নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘৭ নভেম্বরের বিপ্লব যেন ফরাসি বিপ্লবের মতো। সেদিন বাকশালের অন্ধকার গৃহ থেকে গণতন্ত্র উদ্ধার করেছিল এ দেশের মানুষ আর সিপাহিরা। এর নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান।’ আজ বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সহিংসতা নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকার কঠোর সমালোচনা করেন রিজভী বলেন, নিশিরাতে ভোট ডাকাতির সরকার ইউপি নির্বাচন নিয়ে এখন নিজেরাই কামড়াকামড়ি করে মরছে। সাধারণ মানুষের শান্তি বিনষ্ট করছে। জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে।
রুহুল কবির রিজভী আরও বলেন, আওয়ামী লীগ কখনোই নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারে না। এরা অবৈধ ক্ষমতা আঁকড়ে ধরতে রক্তগঙ্গা বইয়ে দিতেও দ্বিধা করে না। এদের কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হলেও নির্বাচন কমিশন প্রতারণা করেই চলেছে।
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সমালোচনা করে রিজভী বলেন, কমিশনের স্বাধীন সত্তাকে হরণ করেছেন কে এম নুরুল হুদা। নির্বাচনে সহিংসতার দায় স্থানীয় প্রশাসনের ওপর চাপাচ্ছে পুতুল নির্বাচন কমিশন। ভোট ডাকাতির সহায়তা দিতে গিয়ে নির্বাচনী হিংসা ও সন্ত্রাসবাদকে লালন করেছে নির্বাচন কমিশন।
এ সময় রিজভী জানান, আগামী ৭ নভেম্বর বিএনপি যথারীতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করবে। দিবসটি উপলক্ষে দলটির পক্ষ থেকে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করার কথাও জানান তিনি।
কর্মসূচির মধ্যে রয়েছে ৭ নভেম্বর সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। ওই দিন বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ। আগের দিন রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে দলের পক্ষ থেকে ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এরই মধ্যে দলের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ করা হয়েছে বলেও জানান রিজভী।
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘৭ নভেম্বরের বিপ্লব যেন ফরাসি বিপ্লবের মতো। সেদিন বাকশালের অন্ধকার গৃহ থেকে গণতন্ত্র উদ্ধার করেছিল এ দেশের মানুষ আর সিপাহিরা। এর নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান।’ আজ বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সহিংসতা নিয়ে সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকার কঠোর সমালোচনা করেন রিজভী বলেন, নিশিরাতে ভোট ডাকাতির সরকার ইউপি নির্বাচন নিয়ে এখন নিজেরাই কামড়াকামড়ি করে মরছে। সাধারণ মানুষের শান্তি বিনষ্ট করছে। জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে।
রুহুল কবির রিজভী আরও বলেন, আওয়ামী লীগ কখনোই নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারে না। এরা অবৈধ ক্ষমতা আঁকড়ে ধরতে রক্তগঙ্গা বইয়ে দিতেও দ্বিধা করে না। এদের কর্তৃত্ববাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হলেও নির্বাচন কমিশন প্রতারণা করেই চলেছে।
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সমালোচনা করে রিজভী বলেন, কমিশনের স্বাধীন সত্তাকে হরণ করেছেন কে এম নুরুল হুদা। নির্বাচনে সহিংসতার দায় স্থানীয় প্রশাসনের ওপর চাপাচ্ছে পুতুল নির্বাচন কমিশন। ভোট ডাকাতির সহায়তা দিতে গিয়ে নির্বাচনী হিংসা ও সন্ত্রাসবাদকে লালন করেছে নির্বাচন কমিশন।
এ সময় রিজভী জানান, আগামী ৭ নভেম্বর বিএনপি যথারীতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করবে। দিবসটি উপলক্ষে দলটির পক্ষ থেকে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করার কথাও জানান তিনি।
কর্মসূচির মধ্যে রয়েছে ৭ নভেম্বর সকাল ৬টায় কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। ওই দিন বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ। আগের দিন রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা অনুষ্ঠিত হবে। দিবসটি উপলক্ষে দলের পক্ষ থেকে ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এরই মধ্যে দলের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে পোস্টার প্রকাশ করা হয়েছে বলেও জানান রিজভী।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫