নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করার পাশাপাশি খালেদা জিয়াকে মুক্ত করা এখন বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র পুনরুদ্ধারের সেই আন্দোলনে বিএনপিই নেতৃত্ব দেবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার সকালে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘দলের নেতাকর্মীদের গুম করা, ৩৫ লাখ মামলা আর নির্যাতনের পরেও আজও বিএনপি নিজের পায়ের ওপরে দাঁড়িয়ে আছে। সীমাবদ্ধতার মাঝেও বিএনপি তার কাজ করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল অত্যন্ত সুসংগঠিত। সীমিত পরিসরের মধ্যেও আমরা আমাদের দলকে সংগঠিত করছি। জনগণের দাবি দাওয়া নিয়ে আমরা আন্দোলন করছি। আমরা আশা করছি সামনের বছর এবং তারপরের বছরও নিঃসন্দেহে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারব। আমরা নেতৃত্বের ভূমিকা রাখতে সক্ষম হব।’
জিয়ার কবরে লাশ না থাকার সমালোচনার বিষয়ে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফখরুল বলেন, ‘এ প্রশ্নের উত্তর দিতে আমাদের রুচিতে বাঁধে। এটা জাতির জন্য দুর্ভাগ্য যে, আজ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সম্পর্কে এই ধরনের কথা বলা হয়। জিয়াউর রহমান এই জাতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। তাঁর ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে। তাঁকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব চিন্তা করা যায় না।’
দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করার পাশাপাশি খালেদা জিয়াকে মুক্ত করা এখন বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র পুনরুদ্ধারের সেই আন্দোলনে বিএনপিই নেতৃত্ব দেবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার সকালে বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, ‘দলের নেতাকর্মীদের গুম করা, ৩৫ লাখ মামলা আর নির্যাতনের পরেও আজও বিএনপি নিজের পায়ের ওপরে দাঁড়িয়ে আছে। সীমাবদ্ধতার মাঝেও বিএনপি তার কাজ করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল অত্যন্ত সুসংগঠিত। সীমিত পরিসরের মধ্যেও আমরা আমাদের দলকে সংগঠিত করছি। জনগণের দাবি দাওয়া নিয়ে আমরা আন্দোলন করছি। আমরা আশা করছি সামনের বছর এবং তারপরের বছরও নিঃসন্দেহে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারব। আমরা নেতৃত্বের ভূমিকা রাখতে সক্ষম হব।’
জিয়ার কবরে লাশ না থাকার সমালোচনার বিষয়ে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফখরুল বলেন, ‘এ প্রশ্নের উত্তর দিতে আমাদের রুচিতে বাঁধে। এটা জাতির জন্য দুর্ভাগ্য যে, আজ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সম্পর্কে এই ধরনের কথা বলা হয়। জিয়াউর রহমান এই জাতির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। তাঁর ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে। তাঁকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব চিন্তা করা যায় না।’
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫