নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্ষমতার জন্য বিএনপি মার্কেটে আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভুলে গেছেন নিজেদের অতীতকে। ক্ষমতার জন্য কতগুলো বাজার, মার্কেট আজকে পুড়িয়েছে, কত মানুষ আজকে নিঃস্ব হয়ে গেল। গরিব মানুষ যেখানে বাজার করে, সেই বাজারগুলো আগুন দিয়ে পুড়িয়েছে। এদের ক্ষমা নেই। তদন্ত করা হচ্ছে। খুঁজে বের করা হবে কোথা থেকে এই আগুন লাগানো হয়েছে।
আজ মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন কাদের।
২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে আগুন লাগানো মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের প্র্যাকটিস বলে দাবি করে কাদের বলেন, আওয়ামী লীগ আগুন নিয়ে খেলে না। যে আগুন নিয়ে আজ খেলছেন, শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য, সেই আগুনে আপনারাই পুড়ে মরবেন। এই আগুন আপনাদেরই পুড়িয়ে মারবে। সব ভুলে গেছেন।
কাদের বলেন, ‘আজকে বিএনপির গায়ে জ্বালা। তাদের যন্ত্রণা এই সংকটেও কেন বাংলাদেশ ভালো আছে। দ্রব্যমূল্য সারা দুনিয়ায় বেড়ে গেছে। বাংলাদেশ কী করবে? বেশি দামে কিনে অল্প দামে বিক্রি করতে হয়। আজকে আগুনের কথা বলেন মির্জা ফখরুল। লজ্জা শরম থাকলে আগুন শব্দটি অন্যের ঘাড়ে চাপাতেন না। আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাতেন না। আওয়ামী লীগ আগুন নয়, কোনো সন্ত্রাসে বিশ্বাস করে না। আওয়ামী লীগের ইতিহাস তাঁকে জানতে বলি।’
আওয়ামী লীগ ষড়যন্ত্রের শিকার বারবার হয়েছে বলে দাবি করেন কাদের। তিনি বলেন, ‘আমরা কারও বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কখনোই করিনি। আমরা জনগণের রাজনীতি করি। মানুষের ভাগ্যোন্নয়ন করি। তোমরা করো পকেটের উন্নয়ন। ক্ষমতা বিএনপির কাছে পকেটের উন্নয়ন, অর্থ পাচার, দুর্নীতি, ভোট চুরি। আর আওয়ামী লীগের কাছে ক্ষমতা হচ্ছে মানুষের ভাগ্যের উন্নয়ন, পাশে থাকা, বিপদে-আপদে অসহায় মানুষের পাশে থাকা।’
কাদের অভিযোগ করে বলেন, রমজান মাসজুড়ে মির্জা ফখরুল সামর্থ্যবানদের নিয়ে ইফতার পার্টি খায়। আর আওয়ামী লীগ ইফতার বিতরণ করেছে। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য এটা। এটাই খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার পার্থক্য।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম প্রমুখ।
ক্ষমতার জন্য বিএনপি মার্কেটে আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ভুলে গেছেন নিজেদের অতীতকে। ক্ষমতার জন্য কতগুলো বাজার, মার্কেট আজকে পুড়িয়েছে, কত মানুষ আজকে নিঃস্ব হয়ে গেল। গরিব মানুষ যেখানে বাজার করে, সেই বাজারগুলো আগুন দিয়ে পুড়িয়েছে। এদের ক্ষমা নেই। তদন্ত করা হচ্ছে। খুঁজে বের করা হবে কোথা থেকে এই আগুন লাগানো হয়েছে।
আজ মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন কাদের।
২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে আগুন লাগানো মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের প্র্যাকটিস বলে দাবি করে কাদের বলেন, আওয়ামী লীগ আগুন নিয়ে খেলে না। যে আগুন নিয়ে আজ খেলছেন, শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য, সেই আগুনে আপনারাই পুড়ে মরবেন। এই আগুন আপনাদেরই পুড়িয়ে মারবে। সব ভুলে গেছেন।
কাদের বলেন, ‘আজকে বিএনপির গায়ে জ্বালা। তাদের যন্ত্রণা এই সংকটেও কেন বাংলাদেশ ভালো আছে। দ্রব্যমূল্য সারা দুনিয়ায় বেড়ে গেছে। বাংলাদেশ কী করবে? বেশি দামে কিনে অল্প দামে বিক্রি করতে হয়। আজকে আগুনের কথা বলেন মির্জা ফখরুল। লজ্জা শরম থাকলে আগুন শব্দটি অন্যের ঘাড়ে চাপাতেন না। আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপাতেন না। আওয়ামী লীগ আগুন নয়, কোনো সন্ত্রাসে বিশ্বাস করে না। আওয়ামী লীগের ইতিহাস তাঁকে জানতে বলি।’
আওয়ামী লীগ ষড়যন্ত্রের শিকার বারবার হয়েছে বলে দাবি করেন কাদের। তিনি বলেন, ‘আমরা কারও বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কখনোই করিনি। আমরা জনগণের রাজনীতি করি। মানুষের ভাগ্যোন্নয়ন করি। তোমরা করো পকেটের উন্নয়ন। ক্ষমতা বিএনপির কাছে পকেটের উন্নয়ন, অর্থ পাচার, দুর্নীতি, ভোট চুরি। আর আওয়ামী লীগের কাছে ক্ষমতা হচ্ছে মানুষের ভাগ্যের উন্নয়ন, পাশে থাকা, বিপদে-আপদে অসহায় মানুষের পাশে থাকা।’
কাদের অভিযোগ করে বলেন, রমজান মাসজুড়ে মির্জা ফখরুল সামর্থ্যবানদের নিয়ে ইফতার পার্টি খায়। আর আওয়ামী লীগ ইফতার বিতরণ করেছে। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য এটা। এটাই খালেদা জিয়ার সঙ্গে শেখ হাসিনার পার্থক্য।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম প্রমুখ।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫