নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোটা সংস্কার আন্দোলনের ওপর সর্বোচ্চ বলপ্রয়োগ করে সরকার এখন আলোচনায় বসার নাটক করছে উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবির কথা জানান তিনি।
মান্না বলেন, ‘এই সরকার ক্ষমতায় থাকলে উদ্ভূত পরিস্থিতির কোনো সমাধান সম্ভব নয়। আমি প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার অবিলম্বে পদত্যাগের দাবি জানাচ্ছি। শিক্ষার্থীরা স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে, বুলেটের সামনে দাঁড়িয়ে, ন্যায্য অধিকারের প্রশ্নে রাজপথে যে বীরত্ব দেখিয়েছে, বাংলাদেশের ইতিহাসে তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’
তিনি বলেন, পুলিশ, র্যাব, বিজিবি, ছাত্রলীগের ক্যাডার, ভাড়াটিয়া গুন্ডাদের দিয়ে গুলি করে, পিটিয়ে নৃশংসভাবে এখন পর্যন্ত ১৮ জন শিক্ষার্থীকে হত্যার পর আলোচনায় বসার নাটক করছে সরকার। গত রাতে যখন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে দুঃখ প্রকাশ করছেন, তখনো ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ক্র্যাকডাউন চলছে। এসব নাটক ছাত্রসমাজ জানে, দেশের মানুষ জানে।
পুরো দেশ আজ ছাত্র-জনতার নিয়ন্ত্রণে উল্লেখ করে তিনি বলেন, গতকাল রাতেও যে ইস্যুতে কথা বলার এখতিয়ার নেই বলে জানিয়েছে সরকার এমনকি সরকারপ্রধান, সেই ইস্যুতে এখন আলোচনায় বসার প্রস্তাব দিচ্ছে। সারা দেশে ছাত্রদের সঙ্গে সব শ্রেণি–পেশার মানুষ রাস্তায় নেমে সরকারি বাহিনী এবং সরকারি দলের গুন্ডাদের পালিয়ে যেতে বাধ্য করেছে। প্রতিটি হত্যা আরও শক্তিশালী করেছে স্বৈরাচার প্রতিরোধের লড়াইকে।
মান্না বলেন, প্রতিটি হত্যার, প্রতিটি রক্তের ফোঁটার, প্রতিটি আঘাতের হিসাব নেওয়া হবে। সবকিছু মনে রাখা হবে। ছাত্রসমাজ ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এতগুলো হত্যার পর, এত আঘাতের পর খুনি সরকারের সঙ্গে সংলাপ সহযোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি। সহযোদ্ধাদের লাশ ডিঙিয়ে তাঁরা সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসবে না। খুনি, নিপীড়ক সরকারের পতন ছাড়া এই অচলাবস্থার নিরসন হবে না। শিক্ষার্থী এবং দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে না।
কোটা সংস্কার আন্দোলনের ওপর সর্বোচ্চ বলপ্রয়োগ করে সরকার এখন আলোচনায় বসার নাটক করছে উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবির কথা জানান তিনি।
মান্না বলেন, ‘এই সরকার ক্ষমতায় থাকলে উদ্ভূত পরিস্থিতির কোনো সমাধান সম্ভব নয়। আমি প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার অবিলম্বে পদত্যাগের দাবি জানাচ্ছি। শিক্ষার্থীরা স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে, বুলেটের সামনে দাঁড়িয়ে, ন্যায্য অধিকারের প্রশ্নে রাজপথে যে বীরত্ব দেখিয়েছে, বাংলাদেশের ইতিহাসে তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’
তিনি বলেন, পুলিশ, র্যাব, বিজিবি, ছাত্রলীগের ক্যাডার, ভাড়াটিয়া গুন্ডাদের দিয়ে গুলি করে, পিটিয়ে নৃশংসভাবে এখন পর্যন্ত ১৮ জন শিক্ষার্থীকে হত্যার পর আলোচনায় বসার নাটক করছে সরকার। গত রাতে যখন প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণে দুঃখ প্রকাশ করছেন, তখনো ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর ক্র্যাকডাউন চলছে। এসব নাটক ছাত্রসমাজ জানে, দেশের মানুষ জানে।
পুরো দেশ আজ ছাত্র-জনতার নিয়ন্ত্রণে উল্লেখ করে তিনি বলেন, গতকাল রাতেও যে ইস্যুতে কথা বলার এখতিয়ার নেই বলে জানিয়েছে সরকার এমনকি সরকারপ্রধান, সেই ইস্যুতে এখন আলোচনায় বসার প্রস্তাব দিচ্ছে। সারা দেশে ছাত্রদের সঙ্গে সব শ্রেণি–পেশার মানুষ রাস্তায় নেমে সরকারি বাহিনী এবং সরকারি দলের গুন্ডাদের পালিয়ে যেতে বাধ্য করেছে। প্রতিটি হত্যা আরও শক্তিশালী করেছে স্বৈরাচার প্রতিরোধের লড়াইকে।
মান্না বলেন, প্রতিটি হত্যার, প্রতিটি রক্তের ফোঁটার, প্রতিটি আঘাতের হিসাব নেওয়া হবে। সবকিছু মনে রাখা হবে। ছাত্রসমাজ ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এতগুলো হত্যার পর, এত আঘাতের পর খুনি সরকারের সঙ্গে সংলাপ সহযোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি। সহযোদ্ধাদের লাশ ডিঙিয়ে তাঁরা সরকারের সঙ্গে কোনো আলোচনায় বসবে না। খুনি, নিপীড়ক সরকারের পতন ছাড়া এই অচলাবস্থার নিরসন হবে না। শিক্ষার্থী এবং দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে না।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫