চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আওয়ামী লীগের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ‘আপনাদের অপরাধের বিচার হবে গণ-আদালতে। এ দেশের মানুষ আপনার বিচার করবে। এমনকি আওয়ামী লীগ নেতাদের যদি কারও মৃত্যুও হয়, তাহলেও আপনাদের কঙ্কালের ফাঁসি দেওয়া হবে ইনশাআল্লাহ। এ দেশের মানুষেরা আপনাদের ছাড়বে না।’
আজ শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসমাবেশে হেলালুজ্জামান তালুকদার লালু এসব কথা বলেন।
হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ‘আর বেশি দিন সময় লাগবে না। সময় এসে গেছে। টলমল গদি, আমাদের হতে হবে শক্তিশালী। শেখ হাসিনা আপনাকে বলতে চাই, হত্যা, গুম, খুন, অত্যাচার, জুলুম অনেক করেছেন। যা ইচ্ছে তা-ই করেছেন, মানুষের হাহাকার কান্না আপনি শুনতে পান না। কিন্তু আমরা শুনতে পাই। আপনার এই অপরাধের বিচার হবে গণ-আদালতে। এ দেশের মানুষ আপনার বিচার করবে। এমনকি আওয়ামী লীগ নেতাদের যদি কারও মৃত্যুও হয়, তাহলেও আপনাদের কঙ্কালের ফাঁসি দেওয়া হবে ইনশাআল্লাহ। এ দেশের মানুষেরা আপনাদের ছাড়বে না।’
প্রধান অতিথির বক্তব্যে হেলালুজ্জামান তালুকদার আরও বলেন, ‘জুলুম করে আমাদের মাথার ওপর বসে আছে আওয়ামী লীগ সরকার। আমাদেরকে হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। দেশে চলমান হত্যা, গুম, খুন বন্ধ করতে হবে। বাজারে গিয়ে মানুষ কাঁদে, অনেকেই খেতে পারছে না। মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না। এসব জুলুম-নির্যাতন রোধ করার এখনই মোক্ষম সময়। প্রতিরোধ গড়ে তুলতে সকলকে প্রস্তুত থাকতে হবে।’
বগুড়া-৭ আসনের সাবেক এই এমপি বলেন, ‘তারেক রহমান দেশকে মুক্তির জন্য কাজ করছেন, বিভিন্ন পরিকল্পনা নিচ্ছেন। এ দেশের মানুষের ঝুলুম থেকে রক্ষা করায় এখন তাঁর প্রধান লক্ষ্য। তারেক রহমানের কারণে আজ বিশ্ব শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাচ্ছে না। শেখ হাসিনার নেতৃত্বের সময়ের নানা চিত্র বিশ্বের দরবারে তুলে ধরেছেন তারেক রহমান। যার কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য থেকে খালি হাতে ফিরেছে শেখ হাসিনা।’
হেলালুজ্জামান আরও বলেন, ‘শেখ হাসিনাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দিতে হবে। কথায় কথায় ওবায়দুল কাদের বলেন তত্ত্বাবধায়ক সরকার নাকি কোনো দিনও আসবে না। কেন আসবে না? আপনারা ১৭৩ দিন হরতাল দিয়েছিলেন এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। শ্রীলঙ্কার রাজনীতিবিদদের মতো আপনাদের অবস্থা করবে দেশের মানুষ।’
জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া জনসমাবেশে সভাপতিত্ব করেন। জনসমাবেশে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. রফিকুল ইসলাম টিপু, সদস্যসচিব মো. রফিকুল ইসলামসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
আওয়ামী লীগের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ‘আপনাদের অপরাধের বিচার হবে গণ-আদালতে। এ দেশের মানুষ আপনার বিচার করবে। এমনকি আওয়ামী লীগ নেতাদের যদি কারও মৃত্যুও হয়, তাহলেও আপনাদের কঙ্কালের ফাঁসি দেওয়া হবে ইনশাআল্লাহ। এ দেশের মানুষেরা আপনাদের ছাড়বে না।’
আজ শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসমাবেশে হেলালুজ্জামান তালুকদার লালু এসব কথা বলেন।
হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, ‘আর বেশি দিন সময় লাগবে না। সময় এসে গেছে। টলমল গদি, আমাদের হতে হবে শক্তিশালী। শেখ হাসিনা আপনাকে বলতে চাই, হত্যা, গুম, খুন, অত্যাচার, জুলুম অনেক করেছেন। যা ইচ্ছে তা-ই করেছেন, মানুষের হাহাকার কান্না আপনি শুনতে পান না। কিন্তু আমরা শুনতে পাই। আপনার এই অপরাধের বিচার হবে গণ-আদালতে। এ দেশের মানুষ আপনার বিচার করবে। এমনকি আওয়ামী লীগ নেতাদের যদি কারও মৃত্যুও হয়, তাহলেও আপনাদের কঙ্কালের ফাঁসি দেওয়া হবে ইনশাআল্লাহ। এ দেশের মানুষেরা আপনাদের ছাড়বে না।’
প্রধান অতিথির বক্তব্যে হেলালুজ্জামান তালুকদার আরও বলেন, ‘জুলুম করে আমাদের মাথার ওপর বসে আছে আওয়ামী লীগ সরকার। আমাদেরকে হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। দেশে চলমান হত্যা, গুম, খুন বন্ধ করতে হবে। বাজারে গিয়ে মানুষ কাঁদে, অনেকেই খেতে পারছে না। মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না। এসব জুলুম-নির্যাতন রোধ করার এখনই মোক্ষম সময়। প্রতিরোধ গড়ে তুলতে সকলকে প্রস্তুত থাকতে হবে।’
বগুড়া-৭ আসনের সাবেক এই এমপি বলেন, ‘তারেক রহমান দেশকে মুক্তির জন্য কাজ করছেন, বিভিন্ন পরিকল্পনা নিচ্ছেন। এ দেশের মানুষের ঝুলুম থেকে রক্ষা করায় এখন তাঁর প্রধান লক্ষ্য। তারেক রহমানের কারণে আজ বিশ্ব শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাচ্ছে না। শেখ হাসিনার নেতৃত্বের সময়ের নানা চিত্র বিশ্বের দরবারে তুলে ধরেছেন তারেক রহমান। যার কারণে সম্প্রতি যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য থেকে খালি হাতে ফিরেছে শেখ হাসিনা।’
হেলালুজ্জামান আরও বলেন, ‘শেখ হাসিনাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট দিতে হবে। কথায় কথায় ওবায়দুল কাদের বলেন তত্ত্বাবধায়ক সরকার নাকি কোনো দিনও আসবে না। কেন আসবে না? আপনারা ১৭৩ দিন হরতাল দিয়েছিলেন এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। শ্রীলঙ্কার রাজনীতিবিদদের মতো আপনাদের অবস্থা করবে দেশের মানুষ।’
জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া জনসমাবেশে সভাপতিত্ব করেন। জনসমাবেশে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম হেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. রফিকুল ইসলাম টিপু, সদস্যসচিব মো. রফিকুল ইসলামসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫