক বৈঠকের সিদ্ধান্ত জানতে চাওয়া হয় বিএনপি মহাসচিবের কাছে। মুখে হাসি নিয়ে তিনি বলেন, উত্তর জানবেন যথা সময়ে। পার্টি যখন সিদ্ধান্ত নেবে এই বিষয়ে জানানো দরকার, তখন আমি নিজেই জানাব। 

বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আলোচনা এখনো শেষ হয়নি। আলোচনা শেষ হলে সভার মতামত কার্যসূচি বিষয়ে জানতে পারবেন। 

এর আগে দলের বিভিন্ন পর্যায়ের নেতা ও অঙ্গ সংগঠনগুলোর সঙ্গে তিন দিনের (১৪-১৬ সেপ্টেম্বর) ধারাবাহিক বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, তাঁরা এরপর আরও বৈঠক করবেন। 

গতকাল শনিবার দলের স্থায়ী কমিটির সভার আলোচনা বিষয়ে বিএনপি মহাসচিব জানান, সভায় মুক্তিযুদ্ধ, পঁচাত্তরের পট পরিবর্তন এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং তাঁর কবর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। স্থায়ী কমিটি মনে করে, জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যা তথ্য উপস্থাপন করছেন প্রধানমন্ত্রী। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে দৃষ্টির আড়াল করতে ষড়যন্ত্র করছেন। এই ধরনের নিকৃষ্ট মিথ্যাচার থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত