নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপিকে সরকার ঘরের বউয়ের মত পেটাচ্ছে বলে মন্তব্য করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ সোমবার ঢাকার প্রেসক্লাবে বিএনপি নেতা সেলিমা রহমান, বরকত উল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শামা ওবায়েদ ও তাবিথ আওয়ালসহ নেতা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
দেশ বাঁচাও, মানুষ বাঁচাওয়ের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন হবে। যারা এই আইন বাতিল করেছে, তাদেরও বিচার হবে। স্বাধীনতা অর্জনের জন্য যেমন আমরা এক সাগর রক্ত দিয়েছি, প্রয়োজনে আরও রক্ত দেব।’ তিনি বলেন, ‘বিরোধী দল যেন ঘরের বউ, যখন খুশি তখন পেটাও। এর পরিণতি ভালো হবে না।’
বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপি নেতা কর্মীদের এই রক্ত বৃথা যাবে না। নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ হাসিনা বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, তার সরকার নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। কিন্তু এটি সত্যের অপলাপ। একটি মোমবাতি জ্বালানোর অনুষ্ঠানে হামলা চালিয়ে আওয়ামী লীগ সরকার কীভাবে নিরপেক্ষ নির্বাচন করবে, এমন প্রশ্ন রাখেন দুদু। সরকারকে পদত্যাগ করে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি।
বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, যারা বিএনপি নেতা কর্মীদের ওপর এই ন্যক্কারজনক হামলা চালিয়েছে তাদের বিচার করতে হবে। যদি বিচার করা না হয়, তবে জনতার আদালতে হামলাকারীদের বিচার করা হবে।
সমাবেশে যোগ দিয়ে লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান বলেন, নির্যাতন নিপীড়নের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে হামলা চালিয়ে আবার তাদের বিরুদ্ধেই মামলা করা হচ্ছে। ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে একই ঘটনা ঘটছে। ক্ষমতায় না থাকলে অতি উৎসাহী এসব আওয়ামী লীগ নেতা কর্মী ও পুলিশ সদস্যদের পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।
দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন বলেন, এই সমাবেশে আরও অনেক বিএনপি নেতার আসার কথা ছিল। কিন্তু এই নিশি রাতের সরকার তাদের আটকে রেখেছে। এই নির্যাতন, নিপীড়ন বন্ধ ও হামলাকারীদের বিচার করতে হবে।
বিএনপিকে সরকার ঘরের বউয়ের মত পেটাচ্ছে বলে মন্তব্য করলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ সোমবার ঢাকার প্রেসক্লাবে বিএনপি নেতা সেলিমা রহমান, বরকত উল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শামা ওবায়েদ ও তাবিথ আওয়ালসহ নেতা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
দেশ বাঁচাও, মানুষ বাঁচাওয়ের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন হবে। যারা এই আইন বাতিল করেছে, তাদেরও বিচার হবে। স্বাধীনতা অর্জনের জন্য যেমন আমরা এক সাগর রক্ত দিয়েছি, প্রয়োজনে আরও রক্ত দেব।’ তিনি বলেন, ‘বিরোধী দল যেন ঘরের বউ, যখন খুশি তখন পেটাও। এর পরিণতি ভালো হবে না।’
বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপি নেতা কর্মীদের এই রক্ত বৃথা যাবে না। নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ হাসিনা বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, তার সরকার নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। কিন্তু এটি সত্যের অপলাপ। একটি মোমবাতি জ্বালানোর অনুষ্ঠানে হামলা চালিয়ে আওয়ামী লীগ সরকার কীভাবে নিরপেক্ষ নির্বাচন করবে, এমন প্রশ্ন রাখেন দুদু। সরকারকে পদত্যাগ করে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি।
বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, যারা বিএনপি নেতা কর্মীদের ওপর এই ন্যক্কারজনক হামলা চালিয়েছে তাদের বিচার করতে হবে। যদি বিচার করা না হয়, তবে জনতার আদালতে হামলাকারীদের বিচার করা হবে।
সমাবেশে যোগ দিয়ে লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান বলেন, নির্যাতন নিপীড়নের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে হামলা চালিয়ে আবার তাদের বিরুদ্ধেই মামলা করা হচ্ছে। ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে একই ঘটনা ঘটছে। ক্ষমতায় না থাকলে অতি উৎসাহী এসব আওয়ামী লীগ নেতা কর্মী ও পুলিশ সদস্যদের পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।
দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন বলেন, এই সমাবেশে আরও অনেক বিএনপি নেতার আসার কথা ছিল। কিন্তু এই নিশি রাতের সরকার তাদের আটকে রেখেছে। এই নির্যাতন, নিপীড়ন বন্ধ ও হামলাকারীদের বিচার করতে হবে।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫