Ajker Patrika

কে প্রার্থী, হু কেয়ারস: শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ১৯: ২১
কে প্রার্থী, হু কেয়ারস: শামীম ওসমান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) মেয়র নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান।

আজ সোমবার শহরের চাষাঢ়া এলাকায় সংবাদ সম্মেলন করেছেন তিনি। নাসিক নির্বাচন প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘কে প্রার্থী, হু কেয়ারস; কলা গাছ না আম গাছ—সেটা দেখব না।’

সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, শেখ মুজিবের ঘাঁটি—এখানে অন্য খেলার সুযোগ নেই। কে প্রার্থী, হু কেয়ারস; কলা গাছ না আম গাছ—সেটা দেখব না।’

শামীম ওসমান বলেন, ‘আমাদের দেখার বিষয় আমাদের এটা স্বাধীনতার নৌকা, শেখ হাসিনার নৌকা, বঙ্গবন্ধু শেখ মুজিবের নৌকা, আওয়ামী লীগের নৌকা। এই নৌকার বাইরে যাওয়া, আমরা যাঁরা আওয়ামী লীগকে ভালোবাসি, তাঁদের যাওয়ার সুযোগ নেই।’ 

সংবাদ সম্মেলনে নেতা-কর্মীরা তাঁর সঙ্গেই ছিলেন। শামীম ওসমান বলেন, ‘আমি বিস্মিত হই, আমি কেন সব সময় সাবজেক্ট হই। মাত্র সোয়া ৫ লাখ ভোটারের ছোট্ট একটা এলাকা, সেখানে আমাকে নিয়ে কথা। গরিবের বউ যেমন সবার ভাবি, আমার অবস্থা তেমন। সবাই আমারে নিয়েই টানে।’  

সংবাদ সম্মেলনের একপর্যায়ে শামীম ওসমান বলেন, ‘আমার জীবনের সবচেয়ে কষ্টের প্রেস কনফারেন্স এটি।’ 

শামীম ওসমান বলেন, ‘এই নারায়ণগঞ্জে যখন সাম্প্রদায়িক হামলা হয়, মন্দিরে হামলা হয়, মারামারি হয়, তখন কাউকে পাওয়া যায় না। আমাদের ছেলেদেরই নামতে হয়। সব অন্যায়ের বিরুদ্ধে আমার ছেলেরা নামে। নির্বাচন ভালোবাসা দিয়ে হয়, ধমক দিয়ে হয় না। জনগণের কাছে আমাদের যেতে হবে।’  

শামীম বলেন, ‘আমি সব রাগ অভিমান রেখে যেখানে যাওয়ার, সেখানে সেখানে গিয়েছি। কিন্তু আমিও তো মানুষ, আমি তো রোবট না। আমারও তো খারাপ লাগতে পারে।’ তিনি বলেন, ‘আমি নাম বলব না; কিন্তু তাঁকে বলব আল্লাহর কাছে ক্ষমা চান।’

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত