নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে জামায়াতকে সম্পৃক্ত করা নিয়ে কোনো কোনো শরিক দলের ভিন্নমত প্রসঙ্গে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল অলি (অব.) আহমেদ বলেছেন, ‘হাল চালানোর জন্য ন্যূনতম হলেও গরু দরকার। ছাগল দিয়ে হালচাষ হয় না।’
আজ শনিবার রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে কর্নেল অলি বলেন, ‘আমরা তো দেখলাম, গত ১০ বছর, ২০ বছর। কী অর্জন হয়েছে আমাদের, এটা সবারই জানা। এখন কী প্রয়োজন আপনিও বোঝেন, আমিও বুঝি। আমাদের এখানে ৬২টি দল আছে। এসব দলের মধ্যে কয়টি রাস্তায় নেমে মিছিল করার মতো শক্তি রাখে? এটা তো বুঝতে হবে। শুধু একটা নাম দিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাব, পেছনে স্ত্রীকে নিয়ে আসব বা মেয়েকে নিয়ে এসে দল চালাব, তারপরে সরকারের সঙ্গে দালালি করব, এই ধরনের কর্মসূচি হলে তো সরকারের পতন হবে না।’
সরকারের পতনের আন্দোলন সফল না হওয়ার কারণ জানতে চাইলে অলি বলেন, ‘কী কারণে আমরা সফল হলাম না, এর উত্তর দিতে পারবেন বিএনপির মহাসচিব। আমার কাছে এর কোনো উত্তর নাই। কারণ, আমি হলাম ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সরদার, ছোট একটা পার্টি। আর আমার ওপরে কোনো দায়িত্ব পড়ে নাই।’
বিএনপিকে কোনো পরামর্শ দিয়েছেন কি না—জানতে চাইলে অলি আহমেদ বলেন, ‘বিএনপিকে যা পরামর্শ দেওয়ার, তা মিটিংয়ে দেওয়া হয়েছে। সবার সামনে বলা সম্ভব হবে না।’
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানসহ এলডিপির অন্য নেতৃবৃন্দ অংশ নেন।
বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে জামায়াতকে সম্পৃক্ত করা নিয়ে কোনো কোনো শরিক দলের ভিন্নমত প্রসঙ্গে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল অলি (অব.) আহমেদ বলেছেন, ‘হাল চালানোর জন্য ন্যূনতম হলেও গরু দরকার। ছাগল দিয়ে হালচাষ হয় না।’
আজ শনিবার রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে কর্নেল অলি বলেন, ‘আমরা তো দেখলাম, গত ১০ বছর, ২০ বছর। কী অর্জন হয়েছে আমাদের, এটা সবারই জানা। এখন কী প্রয়োজন আপনিও বোঝেন, আমিও বুঝি। আমাদের এখানে ৬২টি দল আছে। এসব দলের মধ্যে কয়টি রাস্তায় নেমে মিছিল করার মতো শক্তি রাখে? এটা তো বুঝতে হবে। শুধু একটা নাম দিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাব, পেছনে স্ত্রীকে নিয়ে আসব বা মেয়েকে নিয়ে এসে দল চালাব, তারপরে সরকারের সঙ্গে দালালি করব, এই ধরনের কর্মসূচি হলে তো সরকারের পতন হবে না।’
সরকারের পতনের আন্দোলন সফল না হওয়ার কারণ জানতে চাইলে অলি বলেন, ‘কী কারণে আমরা সফল হলাম না, এর উত্তর দিতে পারবেন বিএনপির মহাসচিব। আমার কাছে এর কোনো উত্তর নাই। কারণ, আমি হলাম ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সরদার, ছোট একটা পার্টি। আর আমার ওপরে কোনো দায়িত্ব পড়ে নাই।’
বিএনপিকে কোনো পরামর্শ দিয়েছেন কি না—জানতে চাইলে অলি আহমেদ বলেন, ‘বিএনপিকে যা পরামর্শ দেওয়ার, তা মিটিংয়ে দেওয়া হয়েছে। সবার সামনে বলা সম্ভব হবে না।’
সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানসহ এলডিপির অন্য নেতৃবৃন্দ অংশ নেন।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫