নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খালেদা জিয়ার জন্মদিন ৫ সেপ্টেম্বর এই কথা স্পষ্ট করে বলেছেন তাঁর বাবা। সাংবাদিকতা করার সময় খালেদা জিয়ার বাবা ও মায়ের একটি সাক্ষাৎকার নিয়েছিলেন বর্তমান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ৷ তখন এসব কথা বলেছিলেন তাঁর বাবা এমন দাবি করেছেন মন্ত্রী।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সন্তানদের নিয়ে ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ নামে আয়োজিত কবিতার আসরে প্রধান অতিথির বক্তব্যে এই দাবি করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
খালেদা জিয়ার বাবা চাইতেন না তিনি রাজনীতি করুক এবং জিয়াউর রহমান তাকে কিডন্যাপ করে বিয়ে করেছিলেন বলেও মন্তব্য করেছেন মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘খালেদা জিয়ার বাবা বলেছিলেন, কে কী বলে জানি না। আমার মেয়ের জন্মদিন ৫ সেপ্টেম্বর। ১৫ আগস্টের সঙ্গে খালেদা জিয়ার কোন সম্পর্কই নাই। এবং আরেকটা কথা আপনাদের আমি বলে রাখি, জিয়াউর রহমান খালেদা জিয়াকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে বিয়ে করেছিল। কারণ, খালেদা জিয়া দেখতে খুব সুন্দর ছিল ৷ এটা কিন্তু স্বাভাবিক বিয়ে ছিল না। খালেদা জিয়ার বাবা নিজের মুখে স্পষ্ট করে বলেছিলেন, আমি চাই না এই মেয়ে রাজনীতি করুক। কারণ, এই মেয়ের মধ্যে রাজনীতির কোন গুণাবলি নেই।’
এই কবিতার আসরে ডিআরইউ সদস্যদের অন্তত ২১ জন সন্তান বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন কবিতা আবৃত্তি করেন। আবৃত্তিতে অংশ নেওয়া প্রত্যেককেই একটি করে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই উপহার হিসেবে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। এই ডিআরইউ সদস্য সন্তানদের প্রযুক্তি নির্ভর পড়াশোনার জন্য উৎসাহ দেন অভিভাবকদের প্রতি এবং এ জন্য প্রয়োজনীয় সফটওয়্যার বিনা মূল্যে প্রদানের প্রতিশ্রুতিও দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ। কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করা প্রত্যেকের ভূয়সী প্রশংসা করে এসব শিশুদের মধ্যে বঙ্গবন্ধু সম্পর্কে জানা-বোঝার তাগিদ দেন ৷ সেই সঙ্গে শেখ মুজিবুর রহমান হত্যার ঘটনায় একটি তদন্ত কমিশন গঠন করে প্রকৃত দোষীদের শাস্তির দাবিও তোলেন। তিনি বলেন, ‘আহমদ শরিফ, আহমদ ছফা, সিরাজুল ইসলাম চৌধুরী, আলী রিয়াজসহ অনেক লেখক তাদের লেখায় বঙ্গবন্ধুর চরিত্র হরণ করেছে এবং মিথ্যাচার করেছেন। বঙ্গবন্ধু অনেক মিথ্যাচারের শিকার হয়েছে। পরবর্তীতে আমরা আবার আমাদের লেখায় এসবের প্রতিবাদ করেছি। বঙ্গবন্ধু হত্যার ঘটনা নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে প্রকৃত দোষীদের খুঁজে বের করে তাদের শাস্তি দেওয়া হোক। দেশ ও সারা বিশ্বের মানুষ জানুক বঙ্গবন্ধুর প্রকৃত ইতিহাস ৷’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, স্বাগত বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। সঞ্চালনায় ছিলেন ডিআরইউ সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শামরিম।
খালেদা জিয়ার জন্মদিন ৫ সেপ্টেম্বর এই কথা স্পষ্ট করে বলেছেন তাঁর বাবা। সাংবাদিকতা করার সময় খালেদা জিয়ার বাবা ও মায়ের একটি সাক্ষাৎকার নিয়েছিলেন বর্তমান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার ৷ তখন এসব কথা বলেছিলেন তাঁর বাবা এমন দাবি করেছেন মন্ত্রী।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সন্তানদের নিয়ে ‘মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু’ নামে আয়োজিত কবিতার আসরে প্রধান অতিথির বক্তব্যে এই দাবি করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
খালেদা জিয়ার বাবা চাইতেন না তিনি রাজনীতি করুক এবং জিয়াউর রহমান তাকে কিডন্যাপ করে বিয়ে করেছিলেন বলেও মন্তব্য করেছেন মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘খালেদা জিয়ার বাবা বলেছিলেন, কে কী বলে জানি না। আমার মেয়ের জন্মদিন ৫ সেপ্টেম্বর। ১৫ আগস্টের সঙ্গে খালেদা জিয়ার কোন সম্পর্কই নাই। এবং আরেকটা কথা আপনাদের আমি বলে রাখি, জিয়াউর রহমান খালেদা জিয়াকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে বিয়ে করেছিল। কারণ, খালেদা জিয়া দেখতে খুব সুন্দর ছিল ৷ এটা কিন্তু স্বাভাবিক বিয়ে ছিল না। খালেদা জিয়ার বাবা নিজের মুখে স্পষ্ট করে বলেছিলেন, আমি চাই না এই মেয়ে রাজনীতি করুক। কারণ, এই মেয়ের মধ্যে রাজনীতির কোন গুণাবলি নেই।’
এই কবিতার আসরে ডিআরইউ সদস্যদের অন্তত ২১ জন সন্তান বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন কবিতা আবৃত্তি করেন। আবৃত্তিতে অংশ নেওয়া প্রত্যেককেই একটি করে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই উপহার হিসেবে দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। এই ডিআরইউ সদস্য সন্তানদের প্রযুক্তি নির্ভর পড়াশোনার জন্য উৎসাহ দেন অভিভাবকদের প্রতি এবং এ জন্য প্রয়োজনীয় সফটওয়্যার বিনা মূল্যে প্রদানের প্রতিশ্রুতিও দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক জাফর ওয়াজেদ। কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করা প্রত্যেকের ভূয়সী প্রশংসা করে এসব শিশুদের মধ্যে বঙ্গবন্ধু সম্পর্কে জানা-বোঝার তাগিদ দেন ৷ সেই সঙ্গে শেখ মুজিবুর রহমান হত্যার ঘটনায় একটি তদন্ত কমিশন গঠন করে প্রকৃত দোষীদের শাস্তির দাবিও তোলেন। তিনি বলেন, ‘আহমদ শরিফ, আহমদ ছফা, সিরাজুল ইসলাম চৌধুরী, আলী রিয়াজসহ অনেক লেখক তাদের লেখায় বঙ্গবন্ধুর চরিত্র হরণ করেছে এবং মিথ্যাচার করেছেন। বঙ্গবন্ধু অনেক মিথ্যাচারের শিকার হয়েছে। পরবর্তীতে আমরা আবার আমাদের লেখায় এসবের প্রতিবাদ করেছি। বঙ্গবন্ধু হত্যার ঘটনা নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করে প্রকৃত দোষীদের খুঁজে বের করে তাদের শাস্তি দেওয়া হোক। দেশ ও সারা বিশ্বের মানুষ জানুক বঙ্গবন্ধুর প্রকৃত ইতিহাস ৷’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, স্বাগত বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব। সঞ্চালনায় ছিলেন ডিআরইউ সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শামরিম।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
২০ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
২১ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
২১ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
২১ দিন আগে