নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক অপশক্তি কুমিল্লাসহ সারা দেশে দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় রামকৃষ্ণ মঠ ও মিশন মন্দিরে পূজা পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য একটি সাম্প্রদায়িক গোষ্ঠী আজকে তৎপর বলে দাবি করেন ওবায়েদুল কাদের। তাঁদের সকলকে শাস্তির আওতাভুক্ত করা হবে বলে আশ্বাস দেন তিনি।
মণ্ডপ পরিদর্শনের আগে পূজা কমিটির সঙ্গে একটি বৈঠক করেন ওবায়েদুল কাদের। সেখানে তাঁদের প্রশ্নের জবাবে সারা দেশে মণ্ডপের হামলাগুলোকে পরিকল্পিত ঘটনা বলে দাবি করেছেন তিনি। তিনি আরও বলেন, প্রশাসনের উচিত ছিল আরও সোচ্চার থাকা। তবে এরপর থেকে সর্বোচ্চ সকল ব্যবস্থা থাকছে।
সম্প্রতি উপজেলা পর্যায়ের নির্বাচনকে সামনে রেখে কর্মীরা বেশি ব্যস্ত হয়ে পড়েছিলেন নেতা কর্মীরা। আর তাই তাঁরা শৃঙ্খলার ব্যাপারে নজর দিতে ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন ওবায়েদুল কাদের।
মণ্ডপের সকলের উদ্দেশ্যে ওবায়েদুল কাদের বলেন, আওয়ামী লীগের ক্ষমতার গত ১৩ বছরে এবারেই প্রথম এমন ঘটনা ঘটেছে। তাই কেউ একে বাস্তবে আঁচ করতে পারেনি। তবে এবারের ঘটনার আশঙ্কা আগে থেকেই ছিল বলেও উল্লেখ করেন তিনি।
দশমীতে যেন সুশৃঙ্খলভাবে বিসর্জন হয় সে ব্যাপারে দর্শনার্থীদের আশ্বস্ত করেন ওবায়েদুল কাদের। তিনি বলেন, এই উৎসবের পবিত্রতা যাতে রক্ষা করা হয় সে ব্যাপারে প্রশাসনিক ও স্থানীয়ভাবে সতর্ক থাকা হবে। আপনারা সবাই নির্ভয়ে আপনারদের ধর্ম পালন করুন।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক অপশক্তি কুমিল্লাসহ সারা দেশে দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় রামকৃষ্ণ মঠ ও মিশন মন্দিরে পূজা পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য একটি সাম্প্রদায়িক গোষ্ঠী আজকে তৎপর বলে দাবি করেন ওবায়েদুল কাদের। তাঁদের সকলকে শাস্তির আওতাভুক্ত করা হবে বলে আশ্বাস দেন তিনি।
মণ্ডপ পরিদর্শনের আগে পূজা কমিটির সঙ্গে একটি বৈঠক করেন ওবায়েদুল কাদের। সেখানে তাঁদের প্রশ্নের জবাবে সারা দেশে মণ্ডপের হামলাগুলোকে পরিকল্পিত ঘটনা বলে দাবি করেছেন তিনি। তিনি আরও বলেন, প্রশাসনের উচিত ছিল আরও সোচ্চার থাকা। তবে এরপর থেকে সর্বোচ্চ সকল ব্যবস্থা থাকছে।
সম্প্রতি উপজেলা পর্যায়ের নির্বাচনকে সামনে রেখে কর্মীরা বেশি ব্যস্ত হয়ে পড়েছিলেন নেতা কর্মীরা। আর তাই তাঁরা শৃঙ্খলার ব্যাপারে নজর দিতে ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন ওবায়েদুল কাদের।
মণ্ডপের সকলের উদ্দেশ্যে ওবায়েদুল কাদের বলেন, আওয়ামী লীগের ক্ষমতার গত ১৩ বছরে এবারেই প্রথম এমন ঘটনা ঘটেছে। তাই কেউ একে বাস্তবে আঁচ করতে পারেনি। তবে এবারের ঘটনার আশঙ্কা আগে থেকেই ছিল বলেও উল্লেখ করেন তিনি।
দশমীতে যেন সুশৃঙ্খলভাবে বিসর্জন হয় সে ব্যাপারে দর্শনার্থীদের আশ্বস্ত করেন ওবায়েদুল কাদের। তিনি বলেন, এই উৎসবের পবিত্রতা যাতে রক্ষা করা হয় সে ব্যাপারে প্রশাসনিক ও স্থানীয়ভাবে সতর্ক থাকা হবে। আপনারা সবাই নির্ভয়ে আপনারদের ধর্ম পালন করুন।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫