চাঁদপুর প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। এই দলের হাত ধরেই দেশের স্বাধীনতা, ভাষার অধিকার, গণতন্ত্রসহ বড় বড় অর্জন আমরা পেয়েছি।’
আজ সোমবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দের পর সাংবাদিকদের প্রতিক্রিয়া জানিয়ে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘যেই দলের নেতৃত্বে আমরা উন্নয়ন এবং বিশ্ব দরবারে মর্যাদার আসন পেয়েছি, সেই দলের প্রার্থী হিসেবে আমি যেই সম্মান এবং সুযোগ পেয়েছি, সে কারণে মহান স্রষ্টার কাছে শুকরিয়া আদায় করছি।’
দীপু মনি আরও বলেন, ‘নির্বাচনী এলাকার জনগণ আস্থা ও বিশ্বাস রেখে আমাকে ভোট দিয়ে বারবার তাঁদের সেবা করার সুযোগ করে দিয়েছেন, যে কারণে আমি চতুর্থবারও নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছি। সেজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের অসংখ্য নেতা-কর্মী এবং আমার নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
জয় সম্পর্কে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি জনগণ নৌকার ওপর আস্থা রেখে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রেখে এবং এই আসনে গত ১৫ বছরে যেই উন্নয়ন পেয়েছে তার ওপরে আস্থা রেখেই তারা নৌকাকে বিজয়ী করবে।’
এ সময় নির্বাচনী এলাকার বিভিন্ন পর্যায়ে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। এই দলের হাত ধরেই দেশের স্বাধীনতা, ভাষার অধিকার, গণতন্ত্রসহ বড় বড় অর্জন আমরা পেয়েছি।’
আজ সোমবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক বরাদ্দের পর সাংবাদিকদের প্রতিক্রিয়া জানিয়ে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘যেই দলের নেতৃত্বে আমরা উন্নয়ন এবং বিশ্ব দরবারে মর্যাদার আসন পেয়েছি, সেই দলের প্রার্থী হিসেবে আমি যেই সম্মান এবং সুযোগ পেয়েছি, সে কারণে মহান স্রষ্টার কাছে শুকরিয়া আদায় করছি।’
দীপু মনি আরও বলেন, ‘নির্বাচনী এলাকার জনগণ আস্থা ও বিশ্বাস রেখে আমাকে ভোট দিয়ে বারবার তাঁদের সেবা করার সুযোগ করে দিয়েছেন, যে কারণে আমি চতুর্থবারও নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছি। সেজন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দলের অসংখ্য নেতা-কর্মী এবং আমার নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
জয় সম্পর্কে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি জনগণ নৌকার ওপর আস্থা রেখে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রেখে এবং এই আসনে গত ১৫ বছরে যেই উন্নয়ন পেয়েছে তার ওপরে আস্থা রেখেই তারা নৌকাকে বিজয়ী করবে।’
এ সময় নির্বাচনী এলাকার বিভিন্ন পর্যায়ে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
২১ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
২২ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
২২ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
২২ দিন আগে