নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চলমান কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার (২ এপ্রিল) রাজধানীতে গণ অনশন করবে বিএনপি। আজ বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন। এর আগে বিএনপির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, আগামী শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গণ অনশন কর্মসূচি পালন করার কথা রয়েছে। তবে এই স্থানের বিষয়টি কর্তৃপক্ষের অনুমতির ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত এক মাসব্যাপী বিএনপির যে কর্মসূচি ছিল, তারই অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হবে।
দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে—প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘এটা তাঁরা নিয়মিত বলেন। তাঁদের কাছে সহনীয়, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে সহনীয় নয়।’
গত এক মাস ধরে যে কর্মসূচি পালন করেছেন, তাতে সরকারের দিক থেকে কোনো পরিবর্তন দেখছেন কী না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, না সরকারের দিক থেকে কোন পরিবর্তন নেই। তাঁদের চামড়া গন্ডারের মতো।
আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, মূলত নির্দলীয় সরকার ছাড়া এই সমস্যার কোনো সমাধান হবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পর সকল গণতান্ত্রিক শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। এর মধ্য দিয়েই সমস্যার সমাধান হবে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চলমান কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার (২ এপ্রিল) রাজধানীতে গণ অনশন করবে বিএনপি। আজ বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন। এর আগে বিএনপির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, আগামী শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গণ অনশন কর্মসূচি পালন করার কথা রয়েছে। তবে এই স্থানের বিষয়টি কর্তৃপক্ষের অনুমতির ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত এক মাসব্যাপী বিএনপির যে কর্মসূচি ছিল, তারই অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হবে।
দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে—প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘এটা তাঁরা নিয়মিত বলেন। তাঁদের কাছে সহনীয়, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে সহনীয় নয়।’
গত এক মাস ধরে যে কর্মসূচি পালন করেছেন, তাতে সরকারের দিক থেকে কোনো পরিবর্তন দেখছেন কী না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, না সরকারের দিক থেকে কোন পরিবর্তন নেই। তাঁদের চামড়া গন্ডারের মতো।
আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, মূলত নির্দলীয় সরকার ছাড়া এই সমস্যার কোনো সমাধান হবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পর সকল গণতান্ত্রিক শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। এর মধ্য দিয়েই সমস্যার সমাধান হবে।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫