নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজনীতি থেকে হৃদয়হীনতা, হিংসা ও সন্ত্রাস দূর করে মানবিকতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘২৮ অক্টোবর রাজনীতিতে হৃদয়হীনতা এবং বর্তমান’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘একটা সময় মিছিলে লগি-বইঠা নিয়ে এসে পিটিয়ে মানুষ হত্যা করা হয়েছে। আর এখন মিছিলে লাঠির মাথায় পতাকা বেঁধে নিয়ে আসা হচ্ছে। এগুলো ভালো লক্ষণ না।’ এর অবসান হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি সরকারবিরোধী আন্দোলনে মিছিলে যাওয়ার কারণে চারজনকে হত্যার পর সরকার মিথ্যা বলেছে বলেও উল্লেখ করে এর নিন্দা জানান মাহমুদুর রহমান মান্না।
মান্না বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে সরকার যে তথ্য দিচ্ছে, তার অনেকটাই মিথ্যা। সরকার এত দিন বলেছে, ৪৩ বিলিয়ন ডলার রিজার্ভ আছে, এখন দেখা যাচ্ছে রিজার্ভ আছে ২৭ বিলিয়ন ডলার।’
সরকারবিরোধীদের সমাবেশে না আসতে বাস, লঞ্চ এগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে দাবি করে মান্না বলেন, এর পরও মানুষের স্রোত ঠেকানো যাচ্ছে না।’
সংবিধানে প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তাকে রাশিয়ান জার সম্রাটের ক্ষমতার সমান উল্লেখ করে তা কমানোর আহ্বানও জানান মান্না।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ শাহজাদা মিয়া বলেন, ‘এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এটা ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেব না।’ ১০ ডিসেম্বর বিএনপি ফরিদপুরে সমাবেশ করবে বলেও জানান শাহজাদা মিয়া।
ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এম নাজমুল হাসান, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনসহ অন্যরা।
রাজনীতি থেকে হৃদয়হীনতা, হিংসা ও সন্ত্রাস দূর করে মানবিকতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘২৮ অক্টোবর রাজনীতিতে হৃদয়হীনতা এবং বর্তমান’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘একটা সময় মিছিলে লগি-বইঠা নিয়ে এসে পিটিয়ে মানুষ হত্যা করা হয়েছে। আর এখন মিছিলে লাঠির মাথায় পতাকা বেঁধে নিয়ে আসা হচ্ছে। এগুলো ভালো লক্ষণ না।’ এর অবসান হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি সরকারবিরোধী আন্দোলনে মিছিলে যাওয়ার কারণে চারজনকে হত্যার পর সরকার মিথ্যা বলেছে বলেও উল্লেখ করে এর নিন্দা জানান মাহমুদুর রহমান মান্না।
মান্না বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে সরকার যে তথ্য দিচ্ছে, তার অনেকটাই মিথ্যা। সরকার এত দিন বলেছে, ৪৩ বিলিয়ন ডলার রিজার্ভ আছে, এখন দেখা যাচ্ছে রিজার্ভ আছে ২৭ বিলিয়ন ডলার।’
সরকারবিরোধীদের সমাবেশে না আসতে বাস, লঞ্চ এগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে দাবি করে মান্না বলেন, এর পরও মানুষের স্রোত ঠেকানো যাচ্ছে না।’
সংবিধানে প্রধানমন্ত্রীকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তাকে রাশিয়ান জার সম্রাটের ক্ষমতার সমান উল্লেখ করে তা কমানোর আহ্বানও জানান মান্না।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ শাহজাদা মিয়া বলেন, ‘এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এটা ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেব না।’ ১০ ডিসেম্বর বিএনপি ফরিদপুরে সমাবেশ করবে বলেও জানান শাহজাদা মিয়া।
ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এম নাজমুল হাসান, বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনসহ অন্যরা।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
২০ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
২০ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
২০ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
২০ দিন আগে