Ajker Patrika

ওবায়দুল কাদেরের আশার গুড়ে বিএনপির বালি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ জুন ২০২২, ২০: ২৮
ওবায়দুল কাদেরের আশার গুড়ে বিএনপির বালি 

‘বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে’—আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন প্রত্যাশাকে পাত্তাই দিচ্ছে না দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনোভাবেই নির্বাচনে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ বুধবার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন টুকু। 

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘ওবায়দুল কাদেরের কথার মূল্য বাংলাদেশের মানুষ দেয় কিনা আমার সন্দেহ আছে। আমরা কি করব, কি করব না, সেটা আমরা ভালো জানি। ওবায়দুল কাদের আশা করলেই যে আমরা যাব (নির্বাচনে) তার তো কোনো কারণ নাই।’

টুকু বলেন, ‘বিএনপি গণতান্ত্রিক দল এবং গণতান্ত্রিক পরিবেশেই নির্বাচন করতে চায়। একটা নিরপেক্ষ সরকার না আসা পর্যন্ত আমরা নির্বাচনে যাব না।’ 

এর আগে, গত মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইভিএম বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ওবায়দুল কাদের। সেখানে তিনি বলেন, ‘আমি আগেও বলেছি—আমার বিশ্বাস যে বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসবে। আমরাও চাই একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। সে কারণে বিএনপির মতো একটা বড় দল বাইরে থাকবে, এটা আমরা চাই না। আমরা চাই তাঁরা আসুক।’ 

ওবায়দুল কাদেরের এই বক্তব্য প্রসঙ্গে বিষয়ে কথা বলতে গিয়ে বর্তমান সরকারের প্রতি বিএনপির অনাস্থার কথা জানান টুকু। তিনি বলেন, ‘এই সরকারকে বিশ্বাস করে আমরা নির্বাচনে গিয়েছিলাম। তাঁরা দিনের ভোট রাতেই শেষ করে দিয়েছে। এখন ইভিএম এ ভোট হলে তো রাতের বেলা সিল মারতে হবে না। সরকারের সাহস থাকলে, নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচনে আসুক। এরপর আমরা যদি ওই নির্বাচনে পরাজিতও হই, তাতেও সমস্যা নেই। কিন্তু খেলাটা ফেয়ার হতে হবে।’ 

চার দিনে ভোট করার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতা টুকু বলেন, ‘এখন উনি (সিইসি) হাইব্রিড কিনা জানি না। উনি চার দিনে কোনো ভোট করতে চান, তাও জানি না। তবে এটা বাংলাদেশে হবে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত