নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও লুটপাটের অভিযোগ এনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকার এত চুরি করেছে, এত লুটপাট করেছে। তারা সব খেয়েছে, সব খেতে খেতে এখন বালু খাওয়া শুরু করেছে। চাঁদপুরে ৬ হাজার কোটি টাকার বালু খেয়ে ফেলেছে।’
আজ সোমবার রাজধানীর ধোলাইখালে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। চলমান এক দফার আন্দোলনের অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
পত্রিকায় প্রকাশিত খবরের উল্লেখ করে মির্জা ফখরুল এসব কথা বলেন। এ সময় মার্কিন ভিসা বিধিনিষেধ আরোপে সরকারের মাথা খারাপ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটামের কথা সরকারকে মনে করিয়ে দেন ফখরুল। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চিকিৎসকেরা বলেছেন তাঁর জীবন বাঁচাতে হলে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে হবে। এ জন্য আমরা গতকাল (রোববার) বলেছি ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন। অন্যথায় কোনো অঘটন ঘটলে তার সব দায় সরকারকেই নিতে হবে।’
টালবাহানা না করে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘অবিলম্বে পদত্যাগ করুন। কোনো টালবাহানা করবেন না। এই দেশের মানুষ আর আপনাদের ক্ষমতায় দেখতে চায় না।’
নেতা-কর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘এই সরকার সহজে কথা শুনবে না। আন্দোলনের মধ্য দিয়ে, তরঙ্গের পর তরঙ্গ সৃষ্টি করে সরকারকে পরাজিত করতে হবে। এখন আমাদের সামনে একটাই লক্ষ্য—সোজা কথা না শুনলে ফয়সালা হবে রাজপথে।’
সরকারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও লুটপাটের অভিযোগ এনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই সরকার এত চুরি করেছে, এত লুটপাট করেছে। তারা সব খেয়েছে, সব খেতে খেতে এখন বালু খাওয়া শুরু করেছে। চাঁদপুরে ৬ হাজার কোটি টাকার বালু খেয়ে ফেলেছে।’
আজ সোমবার রাজধানীর ধোলাইখালে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। চলমান এক দফার আন্দোলনের অংশ হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
পত্রিকায় প্রকাশিত খবরের উল্লেখ করে মির্জা ফখরুল এসব কথা বলেন। এ সময় মার্কিন ভিসা বিধিনিষেধ আরোপে সরকারের মাথা খারাপ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসনের মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বিএনপির দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটামের কথা সরকারকে মনে করিয়ে দেন ফখরুল। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। চিকিৎসকেরা বলেছেন তাঁর জীবন বাঁচাতে হলে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে হবে। এ জন্য আমরা গতকাল (রোববার) বলেছি ৪৮ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করুন। অন্যথায় কোনো অঘটন ঘটলে তার সব দায় সরকারকেই নিতে হবে।’
টালবাহানা না করে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘অবিলম্বে পদত্যাগ করুন। কোনো টালবাহানা করবেন না। এই দেশের মানুষ আর আপনাদের ক্ষমতায় দেখতে চায় না।’
নেতা-কর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘এই সরকার সহজে কথা শুনবে না। আন্দোলনের মধ্য দিয়ে, তরঙ্গের পর তরঙ্গ সৃষ্টি করে সরকারকে পরাজিত করতে হবে। এখন আমাদের সামনে একটাই লক্ষ্য—সোজা কথা না শুনলে ফয়সালা হবে রাজপথে।’
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫