নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস বলেছেন, ‘গো অ্যাহেড’ কমান্ডের মাধ্যমে জিয়াউর রহমান সরাসরি বঙ্গবন্ধুকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। আজ বুধবার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বংশাল থানা আওয়ামী লীগ আয়োজিত দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলে ডিএসসিসির মেয়র এমনটি বলেন।
তাপস বলেন, ‘খুনি কর্নেল রশিদ, ফারুক রহমান কুমিল্লায় গিয়ে মোশতাকের সঙ্গে মিলে এই ষড়যন্ত্র করেছিল। তারপর ১৯৭৫ সালের মার্চে সেনানিবাসে জিয়াউর রহমানের বাসায় গিয়ে এই কাজে তাঁকে সম্পৃক্ত করে। জিয়াউর রহমান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েও সেদিন হত্যাকারীদের বলেছিলেন 'গো অ্যাহেড'। এই নির্দেশেই বোঝা যায় তিনি বঙ্গবন্ধু হত্যায় সরাসরি যুক্ত ছিলেন।’
মেয়র বলেন, ‘জিয়াউর রহমানের সামগ্রিক কর্মকাণ্ড প্রমাণ করে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে তিনি সরাসরি যুক্ত। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তিনি যখন জানতে পারলেন, তাঁর অধস্তন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে হত্যার ষড়যন্ত্র করছে তখন তাঁর দায়িত্ব ছিল মার্শাল ল কোর্টে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু জিয়াউর রহমান সেটা নেননি। বরং সেই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হন।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘জিয়া মুক্তিযোদ্ধার খোলসে মূলত পাকিস্তানের একজন এজেন্ট ছিল, তা প্রমাণিত। একজন মুক্তিযোদ্ধা কখনো রাজাকার, আলবদরদের নিয়ে সরকার গঠন করতে পারে না। তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে পারে না।’
অনুষ্ঠানে বংশাল থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন বাদল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক আক্তার হেসেন, কৃষিবিষয়ক সম্পাদক আবদুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস বলেছেন, ‘গো অ্যাহেড’ কমান্ডের মাধ্যমে জিয়াউর রহমান সরাসরি বঙ্গবন্ধুকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। আজ বুধবার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বংশাল থানা আওয়ামী লীগ আয়োজিত দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলে ডিএসসিসির মেয়র এমনটি বলেন।
তাপস বলেন, ‘খুনি কর্নেল রশিদ, ফারুক রহমান কুমিল্লায় গিয়ে মোশতাকের সঙ্গে মিলে এই ষড়যন্ত্র করেছিল। তারপর ১৯৭৫ সালের মার্চে সেনানিবাসে জিয়াউর রহমানের বাসায় গিয়ে এই কাজে তাঁকে সম্পৃক্ত করে। জিয়াউর রহমান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েও সেদিন হত্যাকারীদের বলেছিলেন 'গো অ্যাহেড'। এই নির্দেশেই বোঝা যায় তিনি বঙ্গবন্ধু হত্যায় সরাসরি যুক্ত ছিলেন।’
মেয়র বলেন, ‘জিয়াউর রহমানের সামগ্রিক কর্মকাণ্ড প্রমাণ করে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে তিনি সরাসরি যুক্ত। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তিনি যখন জানতে পারলেন, তাঁর অধস্তন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে হত্যার ষড়যন্ত্র করছে তখন তাঁর দায়িত্ব ছিল মার্শাল ল কোর্টে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু জিয়াউর রহমান সেটা নেননি। বরং সেই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হন।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘জিয়া মুক্তিযোদ্ধার খোলসে মূলত পাকিস্তানের একজন এজেন্ট ছিল, তা প্রমাণিত। একজন মুক্তিযোদ্ধা কখনো রাজাকার, আলবদরদের নিয়ে সরকার গঠন করতে পারে না। তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে পারে না।’
অনুষ্ঠানে বংশাল থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন বাদল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক আক্তার হেসেন, কৃষিবিষয়ক সম্পাদক আবদুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার বাজারে আসছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন নকশার এই ব্যাংক নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকেও পাওয়া যাবে।
১২ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১১ আগস্ট ২০২৫ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১১ আগস্ট ২০২৫বাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১১ আগস্ট ২০২৫