নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একজন জননেতা, রাজনীতিক, মানুষ ও সহযোদ্ধা হিসেবে জননন্দিত হয়েছেন জাতীয় পার্টির (জাপা) সদ্যপ্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। দেশ ও জাতীর স্বার্থে নিবেদিতপ্রাণ এই মানুষকে সবাই অন্তরের অন্তস্তল থেকে গ্রহণ করেছেন বলেও মন্তব্য করেছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের।
আজ শুক্রবার বেলা ৩টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় পার্টির সদ্যপ্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।
জি এম কাদের বলেন, ‘রাজনীতি ও দেশপ্রেমে বাবলু কতটা নিবেদিত, কর্মিবান্ধব ছিলেন, এটা এখানকার মানুষের উপস্থিতি দেখলেই বোঝা যায়। মাত্র কয়েক দিনের নোটিশে দেশের নানা প্রান্ত থেকে আসা এত এত মানুষের ভালোবাসা এমনি এমনি অর্জন হয় নাই। এত এত মানুষ দেখে এই স্মরণ ও শোকসভার দিনেও আমি আনন্দিত।’
স্মরণসভায় জিয়াউদ্দিন বাবলুর স্মৃতিচারণ করেন সভার বিশেষ অতিথি বিরোধীদলীয় চিফ হুইপ ও সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান সালমা ইসলাম, মজিবুল হক চুন্নু, সৈয়দ আবু হোসাইন বাবলা, কাজী ফিরোজ রশীদ ও এ বি এম রুহুল আমীন হাওলাদার।
আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তফা, রেজাউল ইসলাম, শামীম হায়দার পাটোয়ারী, এ টি এম তাজউদ্দীন আহমেদ, লিয়াকত হোসেন খোকা ও মীর আব্দুস সবুর। স্মরণসভা শেষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ক্বারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী মোনাজাতের মাধ্যমে জিয়াউদ্দিন বাবলুর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
একজন জননেতা, রাজনীতিক, মানুষ ও সহযোদ্ধা হিসেবে জননন্দিত হয়েছেন জাতীয় পার্টির (জাপা) সদ্যপ্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। দেশ ও জাতীর স্বার্থে নিবেদিতপ্রাণ এই মানুষকে সবাই অন্তরের অন্তস্তল থেকে গ্রহণ করেছেন বলেও মন্তব্য করেছেন জাপা চেয়ারম্যান জি এম কাদের।
আজ শুক্রবার বেলা ৩টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় পার্টির সদ্যপ্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।
জি এম কাদের বলেন, ‘রাজনীতি ও দেশপ্রেমে বাবলু কতটা নিবেদিত, কর্মিবান্ধব ছিলেন, এটা এখানকার মানুষের উপস্থিতি দেখলেই বোঝা যায়। মাত্র কয়েক দিনের নোটিশে দেশের নানা প্রান্ত থেকে আসা এত এত মানুষের ভালোবাসা এমনি এমনি অর্জন হয় নাই। এত এত মানুষ দেখে এই স্মরণ ও শোকসভার দিনেও আমি আনন্দিত।’
স্মরণসভায় জিয়াউদ্দিন বাবলুর স্মৃতিচারণ করেন সভার বিশেষ অতিথি বিরোধীদলীয় চিফ হুইপ ও সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান সালমা ইসলাম, মজিবুল হক চুন্নু, সৈয়দ আবু হোসাইন বাবলা, কাজী ফিরোজ রশীদ ও এ বি এম রুহুল আমীন হাওলাদার।
আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তফা, রেজাউল ইসলাম, শামীম হায়দার পাটোয়ারী, এ টি এম তাজউদ্দীন আহমেদ, লিয়াকত হোসেন খোকা ও মীর আব্দুস সবুর। স্মরণসভা শেষে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ক্বারি মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী মোনাজাতের মাধ্যমে জিয়াউদ্দিন বাবলুর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
২৫ দিন আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫