নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের প্রতিশ্রুতিতে ভরসা পাচ্ছে না বিএনপি। তাঁর এই প্রতিশ্রুতির কোন নিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে।
সোমবার দায়িত্ব নেওয়ার পরে প্রথম দিনের অফিস করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব প্রতিশ্রুতি দেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। রাজনৈতিক দলগুলোকে ভোটের মাঠ ছেড়ে না দেওয়ার আহ্বান জানান তিনি।
সিইসির এমন প্রতিশ্রুতি প্রসঙ্গে রিজভী বলেন, ‘আগের প্রধান নির্বাচন কমিশনারও একই কথা বলেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনায় হুদা সাহেব দিনের ভোট রাতে করেছেন। সুতরাং তাঁর (সিইসি) কথারও কোন গ্যারান্টি নেই। এত কাজ তাকে দিয়ে সরকার করিয়েছে যে, তাঁর কাছ থেকে একটি গ্রহণযোগ্য নির্বাচন পাবে জনগণ এটা বিশ্বাস করে না। কারণ তাঁর মাথার ওপর তো হাসিনা আছেন। হাসিনার চিন্তা, চেতনা এবং দর্শনে বহুদলীয় গণতন্ত্র নেই। কাজেই তাঁর অধীনে তিনি কি নির্বাচন করবেন। তিনি তো নির্বাচন করতে পারবেন না।’
রিজভীর ভাষায় নির্দলীয় নিরপেক্ষ সরকারই সুষ্ঠু নির্বাচনের ‘একমাত্র গ্যারান্টি’। তিনি বলেন, ‘নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেই সরকারের অধীনেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এটা দেশের জনগণ বিশ্বাস করে, গবেষকেরা বিশ্বাস করে এবং আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্বাস করে।’
নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির সমালোচনায় রিজভী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমরা দুর্ভিক্ষের পদধ্বনি শুনতে পাই। আমরা একটা কঠিন এবং ঘোর দুর্দিন অতিক্রম করছি। আজকে মানুষের পেটে খাবার নেই, হাহাকার করছে। এত উন্নয়নের গালভরা বুলি তারা আউরিয়েছ অথচ মানুষ সন্তান বিক্রি করছে খাবারের জন্য। তথাকথিত উন্নয়নের নামে তারা লক্ষ কোটি টাকা পাচার করেছে। ক্ষমতাসীন দলের লোকদের টাকার পাহাড় রচিত হয়েছে। বিভিন্ন দেশে তারা সুন্দর-সুন্দর বাড়ি করেছে।’
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের প্রতিশ্রুতিতে ভরসা পাচ্ছে না বিএনপি। তাঁর এই প্রতিশ্রুতির কোন নিশ্চয়তা নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) এই শ্রদ্ধা নিবেদনের আয়োজন করে।
সোমবার দায়িত্ব নেওয়ার পরে প্রথম দিনের অফিস করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব প্রতিশ্রুতি দেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। রাজনৈতিক দলগুলোকে ভোটের মাঠ ছেড়ে না দেওয়ার আহ্বান জানান তিনি।
সিইসির এমন প্রতিশ্রুতি প্রসঙ্গে রিজভী বলেন, ‘আগের প্রধান নির্বাচন কমিশনারও একই কথা বলেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশনায় হুদা সাহেব দিনের ভোট রাতে করেছেন। সুতরাং তাঁর (সিইসি) কথারও কোন গ্যারান্টি নেই। এত কাজ তাকে দিয়ে সরকার করিয়েছে যে, তাঁর কাছ থেকে একটি গ্রহণযোগ্য নির্বাচন পাবে জনগণ এটা বিশ্বাস করে না। কারণ তাঁর মাথার ওপর তো হাসিনা আছেন। হাসিনার চিন্তা, চেতনা এবং দর্শনে বহুদলীয় গণতন্ত্র নেই। কাজেই তাঁর অধীনে তিনি কি নির্বাচন করবেন। তিনি তো নির্বাচন করতে পারবেন না।’
রিজভীর ভাষায় নির্দলীয় নিরপেক্ষ সরকারই সুষ্ঠু নির্বাচনের ‘একমাত্র গ্যারান্টি’। তিনি বলেন, ‘নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেই সরকারের অধীনেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। এটা দেশের জনগণ বিশ্বাস করে, গবেষকেরা বিশ্বাস করে এবং আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্বাস করে।’
নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধির সমালোচনায় রিজভী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আমরা দুর্ভিক্ষের পদধ্বনি শুনতে পাই। আমরা একটা কঠিন এবং ঘোর দুর্দিন অতিক্রম করছি। আজকে মানুষের পেটে খাবার নেই, হাহাকার করছে। এত উন্নয়নের গালভরা বুলি তারা আউরিয়েছ অথচ মানুষ সন্তান বিক্রি করছে খাবারের জন্য। তথাকথিত উন্নয়নের নামে তারা লক্ষ কোটি টাকা পাচার করেছে। ক্ষমতাসীন দলের লোকদের টাকার পাহাড় রচিত হয়েছে। বিভিন্ন দেশে তারা সুন্দর-সুন্দর বাড়ি করেছে।’
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫