ঢাবি প্রতিনিধি
জ্বালানি তেলের দাম ও বাসভাড়া কমানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করে আটটি বামপন্থী ছাত্রসংগঠন। পরে পুলিশের অনুরোধে অবস্থান কর্মসূচি সমাপ্ত করে তাঁরা।
আজ মঙ্গলবার দুপুরের রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় সংগঠনগুলো। এর আগে বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বে না বলে ঘোষণা দেয় সংগঠনগুলো।
এ সময় শাহবাগ থানা-পুলিশ আন্দোলনকারীদের জনদুর্ভোগের কথা বিবেচনা করে অবস্থান কর্মসূচি সমাপ্ত করতে অনুরোধ জানায়। বেলা পৌনে ১টায় অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে শাহবাগ মোড় ছেড়ে যান আন্দোলনকারীরা।
সমাপনী বক্তব্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশন (গণসংহতি) সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘বর্তমান বাংলাদেশে তেলের রাজনীতি চলে। যাঁরা গত বারো বছর ক্ষমতায় আছেন, তাঁরা ক্ষমতাকে প্রশ্ন করছেন না, তেলবাজি করছেন। আজকের সরকার, সিন্ডিকেট, পরিবহনমালিকেরা তেলের রাজনীতিতে জিতে যান। আর হেরে যায় অসহায় সাধারণ জনগণ। আজকে আমরা যেই দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি তা শুধু আমাদের দাবি নয়, বাংলাদেশের ষোলো কোটি মানুষের দাবি। এটি চোর-বাটপারদের দাবি নয়, কারণ তেল-গ্যাস-বাসভাড়া বৃদ্ধি পেলে তাঁদের কোনো ক্ষতি নেই। কারণ, তাঁরা এর মাধ্যমে নিজেদের পকেট ভারী করছে।’
গোলাম মোস্তফা আরও বলেন, ‘বাংলাদেশকে রক্ষা করতে হলে এই দেশের ছাত্র-তরুণদের এই দেশ রক্ষা করতে হবে, এই মূল্য বৃদ্ধিকে রুখে দিতে হবে, এক টাকাও বাড়তি ভাড়া জনগণ দেবে না। জ্বালানি তেলে ও বাসভাড়া না কমানো পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা যখন সাধারণ মানুষের জন্য আন্দোলন করছি তখন পুলিশ বারবার আমাদের সরে যেতে বলেছেন। যতক্ষণ পর্যন্ত গণবিরোধী সিদ্ধান্ত থাকবে তত দিন আমাদের আন্দোলন চলবে।’
এই বক্তব্যের পর গোলাম মোস্তফা অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
এ সময় আরও বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি শুভাশীষ চাকমা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মঈন উদ্দিন, বিপ্লবী ছাত্র মৈত্রীর ইকবাল কবীর প্রমুখ।
জ্বালানি তেলের দাম ও বাসভাড়া কমানোর দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করে আটটি বামপন্থী ছাত্রসংগঠন। পরে পুলিশের অনুরোধে অবস্থান কর্মসূচি সমাপ্ত করে তাঁরা।
আজ মঙ্গলবার দুপুরের রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় সংগঠনগুলো। এর আগে বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ ছাড়বে না বলে ঘোষণা দেয় সংগঠনগুলো।
এ সময় শাহবাগ থানা-পুলিশ আন্দোলনকারীদের জনদুর্ভোগের কথা বিবেচনা করে অবস্থান কর্মসূচি সমাপ্ত করতে অনুরোধ জানায়। বেলা পৌনে ১টায় অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে শাহবাগ মোড় ছেড়ে যান আন্দোলনকারীরা।
সমাপনী বক্তব্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশন (গণসংহতি) সভাপতি গোলাম মোস্তফা বলেন, ‘বর্তমান বাংলাদেশে তেলের রাজনীতি চলে। যাঁরা গত বারো বছর ক্ষমতায় আছেন, তাঁরা ক্ষমতাকে প্রশ্ন করছেন না, তেলবাজি করছেন। আজকের সরকার, সিন্ডিকেট, পরিবহনমালিকেরা তেলের রাজনীতিতে জিতে যান। আর হেরে যায় অসহায় সাধারণ জনগণ। আজকে আমরা যেই দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি তা শুধু আমাদের দাবি নয়, বাংলাদেশের ষোলো কোটি মানুষের দাবি। এটি চোর-বাটপারদের দাবি নয়, কারণ তেল-গ্যাস-বাসভাড়া বৃদ্ধি পেলে তাঁদের কোনো ক্ষতি নেই। কারণ, তাঁরা এর মাধ্যমে নিজেদের পকেট ভারী করছে।’
গোলাম মোস্তফা আরও বলেন, ‘বাংলাদেশকে রক্ষা করতে হলে এই দেশের ছাত্র-তরুণদের এই দেশ রক্ষা করতে হবে, এই মূল্য বৃদ্ধিকে রুখে দিতে হবে, এক টাকাও বাড়তি ভাড়া জনগণ দেবে না। জ্বালানি তেলে ও বাসভাড়া না কমানো পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা যখন সাধারণ মানুষের জন্য আন্দোলন করছি তখন পুলিশ বারবার আমাদের সরে যেতে বলেছেন। যতক্ষণ পর্যন্ত গণবিরোধী সিদ্ধান্ত থাকবে তত দিন আমাদের আন্দোলন চলবে।’
এই বক্তব্যের পর গোলাম মোস্তফা অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।
এ সময় আরও বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি শুভাশীষ চাকমা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মঈন উদ্দিন, বিপ্লবী ছাত্র মৈত্রীর ইকবাল কবীর প্রমুখ।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
২১ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
২১ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
২১ দিন আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
২১ দিন আগে