অনলাইন ডেস্ক
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কোনোমতেই বিএনপি একমত হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়ে আসছে জাতীয় নাগরিক কমিটিসহ ছাত্রদের অনাগত নতুন দলের সঙ্গে সংশ্লিষ্টরা। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়ে কোনোমতেই বিএনপি একমত হবে না বলে জানিয়েছেন তিনি।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না।’
মির্জা ফখরুল বলেন, দেশে চলমান প্রেক্ষাপটে যে উদ্বেগের বিষয়গুলো ছিল তা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হয়েছে। যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারে না। সরকারের বিভিন্ন বাহিনীর সামনেই ঘটনাগুলো ঘটেছে। এটা সার্বিকভাবে দেশের স্থিতিশীলতা বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে নানাভাবে সুযোগ করে দিচ্ছে কথা বলার।
মির্জা ফখরুল আরও বলেন, ‘দ্রুত নির্বাচনের জন্য আমরা সরকারকে আবারও তাগাদা দিয়েছি। সংস্কার কমিশনগুলোতে সবার ঐক্যমত্যের ভিত্তিতে নূন্যতম সংস্কার করে দ্রুত নির্বাচনের কথা বলেছি।’
প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় নিয়ে আসা এবং বিচার, লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার, মিথ্যা মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্য কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
অতিদ্রুত সরকার নির্বাচনের ব্যবস্থা করছেন বলে প্রধান উপদেষ্টা বিএনপিকে আশ্বস্ত করেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘অতিদ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছে বলে আমাদের আশ্বস্ত করেছেন। তিনি (প্রধান উপদেষ্টা) বলেছেনও, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে তারা কাজ করছেন।’
মির্জা ফখরুল বলেন, ‘জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা রোডম্যাপ ঘোষণা করবেন তিনি। সেই অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে বলে আমরা প্রত্যাশা করছি। জনগণও প্রত্যাশা করছে।’
সরকারের পক্ষ থেকে রোডম্যাপের বিষয়ে জানানো হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এটা কবে জানাবেন ওনারা ঠিক করবেন, সম্ভবত ১৫ তারিখের মধ্যেই উনারা কিছু একটা বলবেন।’
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কোনোমতেই বিএনপি একমত হবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়ে আসছে জাতীয় নাগরিক কমিটিসহ ছাত্রদের অনাগত নতুন দলের সঙ্গে সংশ্লিষ্টরা। তবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়ে কোনোমতেই বিএনপি একমত হবে না বলে জানিয়েছেন তিনি।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন হবে না।’
মির্জা ফখরুল বলেন, দেশে চলমান প্রেক্ষাপটে যে উদ্বেগের বিষয়গুলো ছিল তা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হয়েছে। যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারে না। সরকারের বিভিন্ন বাহিনীর সামনেই ঘটনাগুলো ঘটেছে। এটা সার্বিকভাবে দেশের স্থিতিশীলতা বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে নানাভাবে সুযোগ করে দিচ্ছে কথা বলার।
মির্জা ফখরুল আরও বলেন, ‘দ্রুত নির্বাচনের জন্য আমরা সরকারকে আবারও তাগাদা দিয়েছি। সংস্কার কমিশনগুলোতে সবার ঐক্যমত্যের ভিত্তিতে নূন্যতম সংস্কার করে দ্রুত নির্বাচনের কথা বলেছি।’
প্রশাসনে ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় নিয়ে আসা এবং বিচার, লুটপাটের সঙ্গে জড়িতদের বিচার, মিথ্যা মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্য কমানো, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
অতিদ্রুত সরকার নির্বাচনের ব্যবস্থা করছেন বলে প্রধান উপদেষ্টা বিএনপিকে আশ্বস্ত করেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘অতিদ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছে বলে আমাদের আশ্বস্ত করেছেন। তিনি (প্রধান উপদেষ্টা) বলেছেনও, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে তারা কাজ করছেন।’
মির্জা ফখরুল বলেন, ‘জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা রোডম্যাপ ঘোষণা করবেন তিনি। সেই অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে বলে আমরা প্রত্যাশা করছি। জনগণও প্রত্যাশা করছে।’
সরকারের পক্ষ থেকে রোডম্যাপের বিষয়ে জানানো হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এটা কবে জানাবেন ওনারা ঠিক করবেন, সম্ভবত ১৫ তারিখের মধ্যেই উনারা কিছু একটা বলবেন।’
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
২০ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
২১ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
২১ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
২১ দিন আগে