নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের মুক্তির লক্ষ্যে সকল দলকে একত্রে আন্দোলনের মাঠে নামতে হবে বলে জানিয়েছেন প্রখ্যাত শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদেরা। এছাড়া বক্তারা বলেছেন, দলীয় সরকার ও ইভিএমে নির্বাচন নয়।
আজ সোমবার পল্টনের কালভার্ট রোডে গণঅধিকার পরিষদের প্রধান কার্যালয়ে আয়োজিত ‘দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে করণীয়’-শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তারা।
আওয়ামী লীগ এমন একটা দল, যারা ক্ষমতায় থাকার জন্য যা করা দরকার তাই করবে জানিয়ে আলোচনায় রাষ্ট্রবিজ্ঞানী দিলারা জামান বলেন, ‘বাংলাদেশ একটা মহাসংকটে আছে। এই সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় একটা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। নির্বাচনী প্রচারণা কিন্তু শুরু হয়ে গেছে। পদ্মাসেতু নিয়ে যে উন্মাদনা তা প্রচারণারই অংশ। তারা নির্বাচন কমিশন ও ইভিএমের ব্যাপারে নিজেদের মতো সবকিছু করছে, কারও মতামতের তোয়াক্কা করছে না। তাই শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন নয়।’
আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজকে আমাদের সবার সমস্যা। একদিকে বন্যা, অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি। মিলিয়ন ডলারের নাকি ব্যবসা হচ্ছে তাহলে টাকাগুলো কার ভল্টে? ধানমন্ডির নাকি বাংলাদেশ ব্যাংকের? শেখ হাসিনাকে এখন মাঠে নামতে হবে। তার নৌকা এখন ডুবি ডুবি। কিন্তু আপনি তো ভয় পান। তাই আপনি চাচ্ছেন ইভিএম। ইলেকট্রনিক ধাপ্পাবাজির মেশিন। আপনি এত উন্নয়ন করেছেন তাহলে ভয়টা কিসের?’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘বর্তমান পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় আমরা যদি ব্যর্থ হই তাহলে আমাদের সার্বভৌমত্ব আগামী দিনে হুমকির মুখে পড়বে। গণতন্ত্রের গতিমুখে ফেরা ছাড়া কোনো পথ খোলা নেই। ৭২ সালের রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে সে লক্ষ্যে পৌঁছানো যাবে না। এর জন্য নতুন রাজনৈতিক চুক্তি প্রয়োজন।’
কবি, কলামিস্ট ও প্রাবন্ধিক ফরহাদ মজহার বলেন, ‘নির্বাচন সর্বস্ব গণতন্ত্রের কোন ভবিষ্যৎ নেই। নির্বাচন হবে কি হবে না তা নিয়ে মাথা ঘামাবেন না। কারণ এটা আপনাদের হাতে নেই। যখন হবে তখন করবেন, না হলে করবেন না। বর্তমান যে সংকট নির্বাচন সেই সংকটের সমাধান নয়। জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে হবে।’
সভাপতির বক্তব্যে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেন, ‘বাংলাদেশের সংকট ৭২ থেকেই শুরু হয়েছে। ৭৩ সাল থেকে ভোটচুরি শুরু হয়েছে, জাতীয় এবং ডাকসু নির্বাচন। কেউ বলছে, এই সরকারের অধীনে নির্বাচনে যাব না, আবার অনেকে বলছে এক চুলও নড়ব না। রাজনৈতিক দলগুলোকে আগে নিজ দলে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করতে হবে। বড় দলগুলোর নিজেদের দলেই গণতন্ত্র নেই। বাংলাদেশের রাজনীতি দেশের রাজনীতিবিদদের হাতে নেই। গণশক্তির উত্থান ঘটাতে হবে।’
গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আবদুল লতিফ মাসুম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্যসচিব মজিবর রহমান মঞ্জুসহ প্রায় ৩০টি রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
দেশের বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের মুক্তির লক্ষ্যে সকল দলকে একত্রে আন্দোলনের মাঠে নামতে হবে বলে জানিয়েছেন প্রখ্যাত শিক্ষক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদেরা। এছাড়া বক্তারা বলেছেন, দলীয় সরকার ও ইভিএমে নির্বাচন নয়।
আজ সোমবার পল্টনের কালভার্ট রোডে গণঅধিকার পরিষদের প্রধান কার্যালয়ে আয়োজিত ‘দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরণে করণীয়’-শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তারা।
আওয়ামী লীগ এমন একটা দল, যারা ক্ষমতায় থাকার জন্য যা করা দরকার তাই করবে জানিয়ে আলোচনায় রাষ্ট্রবিজ্ঞানী দিলারা জামান বলেন, ‘বাংলাদেশ একটা মহাসংকটে আছে। এই সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় একটা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন। নির্বাচনী প্রচারণা কিন্তু শুরু হয়ে গেছে। পদ্মাসেতু নিয়ে যে উন্মাদনা তা প্রচারণারই অংশ। তারা নির্বাচন কমিশন ও ইভিএমের ব্যাপারে নিজেদের মতো সবকিছু করছে, কারও মতামতের তোয়াক্কা করছে না। তাই শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন নয়।’
আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজকে আমাদের সবার সমস্যা। একদিকে বন্যা, অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি। মিলিয়ন ডলারের নাকি ব্যবসা হচ্ছে তাহলে টাকাগুলো কার ভল্টে? ধানমন্ডির নাকি বাংলাদেশ ব্যাংকের? শেখ হাসিনাকে এখন মাঠে নামতে হবে। তার নৌকা এখন ডুবি ডুবি। কিন্তু আপনি তো ভয় পান। তাই আপনি চাচ্ছেন ইভিএম। ইলেকট্রনিক ধাপ্পাবাজির মেশিন। আপনি এত উন্নয়ন করেছেন তাহলে ভয়টা কিসের?’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘বর্তমান পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় আমরা যদি ব্যর্থ হই তাহলে আমাদের সার্বভৌমত্ব আগামী দিনে হুমকির মুখে পড়বে। গণতন্ত্রের গতিমুখে ফেরা ছাড়া কোনো পথ খোলা নেই। ৭২ সালের রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে সে লক্ষ্যে পৌঁছানো যাবে না। এর জন্য নতুন রাজনৈতিক চুক্তি প্রয়োজন।’
কবি, কলামিস্ট ও প্রাবন্ধিক ফরহাদ মজহার বলেন, ‘নির্বাচন সর্বস্ব গণতন্ত্রের কোন ভবিষ্যৎ নেই। নির্বাচন হবে কি হবে না তা নিয়ে মাথা ঘামাবেন না। কারণ এটা আপনাদের হাতে নেই। যখন হবে তখন করবেন, না হলে করবেন না। বর্তমান যে সংকট নির্বাচন সেই সংকটের সমাধান নয়। জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে হবে।’
সভাপতির বক্তব্যে গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেন, ‘বাংলাদেশের সংকট ৭২ থেকেই শুরু হয়েছে। ৭৩ সাল থেকে ভোটচুরি শুরু হয়েছে, জাতীয় এবং ডাকসু নির্বাচন। কেউ বলছে, এই সরকারের অধীনে নির্বাচনে যাব না, আবার অনেকে বলছে এক চুলও নড়ব না। রাজনৈতিক দলগুলোকে আগে নিজ দলে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করতে হবে। বড় দলগুলোর নিজেদের দলেই গণতন্ত্র নেই। বাংলাদেশের রাজনীতি দেশের রাজনীতিবিদদের হাতে নেই। গণশক্তির উত্থান ঘটাতে হবে।’
গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁনের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আবদুল লতিফ মাসুম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, আমার বাংলাদেশ (এবি) পার্টির সদস্যসচিব মজিবর রহমান মঞ্জুসহ প্রায় ৩০টি রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫