নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মার্কিন সরকার যে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে, তা ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ‘কাঁপন তৈরি করেছে’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে মান্না এ কথা বলেন।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আওয়ামী লীগ এখন পথ খুঁজছে। তারা বিএনপির সঙ্গে আলোচনায় বসতে চায়। বিএনপির সঙ্গে বসে সবকিছু নিষ্পত্তি করতে চায়। কিন্তু কথা বলে পালানোর জায়গা পাবে না, এমন বিবেচনায় সরকারের মন্ত্রীরা বলছেন বিএনপির সঙ্গে বসবেন না।
আওয়ামী লীগের সঙ্গে বসার প্রশ্ন আসে না, এমন মন্তব্য করে মান্না বলেন, ‘কারণ, আমরা চাই তোমরা (সরকারি দলের নেতারা) যাও। দেশ এখন বদলাচ্ছে। পুলিশ এখন বিরোধী দলের সমাবেশ রক্ষা করছে। তা না হলে তারা আমেরিকা যেতে পারবে না।’
সরকার বাংলাদেশকে ইউরোপ-আমেরিকাসহ সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে উল্লেখ করে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ সাংগঠনিক জেলার আহ্বায়ক আবদুস সালাম বলেন, এটি একটি মহাবিপদ সংকেত। পুলিশ, প্রশাসন ও সাংবাদিকদের কোনো দল নেই। কিন্তু সব জায়গায় দলবাজি হয়ে গেছে। কেউ অন্যায় করলে সবার রুখে দাঁড়াতে হবে। আর আগামীতে কে ক্ষমতায় যাবে, তা জনগণের ওপর ছেড়ে দিতে হবে।
বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে দৈনিক নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেনসহ অন্যরা আলোচনায় অংশ নেন।
বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মার্কিন সরকার যে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে, তা ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ‘কাঁপন তৈরি করেছে’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে মান্না এ কথা বলেন।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, আওয়ামী লীগ এখন পথ খুঁজছে। তারা বিএনপির সঙ্গে আলোচনায় বসতে চায়। বিএনপির সঙ্গে বসে সবকিছু নিষ্পত্তি করতে চায়। কিন্তু কথা বলে পালানোর জায়গা পাবে না, এমন বিবেচনায় সরকারের মন্ত্রীরা বলছেন বিএনপির সঙ্গে বসবেন না।
আওয়ামী লীগের সঙ্গে বসার প্রশ্ন আসে না, এমন মন্তব্য করে মান্না বলেন, ‘কারণ, আমরা চাই তোমরা (সরকারি দলের নেতারা) যাও। দেশ এখন বদলাচ্ছে। পুলিশ এখন বিরোধী দলের সমাবেশ রক্ষা করছে। তা না হলে তারা আমেরিকা যেতে পারবে না।’
সরকার বাংলাদেশকে ইউরোপ-আমেরিকাসহ সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে উল্লেখ করে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ সাংগঠনিক জেলার আহ্বায়ক আবদুস সালাম বলেন, এটি একটি মহাবিপদ সংকেত। পুলিশ, প্রশাসন ও সাংবাদিকদের কোনো দল নেই। কিন্তু সব জায়গায় দলবাজি হয়ে গেছে। কেউ অন্যায় করলে সবার রুখে দাঁড়াতে হবে। আর আগামীতে কে ক্ষমতায় যাবে, তা জনগণের ওপর ছেড়ে দিতে হবে।
বিএফইউজে সভাপতি এম আবদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে দৈনিক নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেনসহ অন্যরা আলোচনায় অংশ নেন।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
২০ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
২০ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
২০ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
২০ দিন আগে