Ajker Patrika

জিয়া সরাসরি বঙ্গবন্ধুকে হত্যার নির্দেশ দিয়েছিলেন: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিয়া সরাসরি বঙ্গবন্ধুকে হত্যার নির্দেশ দিয়েছিলেন: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস বলেছেন, ‘গো অ্যাহেড’ কমান্ডের মাধ্যমে জিয়াউর রহমান সরাসরি বঙ্গবন্ধুকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। আজ বুধবার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বংশাল থানা আওয়ামী লীগ আয়োজিত দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলে ডিএসসিসির মেয়র এমনটি বলেন। 

তাপস বলেন, ‘খুনি কর্নেল রশিদ, ফারুক রহমান কুমিল্লায় গিয়ে মোশতাকের সঙ্গে মিলে এই ষড়যন্ত্র করেছিল। তারপর ১৯৭৫ সালের মার্চে সেনানিবাসে জিয়াউর রহমানের বাসায় গিয়ে এই কাজে তাঁকে সম্পৃক্ত করে। জিয়াউর রহমান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হয়েও সেদিন হত্যাকারীদের বলেছিলেন 'গো অ্যাহেড'। এই নির্দেশেই বোঝা যায় তিনি বঙ্গবন্ধু হত্যায় সরাসরি যুক্ত ছিলেন।’ 

মেয়র বলেন, ‘জিয়াউর রহমানের সামগ্রিক কর্মকাণ্ড প্রমাণ করে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে তিনি সরাসরি যুক্ত। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে তিনি যখন জানতে পারলেন, তাঁর অধস্তন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে হত্যার ষড়যন্ত্র করছে তখন তাঁর দায়িত্ব ছিল মার্শাল ল কোর্টে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু জিয়াউর রহমান সেটা নেননি। বরং সেই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হন।’ 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘জিয়া মুক্তিযোদ্ধার খোলসে মূলত পাকিস্তানের একজন এজেন্ট ছিল, তা প্রমাণিত। একজন মুক্তিযোদ্ধা কখনো রাজাকার, আলবদরদের নিয়ে সরকার গঠন করতে পারে না। তাদেরকে রাজনীতি করার সুযোগ দিতে পারে না।’

অনুষ্ঠানে বংশাল থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন বাদল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, সাংগঠনিক সম্পাদক আক্তার হেসেন, কৃষিবিষয়ক সম্পাদক আবদুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত