নিজস্ব প্রতিবেদক
ঢাকা: করোনার দ্বিতীয় ডোজের ভ্যাকসিনও সময়মত সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ'র কর্মকর্তাদের সাথে ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় মন্ত্রী একথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, আপনারা শেখ হাসিনার ওপর আস্থা রাখুন, তিনি তার দক্ষ ও মানবিক নেতৃত্বের মাধ্যমে প্রথম ডোজের মতো দ্বিতীয় ডোজের টিকাও সময়মতো সংগ্রহ করতে পারবেন।
ভ্যাকসিন সংগ্রহে সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার কোন ঘাটতি নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ভারতের সাথে আমাদের চুক্তি ছিল। কিন্তু তারা এখন নিজেরাই সংকটে আছে। তারা এখন সরবরাহ করতে পারছে না। তাই বলে আমরা বসে থাকবো এটা এমন নয়। আমরা এখন বিকল্প দেশ থেকে টিকা সংগ্রহের চেষ্টা করছি। রাশিয়া ও চীন থেকে আমদানির সিদ্ধান্ত নিয়েছি। আর আমেরিকার সাথেও যোগাযোগ করা হচ্ছে। যারা প্রথম ডোজে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন। দ্বিতীয় ডোজেও যাতে তাদের একই টিকা দেওয়া যায় সেই ব্যাপারে সরকার প্রস্তুত আছে।
যারা ভ্যাকসিন নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে প্রকৃতপক্ষে তাদের মনের কথা হচ্ছে বাংলাদেশ যেন ভ্যাকসিন না পায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা দেশ ও জনগণের স্বার্থের পরিপন্থী বক্তব্য এবং কাজে সিদ্ধহস্ত, যা এরইমধ্যে প্রমাণিত।
ভ্যাকসিন নিলে এন্টিবডি হয়,তাই মাস্ক ও স্বাস্থ্যবিধি মানতে হবে না, এসব কথা যারা ভাবেন তারা বোকার স্বর্গে বাস করছেন বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, দলমত নির্বিশেষে সংক্রমণ রোধে সর্বোচ্চ মনোযোগী হই,ঘরে ঘরে সমালোচনার পরিবর্তে সচেতনতা দুর্গ গড়ে তুলি।
শেখ হাসিনা সরকারের শেকড় এদেশের মাটির অনেক গভীরে জানিয়ে সেতুমন্ত্রী বলেন এদেশে সরকারের জনভিত্তি ঠিকই আছে,তবে গত একযুগ ধরে বিএনপির নানান আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার মধ্যদিয়ে জনগণ প্রমাণ করে দিয়েছে তারা প্রকৃতপক্ষে জনবিচ্ছিন্ন। বিএনপির রাজনীতির শেকড় বাংলাদেশের মাটির গভীরে নয়,অন্য কোথাও।
আলেম ওলামা ও বিএনপির কাউকে গ্রেপ্তার করা হয়নি
কোন আলেম ওলামাদেরতো নই,এমনকি বিএনপির কোন নেতাদেরও গ্রেপ্তার করেনি সরকার উল্লেখ করে মন্ত্রী বলেন যারা আগুন, সন্ত্রাসের সাথে জড়িত তাদের ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ভিডিও দেখে আইন প্রয়োগকারী সংস্থা অপরাধীদের গ্রেপ্তার করেছে। এখানে কল্পকাহিনী তৈরির কোন সুযোগ নেই।
ওবায়দুল কাদের মনে করেন ঢাকা, হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্য দিবালোকে যেভাবে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে তা এখন দিবালোকের মত স্পষ্ট। বিভিন্ন বক্তৃতা, বিবৃতির মাধ্যমে সন্ত্রাসীদের বাঁচাতে বিএনপিই মনগড়া কল্পকাহিনি তৈরির অপপ্রয়াস চালাচ্ছে।
১৫ আগস্ট, ৩ নভেম্বর, তথাকথিত ৭ নভেম্বর এবং ২১ আগস্ট মত অবস্থা তৈরি করে চক্রান্তের পথে ক্ষমতায় যাওয়ার দিন শেষ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন ক্ষমতায় যেতে হলে নির্বাচনের বিকল্প নেই, তাই আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সড়ক পরিবহন মন্ত্রী চট্টগ্রাম -কক্সবাজার সড়ক চার লেনে উন্নিত করতে সংশ্লিষ্টদের যতদ্রুত সম্ভব কাজ শুরু করারও আহ্বান জানান। তিনি পার্বত্য চট্টগ্রামের সড়কগুলোতেও গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন।
ঢাকা: করোনার দ্বিতীয় ডোজের ভ্যাকসিনও সময়মত সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ'র কর্মকর্তাদের সাথে ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় মন্ত্রী একথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, আপনারা শেখ হাসিনার ওপর আস্থা রাখুন, তিনি তার দক্ষ ও মানবিক নেতৃত্বের মাধ্যমে প্রথম ডোজের মতো দ্বিতীয় ডোজের টিকাও সময়মতো সংগ্রহ করতে পারবেন।
ভ্যাকসিন সংগ্রহে সরকারের সদিচ্ছা ও আন্তরিকতার কোন ঘাটতি নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ভারতের সাথে আমাদের চুক্তি ছিল। কিন্তু তারা এখন নিজেরাই সংকটে আছে। তারা এখন সরবরাহ করতে পারছে না। তাই বলে আমরা বসে থাকবো এটা এমন নয়। আমরা এখন বিকল্প দেশ থেকে টিকা সংগ্রহের চেষ্টা করছি। রাশিয়া ও চীন থেকে আমদানির সিদ্ধান্ত নিয়েছি। আর আমেরিকার সাথেও যোগাযোগ করা হচ্ছে। যারা প্রথম ডোজে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন। দ্বিতীয় ডোজেও যাতে তাদের একই টিকা দেওয়া যায় সেই ব্যাপারে সরকার প্রস্তুত আছে।
যারা ভ্যাকসিন নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে প্রকৃতপক্ষে তাদের মনের কথা হচ্ছে বাংলাদেশ যেন ভ্যাকসিন না পায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তারা দেশ ও জনগণের স্বার্থের পরিপন্থী বক্তব্য এবং কাজে সিদ্ধহস্ত, যা এরইমধ্যে প্রমাণিত।
ভ্যাকসিন নিলে এন্টিবডি হয়,তাই মাস্ক ও স্বাস্থ্যবিধি মানতে হবে না, এসব কথা যারা ভাবেন তারা বোকার স্বর্গে বাস করছেন বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, দলমত নির্বিশেষে সংক্রমণ রোধে সর্বোচ্চ মনোযোগী হই,ঘরে ঘরে সমালোচনার পরিবর্তে সচেতনতা দুর্গ গড়ে তুলি।
শেখ হাসিনা সরকারের শেকড় এদেশের মাটির অনেক গভীরে জানিয়ে সেতুমন্ত্রী বলেন এদেশে সরকারের জনভিত্তি ঠিকই আছে,তবে গত একযুগ ধরে বিএনপির নানান আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার মধ্যদিয়ে জনগণ প্রমাণ করে দিয়েছে তারা প্রকৃতপক্ষে জনবিচ্ছিন্ন। বিএনপির রাজনীতির শেকড় বাংলাদেশের মাটির গভীরে নয়,অন্য কোথাও।
আলেম ওলামা ও বিএনপির কাউকে গ্রেপ্তার করা হয়নি
কোন আলেম ওলামাদেরতো নই,এমনকি বিএনপির কোন নেতাদেরও গ্রেপ্তার করেনি সরকার উল্লেখ করে মন্ত্রী বলেন যারা আগুন, সন্ত্রাসের সাথে জড়িত তাদের ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ভিডিও দেখে আইন প্রয়োগকারী সংস্থা অপরাধীদের গ্রেপ্তার করেছে। এখানে কল্পকাহিনী তৈরির কোন সুযোগ নেই।
ওবায়দুল কাদের মনে করেন ঢাকা, হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে প্রকাশ্য দিবালোকে যেভাবে নারকীয় তাণ্ডব চালানো হয়েছে তা এখন দিবালোকের মত স্পষ্ট। বিভিন্ন বক্তৃতা, বিবৃতির মাধ্যমে সন্ত্রাসীদের বাঁচাতে বিএনপিই মনগড়া কল্পকাহিনি তৈরির অপপ্রয়াস চালাচ্ছে।
১৫ আগস্ট, ৩ নভেম্বর, তথাকথিত ৭ নভেম্বর এবং ২১ আগস্ট মত অবস্থা তৈরি করে চক্রান্তের পথে ক্ষমতায় যাওয়ার দিন শেষ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন ক্ষমতায় যেতে হলে নির্বাচনের বিকল্প নেই, তাই আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সড়ক পরিবহন মন্ত্রী চট্টগ্রাম -কক্সবাজার সড়ক চার লেনে উন্নিত করতে সংশ্লিষ্টদের যতদ্রুত সম্ভব কাজ শুরু করারও আহ্বান জানান। তিনি পার্বত্য চট্টগ্রামের সড়কগুলোতেও গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫