নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ঢাকায় বর্ণাঢ্য র্যালি করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পল্টনে দলীয় অফিস থেকে মগবাজার পর্যন্ত বেলা ১টায় এই র্যালি করার জন্য আনুষ্ঠানিক অনুমতির আবেদন নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে গিয়েছিলেন দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।
আজ বুধবার বিকেল ৫টার দিকে ডিএমপি সদর দপ্তর থেকে ফেরার সময় সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির এই নেতা।
নিতাই রায় চৌধুরী বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটা বর্ণাঢ্য কর্মসূচি নিয়েছি। সেটা হচ্ছে র্যালি। আমরা র্যালি করতে চাই। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে মগবাজার পর্যন্ত এই র্যালি হবে। বিজয় দিবসে র্যালি করার জন্য আমরা পুলিশ কমিশনারের (ডিএমপি কমিশনার) ওখানে এসেছি। তবে তিনি না থাকায় আমরা অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদের সঙ্গে কথা বলেছি। আমাদের আবেদনের কপিটা উনি রিসিভ করেছেন। বিষয়টি তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করে আগামীকাল আমাদের জানিয়ে দেবেন।’
অনুমতি না দিলে বিএনপি কর্মসূচি পালন করবে কি না জানতে চাইলে নিতাই রায় চৌধুরী বলেন, ‘সেটা পরের কথা, সে রকম হলে পার্টি সিদ্ধান্ত নেবে।’
র্যালিতে সব ধরনের নেতা উপস্থিত থাকবেন উল্লেখ করে নিতাই রায় চৌধুরী বলেন, র্যালি বেলা ১টা থেকে শুরু হবে।
বিএনপির মতো একটি বড় দলকে ১৬ ডিসেম্বরের মতো দিনে একটা প্রোগ্রামের জন্যও অনুমতি নিতে হচ্ছে, বিষয়টি কীভাবে দেখছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নিতাই রায় চৌধুরী বলেন, ‘এর আগে আমাদের ইফতার পার্টিতেও অনুমতি নিতে হয়েছে। এখন এটা হওয়া উচিত নয়। হয়তো সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটাও পরিবর্তন হবে। তবে চলমান সময়ে এটাই হলো আমাদের সংস্কৃতি। যে কারণে আমাদের অনুমতি নিতে হয়। অনুমতি না নিলে মনে করে বিনা অনুমতির প্রোগ্রাম। যদিও রাজনৈতিক দলের অনুমতি সব সময় লাগে না। কোনো কোনো ক্ষেত্রে অনুমতি লাগেও।’
পার্টি অফিসে তালা, এটি কবে খোলা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের চিন্তাভাবনা আছে, কথা বলছি। এটা সমাধান হবে।’
এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘বিএনপির একটি প্রতিনিধিদল এসেছিল তাদের ১৬ ডিসেম্বরের কর্মসূচির ব্যাপারে। তারা একটি আবেদনপত্র দিয়ে গেছে। অনুমতির বিষয়ে কথা হয়নি। আমরা আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাব।’
বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ঢাকায় বর্ণাঢ্য র্যালি করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পল্টনে দলীয় অফিস থেকে মগবাজার পর্যন্ত বেলা ১টায় এই র্যালি করার জন্য আনুষ্ঠানিক অনুমতির আবেদন নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তরে গিয়েছিলেন দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।
আজ বুধবার বিকেল ৫টার দিকে ডিএমপি সদর দপ্তর থেকে ফেরার সময় সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির এই নেতা।
নিতাই রায় চৌধুরী বলেন, ‘আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস। বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে একটা বর্ণাঢ্য কর্মসূচি নিয়েছি। সেটা হচ্ছে র্যালি। আমরা র্যালি করতে চাই। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিস থেকে মগবাজার পর্যন্ত এই র্যালি হবে। বিজয় দিবসে র্যালি করার জন্য আমরা পুলিশ কমিশনারের (ডিএমপি কমিশনার) ওখানে এসেছি। তবে তিনি না থাকায় আমরা অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খ. মহিদের সঙ্গে কথা বলেছি। আমাদের আবেদনের কপিটা উনি রিসিভ করেছেন। বিষয়টি তাঁরা নিজেদের মধ্যে আলোচনা করে আগামীকাল আমাদের জানিয়ে দেবেন।’
অনুমতি না দিলে বিএনপি কর্মসূচি পালন করবে কি না জানতে চাইলে নিতাই রায় চৌধুরী বলেন, ‘সেটা পরের কথা, সে রকম হলে পার্টি সিদ্ধান্ত নেবে।’
র্যালিতে সব ধরনের নেতা উপস্থিত থাকবেন উল্লেখ করে নিতাই রায় চৌধুরী বলেন, র্যালি বেলা ১টা থেকে শুরু হবে।
বিএনপির মতো একটি বড় দলকে ১৬ ডিসেম্বরের মতো দিনে একটা প্রোগ্রামের জন্যও অনুমতি নিতে হচ্ছে, বিষয়টি কীভাবে দেখছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নিতাই রায় চৌধুরী বলেন, ‘এর আগে আমাদের ইফতার পার্টিতেও অনুমতি নিতে হয়েছে। এখন এটা হওয়া উচিত নয়। হয়তো সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এটাও পরিবর্তন হবে। তবে চলমান সময়ে এটাই হলো আমাদের সংস্কৃতি। যে কারণে আমাদের অনুমতি নিতে হয়। অনুমতি না নিলে মনে করে বিনা অনুমতির প্রোগ্রাম। যদিও রাজনৈতিক দলের অনুমতি সব সময় লাগে না। কোনো কোনো ক্ষেত্রে অনুমতি লাগেও।’
পার্টি অফিসে তালা, এটি কবে খোলা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের চিন্তাভাবনা আছে, কথা বলছি। এটা সমাধান হবে।’
এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএনপির আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান।
এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ড. খ. মহিদ উদ্দিন বলেন, ‘বিএনপির একটি প্রতিনিধিদল এসেছিল তাদের ১৬ ডিসেম্বরের কর্মসূচির ব্যাপারে। তারা একটি আবেদনপত্র দিয়ে গেছে। অনুমতির বিষয়ে কথা হয়নি। আমরা আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাব।’
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১৯ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
২০ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
২০ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
২০ দিন আগে