নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় পতাকা উত্তোলন করে এবং পায়রা উড়িয়ে আওয়ামী লীগের ২২তম সম্মেলনের উদ্বোধন করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন দলটির প্রধান। এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে সমাবেশস্থলে এসে পৌঁছান তিনি। এ সময় মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয় ওঠে পুরো সমাবেশস্থল।
সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে কাউন্সিলর, ডেলিগেট, সম্মানিত অতিথি ও নেতা–কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল নিয়ে আসতে শুরু করেন।
সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই নেতা–কর্মীরা সমাবেশস্থলে জড়ো হয়েছেন। সোহরাওয়ার্দী উদ্যানমুখী সড়কগুলো দলীয় নেতা–কর্মীদের মিছিলে স্লোগানমুখর হয়ে উঠেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতা–কর্মীরা সমাবেশস্থলকে স্লোগানমুখর করে তুলেছেন। সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা গেছে।
গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশে রমনা কালীমন্দিরমুখী করে সম্মেলন মঞ্চ করা হয়। পদ্মা সেতু ও নৌকার আদলে ৮২ ফুট দৈর্ঘ্য এবং ৪৪ ফুট প্রস্থের এই মঞ্চে আছে ১২০ জনের আসন।
দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাত হাজার কাউন্সিলর যোগ দিচ্ছেন সম্মেলনে। তাঁদেরই ভোট দিয়ে তিন বছরের জন্য দলের নেতৃত্ব নির্ধারণ করার কথা। এবার থাকছেন না কোনো বিদেশি অতিথি। তবে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের আমন্ত্রণ জানানো হয়েছে।
আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মীদের পদচারণায় পুরো এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জাতীয় পতাকা উত্তোলন করে এবং পায়রা উড়িয়ে আওয়ামী লীগের ২২তম সম্মেলনের উদ্বোধন করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন দলটির প্রধান। এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে সমাবেশস্থলে এসে পৌঁছান তিনি। এ সময় মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয় ওঠে পুরো সমাবেশস্থল।
সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে কাউন্সিলর, ডেলিগেট, সম্মানিত অতিথি ও নেতা–কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল নিয়ে আসতে শুরু করেন।
সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই নেতা–কর্মীরা সমাবেশস্থলে জড়ো হয়েছেন। সোহরাওয়ার্দী উদ্যানমুখী সড়কগুলো দলীয় নেতা–কর্মীদের মিছিলে স্লোগানমুখর হয়ে উঠেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতা–কর্মীরা সমাবেশস্থলকে স্লোগানমুখর করে তুলেছেন। সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা গেছে।
গতকাল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের পাশে রমনা কালীমন্দিরমুখী করে সম্মেলন মঞ্চ করা হয়। পদ্মা সেতু ও নৌকার আদলে ৮২ ফুট দৈর্ঘ্য এবং ৪৪ ফুট প্রস্থের এই মঞ্চে আছে ১২০ জনের আসন।
দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাত হাজার কাউন্সিলর যোগ দিচ্ছেন সম্মেলনে। তাঁদেরই ভোট দিয়ে তিন বছরের জন্য দলের নেতৃত্ব নির্ধারণ করার কথা। এবার থাকছেন না কোনো বিদেশি অতিথি। তবে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের আমন্ত্রণ জানানো হয়েছে।
আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মীদের পদচারণায় পুরো এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানসহ আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫